টুইটার ব্যবহারকারীদের জন্য থাকছে না শব্দের সীমাবদ্ধতা!!!!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আপনি চাইলেই বড় বড় বার্তা লিখে পাঠাতে পারবেন টুইটারে, অবশ্য এজন্য আপনাকে অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটি দিন। এখন টুইটারে সরাসরি পাঠাতে চাইলে গুনে গুনে ১৪০ টির বেশি চিহ্ন বা ক্যারেক্টার ব্যবহার করা যায় না। কিন্তু আগামী জুলাই থেকে টুইটার ব্যবহারকারীদের জন্য আর এই সীমাবদ্ধতা থাকবে না। গত বৃহস্পতিবার সাইটটির ডেভেলপার ফোরামের একটি টিউন থেকে ব্যাপারটি সর্বপ্রথম জানা যায়।

টুইটারের একজন মুখপাত্র প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলকে খবরটি নিশ্চিত করেছেন। তবে জুলাইয়ের কত তারিখ থেকে নতুন এই পদ্ধতি কার্যকর হবে সে ব্যাপারে মুখ খুলতে রাজি হননি তিনি।

রেগুলার টুইটের ক্ষেত্রে অবশ্য এই সীমারেখাটি ১৪০ ক্যারেক্টারেই আটকে থাকবে। তাই বার্তা লেখার মতো চাইলেই বিশাল বিশাল টুইট লেখার সুযোগ এখনো কেউ পাচ্ছেন না।

টুইটারে সরাসরি বার্তা লেখার সেবাটি জনপ্রিয় করার জন্য বেশ কয়েকদিন ধরেই চেষ্টা করা হচ্ছে। সাইটটি গেল জানুয়ারিতে গ্রুপ ম্যাসেজ সার্ভিস যোগ করা হয়েছে সরাসরি ম্যাসেজিংয়ে। এ ছাড়া ম্যাসেজ প্রাপ্তির ক্ষেত্রে কার কার কাছ থেকে ম্যাসেজ আসবে, সেটিও বাছাই করার সুযোগ জুড়ে দেওয়া হয়েছে টুইটার ব্যবহারকারীদের জন্য।

আগে একজন ব্যবহারকারী যাদের ফলো করছেন, শুধু তাদের থেকেই ম্যাসেজ পেত। কিন্তু বর্তমান সেটিংসে ‘সিক্যুরিটি এবং প্রাইভেসি’ মেন্যুতে গিয়ে সেটি পরিবর্তন করা যাবে। তাই চাইলে টুইটারে অবস্থানকারী সবার কাছ থেকেই এখন ম্যাসেজ পেতে পারেন টুইটার ব্যবহারকারীরা।

সৌজন্যে : www.ntvbd.com– বাংলাদেশের একমাত্র ইনফোটেইনমেন্ট পোর্টাল, ntv র খবর, নাটক,সিনেমা টেলেফিল্ম সহ

সব অনুষ্ঠান এর ভিডিও পাবেন এখানে

Level 0

আমি তানভীর আহম্মেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আনেক ভালো নিউস, ধন্যাবাদ 🙂

এটা কি সত্য??

তাহলে দারুণ হবে…।।

শুনে অত্যন্ত খুশী হলাম | এখন অনেক শান্তিতে tweet করা যাবে |