গুগল ক্রোমের চেয়েও দ্রুতগতির ব্রাউজার

টিউন বিভাগ খবর
প্রকাশিত

অবশেষে দ্রুতগতির ব্রাউজারের দিকে নজর দিয়েছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। ইন্টারনেট এক্সপ্লোরারকে বিদায় দিয়ে এজ নামের একটি ব্রাউজার তৈরির কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন এই ব্রাউজারটি গতির দিক থেকে গুগলের ক্রোম ও অ্যাপলের সাফারিকে হারিয়ে দেবে বলে জানিয়েছে মাইক্রোসফট।
মাইক্রোসফট দাবি করেছে, তাদের করা বেঞ্চমার্ক সফটওয়্যার পরীক্ষায় ক্রোম ও সাফারির চেয়ে এজ ব্রাউজারটিকে দ্রুতগতির হিসেবে দেখা গেছে।
বেঞ্চমার্ক অবশ্য মাইক্রোসফটের নয়। অ্যাপল ও গুগলের নিজস্ব বেঞ্চমার্কে এজকে দ্রুতগতির ব্রাউজার হিসেবে দেখানো হয়েছে। উইন্ডোজ ১০ এর চূড়ান্ত সংস্করণের সঙ্গে নতুন এই ব্রাউজারটি উন্মুক্ত করবে মাইক্রোসফট।
উইন্ডোজ ব্লগে মাইক্রোসফটের উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামের প্রধান গ্যাব আউল এজের পারফরম্যান্সের কথা জানিয়েছেন। তিনি জানান, এজ টিম উইন্ডোজ ১০ এর সঙ্গে নতুন ব্রাউজার হিসেবে এজকে উন্মুক্ত করতে এর উন্নয়নে কাজ করে যাচ্ছেন। গুগল-অ্যাপলের নিজস্ব জাভাস্ক্রিপ্ট বেঞ্চমার্কেই ক্রোম ও সাফারিকে গতিতে হারিয়ে দিয়েছে এজ। ওয়েবকিট সানস্পাইডার পরীক্ষায় ক্রোমের চেয়ে ১১২ শতাংশ দ্রুতগতির ফল দেখিয়েছে এটি। গুগল অকটেন পরীক্ষায় ক্রোমের চেয়ে ১১ শতাংশ দ্রুতগতির ফল দেখিয়েছে এজ। অ্যাপল জেটস্ট্রিম পরীক্ষায় সাফারির চেয়ে ৩৭ শতাংশ দ্রুতগতির ফল দেখিয়েছে মাইক্রোসফটের নতুন ব্রাউজারটি।

মাইক্রোসফটের কর্মকর্তারা বলছেন, এজের পারফরম্যান্সে তাঁরা খুশি। মাইক্রোসফটের এজ দিয়ে ব্যবহারকারীকে দ্রুতগতির ব্রাউজিং অভিজ্ঞতা দিতে কাজ করছেন বলে জানান তাঁরা।
প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, মাইক্রোসফটের এই দাবি সঠিক জলে ব্রাউজারের দুনিয়ায় ভালো কিছু ঘটতে যাচ্ছে। এতে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও ভালো হবে।

Collected From :- Prothom-Alo.com
PythonBD.Gq (আমার সাইট দয়া করে একবার ঘুরে আসবেন)

 

 

 

 

 

 

 

 

Level 0

আমি সুব্রত সাহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 297 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

দেয়ার মত কিছু নাই


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ক্রেডিট দিতে ভুলে গেছেন নাকি?

সুব্রত সাহা tue ke bolda ja ja tune korcha sob gulaka ghapay thanks dissis?

    vai aponi kon family thake assen ta bhujhai jay …. er ekta comment je ek joner tune korar utshaho je koto baray dey ta hoyto aponi janen naaa. aponi ke ebong aponar family somporke sobai dharona to paiya gelo…………

      আপনাকে বলছি, আপনি একটি বাংলা সফটওয়্যার আপনার কম্পিউটারে নিন। আর আমি আপনাদের দুজনের মন্তব্য কেই অরুচিকর বলে মনে করছি। কিছু মনে করবেন না( এভাবে বলার জন্য দুঃখিত )