বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০১৪ :বিশেষ প্রতিবেদন

টিউন বিভাগ খবর
প্রকাশিত

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)

অনলাইন আউটসোর্সিং এ যারা  অসাধারণ সাফল্য অর্জন করেছেন তাঁদের পুরস্কৃত করল  গত রবিবার ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ মিলনায়তনে। ২০১১ সাল থেকে আউটসোর্সিং পেশাজীবীদের উৎসাহ দিতেই এই পুরস্কারের দিচ্ছে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের সংগঠন বেসিস।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। “নিজের জন্য নিজেকে দক্ষ হয়ে উঠতে হবে”,  তিনি পুরস্কার প্রদান অনুষ্ঠানে একথা বলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ , তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব নজরুল ইসলাম খান, বেসিসের সভাপতি শামীম আহসান, আউটসোর্সিং অ্যাওয়ার্ডের বিচারকমণ্ডলীর সভাপতি এ কে এম ফাহিম মাশরুরসহ অনেকে।

৯৭ টি পুরস্কারের মধ্যে ব্যক্তিগত বিভাগে দেওয়া হয় ১৮টি পুরস্কার। এর মধ্যে প্রথম পুরস্কার পেয়েছেন আবদুল্লাহ আল মুহাম্মাদ (বিভাগ: ওয়েব অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট), নাইমুল হাসান (ওয়েব ডিজাইন), আবদুর রাজ্জাক (গ্রাফিকস ডিজাইন), মোস্তফা আল আমরান (অনলাইন ব্লগিং এবং কনটেন্ট)ও  জি এম তাসনিম আলম (মোবাইল অ্যাপলিকেশন)।

নারী বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন সুলতানা পারভিন, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছেন  মাহমুদা ও মাহফুজা সেলিম এবং জেলাভিত্তিক বিভাগে ৬১ জনকে পুরস্কার দেওয়া হয়েছে।

এছাড়া ১৫টি আউটসোর্সিং প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হইছে।

বিস্তারিত ফলাফল জানতেঃ এখানে ভিজিট করুন 

কনগ্রাচুলেশন সেই মহতি ভাইদের যারা ২০১৪ আউটসোর্সিং অ্যাওয়ার্ড পেয়েছেন।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সরদার ভাই আপনাকে কবে এই খানে দেখতে পারব ?

    Level 2

    @রাহাতুল ইসলাম: ভালো কিছু করতে পারলে পাবেন ভাই, আমাদের দিয়েই তো দেশটা বদলাবে। তবে স্বপ্ন দেখি। ধন্যবাদ।

আমার জেলায় যিনি পুরষ্কার পেয়েছেন তিনি ঢাকায় কাজ শিথেছেন। পরে ঢাকাতে থেকেই কাজ করেন। সেখানেই সেটেল। শুধু হোম ডিষ্ট্রিকটা দেওয়ার কারনে আমি বা আমরা যারা জেলার ফ্রিলান্সার আছি, যাদের গুগল খুলতেই জান বেরিয়ে যায়, যাদের কারেন্ট যায় না বলতে হয় আসে; তারা কষ্ট করে জেলাতে থেকেই কাজ করে এবং জেলার অন্নন্য ফ্রিলান্সারদেরকে উৎসাহিত করে তাদের জন্য মনে হয় এই পুরষ্কার জায়েজ না।

বি:দ্র: সত্য বলতে আপত্তি নাই।

    Level 2

    @Al Shahriat Karim: তারপরও চেষ্টা করেন, যারা যোগ্য তারা একদিন না একদিন পাবেই। ধন্যবাদ।

      @it.sardar: ধন্যবাদ ভাই। তবে ধরুন আপনারা থাকেন ঢাকা। আপনার দাদার বাড়ি পঞ্চগড়। আপনি এবং আপনার বাবা ঢাকাতেই থাকেন। কথা হল আপনি যদি এখন দেন আমার স্থানীয় বাড়ি পঞ্চগড় দেন এবং পুরস্কার টা আপনি পান স্বাভাবিক ভাবেই বিষয়টা দৃষ্টি কটু। কারন ঢাকার অবস্থান আর পঞ্চগড়ের অবস্থান আকাশ পাতাল তফাত। সেটা সব দিক দিয়েই। আমি পঞ্চগড়ের কেউ না। উদাহরন হিসেবে টানলাম। যাই হোক বেসিস এর পুরস্কারের ব্যপার নিয়ে আমি চিন্তিত না।

        Level 2

        @Al Shahriat Karim: ঠিক কথা। যাই হোক ভাই, পুরস্কারই কি একজন মানুষের সব কিছু, তারপরও লেগে থাকেন, সামনে বার পেতে তো পারেন। ধন্যবাদ।

আমিও একদিন এই পুরস্কার পাব আশা করি। সবাই আমার জন্য দোয়া করবেন।

    Level 2

    @ব্লগার ভাই: অবশ্যই দোয়া থাকবে সবার। ধন্যবাদ ভাই।