মাত্র কয়েকটা শব্দ। আর তারই স্বত্বাধিকার পেতে গুনতে হবে কয়েক কোটি পাউন্ড! শুনতে অবিশ্বাস্য মনে হলেও বৃহস্পতিবার সন্ধেয় ঠিক এমনটাই ঘটতে চলেছে লন্ডনের সানবর্ন হোটেলের কনফারেন্স হলে। বিশ্বের সর্বকালের সবচেয়ে দামি 'ডোমেইন নেম' হিসেবে নিলামে উঠতে চলেছে 'holiday.com'।
অনলাইন বাণিজ্যের জগতে ডোমেইন নেম-এর কদর আকাশছোঁয়া। বস্তুত, ওয়েবসাইটের নাম-মাহাত্ম্যের গুণে গ্রাহক টানার কৌশল ওয়েব দুনিয়ায় বহুল প্রচলিত। সেই কারণে ওয়েবসাইটের মৌলিক নামের চাহিদা বরাবরই তুঙ্গে। যেমন, ২০১০ সালে ২ কোটি ১৫ লক্ষ পাউন্ডে বিক্রি হয়েছিল ডোমেইন নেম insurance.com। তবে সেই রেকর্ড এবার ভেঙে দিতে চলেছে 'holiday.com', মনে করছেন ওয়েব বিশেষজ্ঞরা। একই সঙ্গে পর্যটন ব্যবসায়ী মহলের ধারণা, এবার আবির্ভাব ঘটতে চলেছে এক নতুন চ্যাম্পিয়নের।
'holiday.com'-এর মালিকানা আপাতত রয়েছে ব্রিদ লাক্সারি লিমিটেড নামে এক সংস্থার হাতে। তাদের মতে, পর্যটন ব্যবসার জগতে এই ডোমেইন নেম বাইবেল বর্ণিত 'হোলি গ্রেইল'-এর সমতূল্য। ছুটি সম্পর্কীয় সার্চ করলে, যে কোনও সার্চ ইঞ্জিন পয়লা নজরে তাকে চিনে নিতে বাধ্য। এর ফলে ওয়েবসাইটে ভিজিটরের সংখ্যা বাড়তে বাধ্য। আর তারই জেরে বাড়বে ব্যবসা। এযাবত অন্তত ৯০ শতাংশ পর্যটন সংস্থার ওয়েবসাইটে এই শব্দ সমষ্টিকে প্রথম পাঁচ key words হিসেবে রাখা হয়েছে। এ সবই সার্চ ইঞ্জিনের নেকনজরে পড়ার কৌশল।
প্রসঙ্গত, গত ১৬ বছরে 'holiday.com'-এর দখল পেতে নেট দুনিয়ায় কম যুদ্ধ হয়নি। অবশেষে এদিনই এই লোভনীয় ডোমেইন নেম-এর হস্তান্তর ঘটতে চলেছে। ব্রিদ লাক্সারি লিমিটেড-এর পক্ষে এক কর্তা জানিয়েছেন, 'আমরা মনে করি, holiday.com এক নম্বর পর্যটন ব্র্যান্ড হিসেবে অচিরেই প্রতিষ্ঠা পাবে। এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে গোটা বিশ্বের পর্যটকরা পরিষেবা পেতে পারবেন।'
নিলামে কত দাম উঠতে পারে holiday.com-এর?
ব্রিদ লাক্সারি লিমিটেড-এর তরফে আশা করা হচ্ছে, বর্তমানে সবচেয়ে দামি ডোমেইন নেম হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলা sex.com-কে টপকে যাবে holiday.com। ২০১০ সালে ৮০ লক্ষ পাউন্ডে বিক্রি হলেও, এবার ছুটির ফাঁদে থমকাতে বাধ্য যৌনতার হাতছানি।
এখান থেকে কপি পেস্টঃ এই সময়
বাংলা গান ডাউনলোডঃ আমার সাইট
আমি সাহেব বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 1329 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Like, Obosese Valor -e joy hoi…