টেকটিউনস এর সকল ভাই এর কাছে সাহায্য চাচ্ছি

টিউন বিভাগ খবর
প্রকাশিত

সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন। আমি ও ভালো আছি। অনেকদিনপর  এক টিউন করতে বললাম। আজকের টিউন টা আমি শুধু মাত্র আপনাদের কাছে সাহায্য পাওয়ার জন্য করছি।

টিউনটি করার আগেই বলতে চায় যদি আপনার টিউনটি ভালো না লাগে বা সাহায্য না করতে চান তাহলে দয়া করে খারাপ টিউনমেন্ট করবেন না।

আর এডমিন ভাইদের বলছি যে, ভাই টিউনটি যদি ভালো না হয় তাহলে পেন্ডিং করেন না বা টিউনারশীপ বাতিল করেন না। আজকে আমি শুধু আমার সাহায্য এর জন্য টিউন টি করছি।

যাইহোক আমি অনেকদিন ধরে ভাবছি। এক ওয়েব সাইট খুলবো যা আপনাদের সবার কাজে আসে এমন। কিন্তু বুঝে উঠে পারছিনা কোন ধরণের সাইট খুলবো যা আপনাদের প্রতিদিন কাজে আসবে। যা দিয়ে আপনি উপকৃত হবেন না। যদি আপনারা আমাকে উপদেশ দিতে পারেন তাহলে আমি আপনাদের জন্য সেই সাইট তৈরি করবো যা আপনাদের প্রতিনিয়ত কাজে লাগবে। যার মাধ্যমে আপনি উপকৃত হবেন।

 

আমি আশা করি আপনারা আমাকে সাহায্য ও সহযোগিতা করবেন। কিন্তু আমি  আবার ও বলছি দয়া করে কেউ খারাপ টিউনমেন্ট করবেন না যদি লেখায় ভুল থাকে তাহলে সেইগুলো আমাকে বলবেন। আর পৃথিবীর সব মানুষ এরই-কিছু না কিছু ভুল হয়ে থাকে। আমি ও তো মানুষ যদি কোনো প্রকার ভুল হয় তাহলে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি।

 

সবাই ভালো থাকেন। আল্লাহ যেন আপনাদের সবােইকে ভালো রাখে।

Level 0

আমি শাহিদ আক্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 121 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের সম্পর্কে বলার তেমন কিছুই নেই, খুব সাধারন একটি ছেলে। লিখাপড়া করছি কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। ছোটবেলা থেকেই টেকনোলোজির প্রতি ভীষণ আগ্রহ ছিল। তাই শেষপর্যন্ত টেককেই বেছে নিয়েছি পথ চলার সঙ্গী হিসেবে। ভালবাসি কম্পিউটার সংক্রান্ত নতুন কিছু শিখতে। আমার মতে, আমার শেখা তখনই স্বার্থক হবে যখন সেটা আমি আরেকজনের...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ক্রিকেট এর উপর করতে পারেন টেকটিউনস এর অনেকেই ক্রিকেট প্রিয়।

সকলের জন্য ফোরাম সাইট করতে পারেন। যেখানে আমরা সবাই আমাদের আমাদের সমস্যা েএর সমাধান পাবো। আর অন্যদের সাহায্য করতে পারবো।

    আপনার মতামতের জন্য আপনাকে ধন্যবাদ। আমি আপনার মতামত টা মাথায় রাখলাম দেখি মানুষ কোনটা বেশি চায়। কারণ যেটা আপনাদের প্রয়োজন সেটাই আমি করবো।

আমি জান্নাতুল আচঁল# এর সাখে আমি সম্মাত।

আপনি লিখবেন সেটা নিয়ে, যে বিষয় টির উপর আপনার দক্ষতা সবথেকে বেশি ।

    jibonre   
    Level 2

    হ্যা ,তবে তো উনি এডভাইস চেয়েছেন কি রকম ওয়েবসাইট করলে সবার কাজে আসে …

jibonre   
Level 2

আমি জান্নাতুল আচঁল ও আহসান উল্লাহ ভাইজান দের সাথে আমিও একমত রাখি।

আপনি যেকোনো এক্তা নির্দিষ্ট টপিক এর উপর করেন যেইটার বর্তমানে প্রাধান্ন বেশি যেমন হতে পারে এন্ড্রয়েড এর ট্রিক্স নিয়ে মানে করলে একটা পার্টিকুলার সাইট কুলাই শ্রেয় 🙂

ব্যক্তিগত মতামত দিচ্ছি, বাংলাদেশে শিক্ষামূলক সাইট খুব কম। শিক্ষামূলক বলতে রেজাল্ট, রুটিন এগুলোর কথা বলছিনা। আমাদের টেক্সট বই -এর অধ্যায় ভিত্তিক পড়াশুনা অনলাইনে নাই বললেই চলে। সব টিউটোরিয়াল শুধু টেকনোলোজি নিয়ে। আমাদের পাঠ্যবইইয়ের পড়াশুনা বিষয়ক লেখাই চোখে পড়েনা। এধরনের সাইট আমি দেখতে চাই। ধন্যবাদ

অনলাইন থেকে টাকা আয়ের একটি ফোরাম যেখানে কিনা সবাই যার যার অনলাইন আয়ের অভিজ্ঞতা তুলে ধরতে পারে।

ফারদিন ভাই-এর প্রস্তাবটা ভালো আমি অারও একটু সংযোজন করতে বলি। বাংলা ভাষায় অনলাইন কাজ এবং আয়ের কোনো সাইট সম্ভবত নেই। এ বিষয়টা নিয়ে ভাবলে মনে হয় অনেকেই উপকৃত হবে।

আমার মতামত হচ্ছে এমন একটি সাইট যাতে পড়াশুনা ,বিনোদন,শিক্ষামূলক সবগুলো একসাথে থাকবে, সেটাই সবার কাজে লাগব বলে মনে হয়।

যে ধরনের সাইট তৈরি করলে আমরা সাহায্য পেতে বা করতে পারবো সে ধরনের সাইট তৈরি করলে মনে হয় ভালো হবে।।।