এক্সপ্রেসারস কোন প্রতিযোগীতা নয় বরং সোশ্যাল নেটওয়ার্ক এবং ইনফর্মেশন কে যে, আরও সহজ করতে চেয়েছে "পাব্লিক ড্যাশবোর্ড" সার্ভিস টি তার অন্যতম একটি দৃষ্টান্ত। অলরেডি এক্সপ্রেসারস তার X-Eater সার্ভিস এর মাধ্যমে এক্সপ্রেসারস থেকে অন্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইট(ফেসবুক,টুইটার ইত্যাদি) গুলোতে সংযোগ স্থাপন করার জন্যে অনন্য ভুমিকা পালন করেছে,যা এক্সপ্রেসারস কে জনপ্রিয়তার শীর্ষে তুলে নিয়ে আসবে বলে অনেকেই ধারনা করছেন।
এবার পাব্লিক ড্যাশবোর্ড এর কথায় আসা যাক। এটি এমন একটি সার্ভিস যার মাধ্যমে আপনি আপনার এক্সপ্রেসারস পাব্লিক প্রফাইল পেইজ এ ১০০টিরও বেশি জনপ্রিয় ওয়েবসাইট এর সার্ভিস শুধু মাত্র লিংক যোগ করার মাধ্যমে ইমবেড বা যুক্ত করতে পারবেন। এর মধ্যে বেশ কিছু জনপ্রিয় ও উল্লেখযোগ্য সাইট গুলো হচ্ছে ফেসবুক,ইউটিউব,টুইটার,গুগোল,ওয়ার্ডপ্রেস, ইত্যাদি ইত্যাদি...।।
এবার আরও একটু ব্যাখ্যা করি। ধরুন আপনার ইউটিউব এ কোন ভিডিও ভালো লাগলো তো এভাবে আপনি আপনার এক বা একাধিক প্রিয় ভিডিও আপনার এক্সপ্রেসারস র প্রফাইল পেইজ এ ইমবেড/যুক্ত করার জন্যে শুধু মাত্র ঐ ভিডিও এর লিংক টি কপি করে এক্সপ্রেসারস পাব্লিক ড্যাশবোর্ড এ পেস্ট করলেই তা যুক্ত হয়ে যাবে।
ফটো আপলোড এর সাইট গুলো তে আপনি কোন ফটো আপলোড করেক সেই লিংক টি পাব্লিক ড্যাশবোর্ড এ পেস্ট করলেই তা যুক্ত হয়ে যাবে।
ফেসবুক বা টুইটারের কোন স্ট্যাটাস আপনার প্রফাইল পেইজ এ যুক্ত করার জন্যে সেই স্ট্যাটাস এর লিংক টি কপি করে ড্যাশবোর্ড এ পেস্ট করলেই তা যুক্ত হয়ে যাবে।
এ ভাবে আপনি ১০০ টিরও বেশি সার্ভিস এর আনলিমিটেড লিংক যুক্ত করতে পারবেন।
উদাহরন হিসাবে আমার এক্সপ্রেসারস পাব্লিক প্রফাইল টি দেখতে পারেনঃ http://www.xpressers.com/saif
আমি সাইফুর রহমান সাইফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 187 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।