শুরু হচ্ছে বাংলাদেশের প্রথম ‘অ্যাজাইল কনফারেন্স’ Agile Conference জুনে মাসে। ‘টেকটিউনস’ হলো কনফারেন্স এর সৌশল মিডিয়া পার্টনার

টিউন বিভাগ খবর
প্রকাশিত

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কার্যক্রম আরও গতিশীল করতে সফটওয়্যার ডেভলোপমেন্ট মেথোডোলজি অ্যাজাইল এর ওপর বাংলাদেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাজাইল বাংলাদেশ কনফারেন্স-২০১৫। বর্তমান সময়ে সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে অ্যাজাইল অত্যন্ত কার্যকর ও জনপ্রিয় মেথডোলজি।

তথ্যপ্রযুক্তি বিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি) এবং এমআইএস কনসাল্টেন্সির যৌথ উদ্যোগে আগামী ১২ জুন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অডিটরিয়াম এবং রাজধানীর স্টার্ট আপ রেস্টুরেন্টের কনফারেন্স হলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

অ্যাজাইল মেথডোলজি এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একদিনের এই কনফারেন্সে হাতে কলমে প্রশিক্ষণ দেয়ার জন্য ইন্ডিয়া, মালয়েশিয়া এবং বাংলাদেশের অ্যাজাইল মেথোডোলজি বিষয়ে চারজন বিশেষজ্ঞ উপস্থিত থাকবেন। এর মাঝে এজাইল কোচ কক ইউ সিও (ইন্টেল, মালয়েশিয়া), ফালগুনা রামারাজু(এন্টারপ্রাইজ লিন এজাইল ট্রান্সফরমেশন কোচ ইন্ডিয়া, মাহমুদুর রহমান মান্না(কান্ট্রি ডিরেক্টর,ইইউএসআইএ বাংলাদেশ লি:)ও আল মাহবুবুল আলম রনি(হেড অব প্রজেক্ট অফিস,এরিক্সন বাংলাদেশ লি:) কনফারেন্সে অংশ নেবেন।

কনফারেন্সে ৩ শতাধিক সফটওয়্যার ডেভলোপার, টেষ্টার, ডিজাইনার, আর্কিটেকচার, টিম লিডার, প্রজেক্ট ম্যানেজার, সিইও, সিটিও, সিওও, এক্সিকিউটিভ, একাডেমিক, গবেষকর এবং সদ্য পাশকৃত কম্পিউটার বিষয়ে ডিগ্রীধারীরা অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।

এই বিষয়ে ডিআইআইটির নির্বাহী পরিচালক ও কনফারেন্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নূরুজ্জামান ইত্তেফাককে বলেন, ‘বর্তমানে সফটওয়্যার ডেভেলপমেন্টে সবচেয়ে জনপ্রিয় ও কার্যকর মেথড হচ্ছে এজাইল।সারা বিশ্বে এর ব্যবহার থাকলেও বাংলাদেশে এর ব্যবহার সিমীত। কারণ, বাংলাদেশে এজাইলের উপর উন্নতমানের কোন প্রশিক্ষণ নেই। তাই এই বিষয়ে মানুষের আগ্রহ এবং ব্যবহারে উৎসাহীর জন্যে কনফারেন্স আয়োজন করা প্রয়োজন।

তিনি আরও বলেন, ‘তথ্য প্রযুক্তিতে আমরা এগিয়ে চলেছি। বর্তমান সরকারও এই খাত এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। বর্তমান তরুন প্রজন্মকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। বাংলাদেশ আইটি খাতে আমাদের কাছাকাছি অর্থনীতির দেশ ভিয়েতনাম,ফিলিফাইন,মালয়েশিয়া থেকে পিছিয়ে আছি। আমাদের পরিকল্পিত আধুনিক শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থার অপ্রতুলতা এবং নিরন্তর উদ্ভাবিত ও বিকাশিত সমসাময়িক প্রযুক্তিকে আলিঙ্গন করার অন্যতম উপায় হচ্ছে সেমিনার, সিম্পেজিয়ান ও কনফারেন্স আয়োজন করা। আর এই লক্ষ্যেই সমসমায়িককালে সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয় ও কার্যকর এজাইল ডেভেলপমেন্ট প্রসেস নিয়ে একটা ইন্ডাস্ট্রিয়াল কনফারেন্স আয়োজন করতে যাচ্ছি।’

এই কনফারেন্সে কারা অংশগ্রহণ করতে পারবেন এমন প্রশ্ন করলে মোহাম্মদ নূরুজ্জামান বলেন, ‘সফটওয়্যার ডেভেলপার্স, টেস্টার, ডিজাইনার, আর্কিটেকটস, টিম লিডস, প্রজেক্ট ম্যানেজার, সিইও, সিআই, সিটিও,সওও, এক্সিকিউটিভ, একাডেমিক, রিসার্চার এবং আইটি ব্যাকগ্রাউন্ডের শেষ বর্ষের শিক্ষার্থীরা এই কনফারেন্সে অংশগ্রহণ করতে পারবে।’

কনফারেন্স এর সৌশল মিডিয়া পার্টনার হলো Techtunes. সৌশাল মিডিয়া পার্টনার হিসেবে অ্যাজাইল বাংলাদেশ কন্ফারেন্সের সকল আপডেট পাওয়া যাবে টেকটিউনসে।

উক্ত কনফারেন্সে অংশগ্রহণ করতে হলে রেজিস্ট্রেশন করতে হবে। যারা পেশাজীবী তারা ২৫০০ টাকার মাধ্যমে এবং যারা শিক্ষার্থী তারা ২০০০ টাকার মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবে।

রেজিস্ট্রেশন ও বিস্তারিত জানতে http://www.agilebangladesh.net এই ঠিকানায় প্রবেশ করতে হবে।

Level 0

আমি Techtunes tAds। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

ভাল 🙂

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি) এর অ্যাজাইল বাংলাদেশ কনফারেন্স-২০১৫ সফল হোক…………।