নাসা বলছে টেলিস্কোপে ধরা পড়েছে ঈশ্বরের হাত!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

নাসার নিউক্লিয়ার স্পেকট্রোস্কোপিক টেলিস্কোপ সারি বা NuSTAR -এর ক্ষমতার ঝলক দেখল দুনিয়া। একটি মৃত তারার মধ্যকার শক্তির ছবি প্রকাশ করল। হাতের মত দেখতে 'হ্যান্ড অফ গড' -নামের সেই ছবি এখন মাতাচ্ছে পৃথিবী।

২০১২ সালের ১৩ জুন মহাকাশে NuSTAR কে ছাড়া হয়। উদ্দেশ্য ছিল এর মাধ্যমে ব্রহ্মান্ডের উচ্চ শক্তি সম্পন্ন এক্স রশ্মি দর্শন। আমাদের ছায়াপথ মিল্কিওয়ে ও অনান্য ছায়াপথে মধ্যে এটি ব্ল্যাক হোল, মৃত বা বিস্ফোরিত তারা এবং অনান্য জ্যোতিষ্কের উপর নজর রাখে NuSTAR।

'হ্যান্ড অফ গড' আসলে একটি ১৭,০০০ আলোক বর্ষ দূরের একটি নীহারিকা যেটি একটি মৃত ও ঘূর্ণায়মান তারা PSR B1509, সংক্ষেপে B1509 দ্বারা সৃষ্ট।

মৃত তারাটির অবিশিষ্ট অংশের মধ্যে নিউক্লিয়ার এক্সপ্লোসান তৈরি হওয়ার ফলে তৈরি হয়েছিল তীব্র আলোকময় সুপারনোভা। তারাটি প্রকৃতপক্ষে একটি পালসারে পরিণত হয়েছিল। ১৯ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত এই পালসারটি প্রতি সেকেন্ডে সাতবার করে নিজের অক্ষের চারদিকে তীব্র গতিতে ঘুরছিল। এই সময় পালসারটি থেকে প্রচুর আলো, রশ্মি নির্গত হচ্ছিল। তার সঙ্গেই এমন কিছু পদার্থ বা কণা নির্গত হচ্ছিল যা একটি তারার মৃত্যুর সময় নির্গত হয়।

এই কণা গুলি নিজেদের মধ্যে একটি চৌম্বক ক্ষেত্রে সংঘর্ষে লিপ্ত ছিল। তার ফলে প্রচুর আলোকজ্বল এক্স রশ্মি তৈরি হয়। এর ফলে এক্স রশ্মির দ্বারা নির্মিত মেঘ তৈরি করে। যেটিকে দেখতে হাতের মত। এই হাতের ছবিই উঠে এসেছে NuSTAR-এর ক্যামেরায়। এই ছবি কোনও অপটিক্যাল ইলিউশন কী না সে ব্যাপারেও সন্দিহান নন বিজ্ঞানীরা।

তত্থসুত্রঃ আজকের টেক 

Level 0

আমি হ্যারি পটার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হেডিং টা খুব খারাপ!!!!

    @Rumi Sarwar: আমিও জানি ভাই। কিন্তু এইডা দেখে নিউজ টা দিতে ইচ্ছা করল। হলুদ সাংবাদিকতার একটা অংশ তুলে ধরার চেষ্টা করলাম

Level 0

এইটা অন্নভাবে লেখা যেত । যা হোক আল্লাহ আপনাকে মাপ করুন…….

    @ofaruq08: এইটা অন্য ভাবে লেখা যেত !!! কিভাবে লেখা যাই সেটা আগে বলুন। আসলে আমরা তো বাঙালি তাই এটাই আমাদের সমস্যা যে যা হইছে তার সমাধান না করে যার তার উপর দোষারোপ করি। সবাই এমন ভাবে বলছে যেন আমি ই গড এর হাত বানাইছি!!

