ভিডিও, ভয়েস ও টেক্সট চ্যাটিংকে আরো জনপ্রিয় করতে মাইক্রোসফট নিয়ে এলো স্কাইপে ট্রান্সলেটর !!!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

ভিডিও, ভয়েস ও টেক্সট চ্যাটিংয়ের জনপ্রিয় ওয়েবসাইট স্কাইপেতে যোগ হয়েছে অনুবাদ সুবিধা। এর মাধ্যমে বিভিন্ন ভাষার মানুষের সাথে সহজেই কথা বলা যাবে। ভাষা না জানলেও আপনি বুঝতে পারবেন তারা কী বলতে চাইছে।

তবে এটি এখনো পুরোপুরি চালু করেনি মাইক্রোসফট। এখনো চলছে প্রিভিউ সংস্করণ। আরো উন্নত এবং নিখুঁত সংস্করণ তৈরির চেষ্টা চালাচ্ছেন মাইক্রোসফটের গবেষকরা।

skype-ntvপ্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, উইন্ডোজ ৮.১ এবং উইন্ডোজ ১০ সংস্করণে চলবে স্কাইপে ট্রান্সলেটরের প্রিভিউ সংস্করণটি।

পাঁচ মাস আগে স্কাইপে ট্রান্সলেটরের ঘোষণা দিয়েছিল মাইক্রোসফট। উইন্ডোজ স্টোর থেকে বিনা মূল্যে ডাউনলোড করা যাবে এটি।

তবে চ্যাটিংয়ের সময় বাক্য ধরে অনুবাদ করবে না স্কাইপে ট্রান্সলেটর। বরং কিছু বাক্যের ভাবানুবাদ করে একটি ব্ক্তব্য তৈরি করবে। যাতে ওপাশের মানুষটি কী বলতে চাইছে সেটা ভাষা না জানলেও এ পাশের মানুষটি বুঝতে পারে। কথা বলার সময় পাশের সাইডবারে টেক্সট আকারে বক্তব্যগুলো ভাষান্তরিত হতে থাকবে।

গত ডিসেম্বরে মাইক্রোসফট রিসার্চের করপোরেট ভাইস প্রেসিডেন্ট পিটার লি জানিয়েছিলেন, ‘আপনার বলা প্রতিটি শব্দ অনুবাদ করতে পারবে না স্কাইপে, তবে আপনি যা বলতে চান সেটা অনুবাদ করবে।’

প্রাথমিকভাবে ইতালিয়ান এবং চীনা মান্দারিন ভাষার অনুবাদ যোগ করা হয়েছে স্কাইপেতে। এগুলো ভিডিও বা ভয়েসকল থেকে পাওয়া শব্দ অনুবাদ করতে পারবে। এ ছাড়া টেক্সট সার্ভিসে প্রায় ৫০টি ভাষার অনুবাদ পাওয়া যাবে।

 

সৌজন্যে : www.ntvbd.com– বাংলাদেশের একমাত্র ইনফোটেইনমেন্ট পোর্টাল

Level 0

আমি তানভীর আহম্মেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

valo but bangla hole aro valo hoto