আইটি কুইজ এ অংশগ্রহন করে জিতে নিন ল্যাপটপ, ট্যাব, মোবাইল ফোনসহ ৩০০ টি আকর্ষনীয় পুরস্কার।

টিউন বিভাগ খবর
প্রকাশিত

বর্তমান বিশ্বে তথ্য প্রযুক্তিতে বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য রয়েছে অপার সম্ভাবনা এবং আমাদের দেশকে অর্থনৈতিক ভাবে এগিয়ে নিতে এই তরুণ সমাজই মুখ্য ভুমিকা পালন করতে পারে। সেই লক্ষে আমাদের দেশের তথ্য প্রযুক্তিতে শিক্ষার্থীদের অনপ্রানিত করার জন্য বাংলা বিজনেস পার্টনারস (বিবিপি) জাপান এবং ড্যাফোডিল গ্রুপের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ড্যাফোডিল জাপান আইটি লিমিটেড (ডিজেআইটি),অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে এবং

অংশগ্রহনকারীদের মধ্যে ৩০০ জনকে বাছাইয়ের মাধ্যমে সার্টিফিকেট এবং ল্যাপটপ, ট্যাব, মোবাইল ফোন সহ ৩০০ টি  আকর্ষনীয় পুরস্কার দেয়া হবে।ডিজেআইটির উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক মানের তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণ প্রদান করা এবং জাপান, আমেরিকা, ইংল্যান্ড ও মালায়শিয়াসহ উন্নত বিশ্বে তথ্য প্রযুক্তিতে চাকুরীর সুযোগ করে দেয়া।

উন্নত বিশ্বের তুলনায় আমরা বেশ পিছিয়ে কিন্তু এর পরেও আমাদের চেষ্টা থেমে নেই এবং আমাদের দেশে রয়েছে প্রচুর সম্ভাবনা। সেই সাথে আমাদের দেশের তরুণ আইটি শিক্ষার্থী ও পেশাজীবী বর্তমানে প্রযুক্তির বিভিন্ন খাতে উল্লেখ যোগ্য ভুমিকা পালনের মাধ্যমে উজ্জল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে।

তরুণ প্রজন্মের আইটি শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষেই আমাদের এই আইটি কুইজের আয়োজন।

এই কুইজের সার্বিক সহযোগিতায় যারা আছেন:

  • রেডিও পার্টনার :    ABC 89.2 fm

এই কুইজ প্রতিযোগিতাতে যারা অংশগ্রহন করতে পারবে:     

  • যেসব শিক্ষার্থী ইতিমধ্যে আইটি বা সমমানে গ্রাজুয়েশন সম্পন্ন করছেন অথবা শেষবর্ষে অধ্যায়নরত।

  • এছাড়াও অন্যান্য বিষয়ে গ্রাজুয়েশন সম্পন্ন করছেন যারা তথ্য ও প্রযুক্তিতে ইতিমধ্যে কাজ করছেন তারা অংশগ্রহন  করতে পারবে।

ডিজেআইটি অনলাইন কুইজ প্রতিযোগিতার সময়সূচী  :

  • রেজিস্ট্রেশন সময়: ৬ই সেপ্টেম্বর - ১৯ই সেপ্টেম্বর
  • কুইজ প্রতিযোগিতার পরীক্ষার সময়: ২০ই সেপ্টেম্বর সকাল ১০:৩০
  • সার্টিফিকেট এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান : ২২ই সেপ্টেম্বর

ডিজেআইটি অনলাইন কুইজ প্রতিযোগিতার অংশগ্রহন করতে হলে রেজিস্ট্রেশন করতে হবে এই লিংক এ: http://www.djit.ac/index.php/itquiz অথবা ভিজিট করুন : http://www.djit.ac

বিস্তারিত জানতে:

  • ড্যাফোডিল জাপান আইটি লিমিটেড (ডিজেআইটি)
  • বিডিবিএল ভবন, ৬ষ্ঠ তলা, ১২ কারওয়ান বাজার, ঢাকা।
  • ফোন :০১৭১৩৪৯৩২৭৮, ০১৮৫৬৯৯১০১৮, ০১৭১৩৪৯৩২৮২, ০১৭১৩৪৯৩২৯৯.

Level 0

আমি Daffodil Japan IT। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Daffodil Japan IT


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

জানানোর জন্য ধন্যবাদ …

এই কুইজ প্রতিযোগিতাতে যারা অংশগ্রহন করতে পারবে:

যেসব শিক্ষার্থী ইতিমধ্যে আইটি বা সমমানে গ্রাজুয়েশন সম্পন্ন করছেন অথবা শেষবর্ষে অধ্যায়নরত।
এছাড়াও অন্যান্য বিষয়ে গ্রাজুয়েশন সম্পন্ন করছেন যারা তথ্য ও প্রযুক্তিতে ইতিমধ্যে কাজ করছেন তারা অংশগ্রহন করতে পারবে।

একটি ও নাই…। শেয়ার করার জন্য ধন্যবাদ।

অনেক যরুরি তথ্য, জানানোর জন্য ধন্যবাদ ৷

চেষ্টা করে দেখি তবে ভাল লাগল । এই ধরনের প্রতিযোগিতা হলে শিখার আগ্রহ কিছুটা হলেও বাড়ে

ধন্যবাদ ।। এই রকম একটা পোস্ট শেরার করার জন্য ।।।

ভাই, সোস্যাল মিডিয়া পার্টনার এর লিংক তো ভুল দিয়েছেন। টেকটিউন্স মিডিয়া পার্টনার, টেকটিউন্স এই পোস্ট আবার তাদের ওয়েব এড্রেসই ভুল ।

জানানোর জন্য ধন্যবাদ …তবে আক্মি ত ৮ এ পরি ,আমি অংসগ্রহন করতে পারব?

দেখি কি করা যায় ।

অংশগ্রহণ করতে পারি নাকি ।

তবে জানানোর জন্য ধন্যবাদ আপনাকে ।

Level 0

ধন্যবাদ @@@ জাপান আই টি।

@আমি বুঝি না, এর সথে আমিও একমত। আমার কাছে মনে হইলো এটা একটা LOL পোস্ট।Techtune বানান ভূল করছেন, আর ফ্রী ফ্রী বিঙ্গাপন দিচ্ছেন।

“আইটি বা সমমানে গ্রাজুয়েশন সম্পন্ন করছেন অথবা শেষবর্ষে অধ্যায়নরত” এ কথাটা কেমন লাগল না আর বাকিরা কি করবে ?

Level 0

জাপানে মেধা পাচারের ধান্দা ……।

“আইটি বা সমমানে গ্রাজুয়েশন সম্পন্ন করছেন অথবা শেষবর্ষে অধ্যায়নরত” আমরা কার খালু? :p

eta to quiz contest hoini. fajlami hoyeche. exam time e page e aseni. tahole kemon exam holo.
gp 3g die high speed e sob website e dhukleo djit te dhokeni. ami 30min e 4 ti page payechi. tar vitor last ti submit korte korte time over. 1ta page ante minimum 15-20 bar try kora legeche. jader khomota nai tader ei ayojon er ki darker chilo?????