ভাই , টাইটেল টা পরিবর্তন করলে খুশি হতাম !

    @জীবন যোদ্ধা: এখানে টাইটেল এ লেখা আছে সেটার শেষে একটা বিস্ময়সূচক চিহ্ন দেওয়া আছে। আপাদের মনে হয় এখন বাংলা শেখাতে হবে। বিস্ময়সূচক চিহ্ন কখন ব্যবহার করা হয় সেটা একটু বাংলা গ্রামারে পড়ে নিয়েন , আশা করি কাজে দিবে।

আপনার টিউন এর টাইটেল টা পরিবর্তন করুন

CERN এর Higs Bosson কনা নিয়া এইরকম একটা ঝামেলা হয়েছিল। একদল এটার নাম দিয়েছিল God pertical বা “ঈশ্বর কনা”
এইটা নিয়া বিশাল বিপত্তি। একদল বলে এইটা ঈশ্বরের প্রমান আরেকদল বলে ঈশ্বরের অপমান। যাক সবশেষে CERN এর বিজ্ঞানীরা “God Pertical” নামটা পুরোপুরি avoid করে গেছেন।
এখন আবার এইখানে দেখলাম “ঈশ্বর কনা”র পরিবর্তে “ঈশ্বরের হাত” “Hand of God”

Already “ofaruq08” ভাই কিন্তু কমেন্টে বলে দিছে “যা হোক আল্লাহ আপনাকে মাপ করুন…….”
আরো উল্টাপাল্টা কমেন্ট শুনতে না চাইলে নাম নিয়া কিছু একটা করেন। একদল না আবার হাতের আঙ্গুল গুলার মধ্যে “আল্লাহ” লেখা আবিষ্কার কইরা বইসা থাকে।

Level New

Techtunes admin apni koi.ei post taratari delet koren.prle ei pst er lekhkkeo blk koren.matha gorm hayye zaitase.

    @Mhtonoy: তুমি তো দেখতাছি মহান আল্লাহ ভক্ত। আর আমরা মনে হয় নাস্তিক না ? যারা এইটা বের করেছে তাঁদের কে যেয়ে বাল ফালাতে পারলে ফালাও। আমারা শুধু নিউজ রিপোর্টার। রিপোর্ট করা আমাদের কাজ। এই নিউজ লেখার শুরু থেকে শেষ পর্যন্ত কতবার নাউজুবিল্লাহ পড়ছি তার হিসাব নাই। উনি আইছে ব্লক মারাইতে।

    Level 0

    @Mhtonoy: why?

Level 0

Vai tiele ta change koran…..kuttar bachchara (nasa) allah ka nia fazlami suru korcha,,

আপনি এভাবে হেডিং টা না দিলে ভাল হত। আল্লাহ্‌ আপনাকে ক্ষমা করুক।শেষ জামানা, আরও কতকিছু ফিতনা ফাসাদ সৃষ্টি করা হবে। আল্লাহ্‌ আমাদের রক্ষা করুক।

    @Maidul Islam Mithu: নাসা যেটা বলতেছে সেটা বলতে আমার দোষ কিসে? আমি তো মনে প্রানে মুসলিম। আমি সাধারন একজন নিউজ রিপোর্টার। এখানে হেডিং এর কথা সবাই বলতেছে, এই হেডিং ছাড়া দেওয়ার মত আপনাদের কোন আইডিয়া থাকলে সাজেস্ট করুন। আমি পরিবর্তন করে দিচ্ছি।

সবাই যখন আমার জন্য ক্ষমা চাইছেন তখন তো আমার কোন চিন্তাই নাই।কিন্তু একটা বিষয় পরিষ্কার না যে যারা বিষয় টা আবিষ্কার করেছ তাঁদের নিয়া কোন কথা বলার সাহস পাচ্ছেন না। কিন্তু আমার একটা রিপোর্ট নিয়ে এতো? আমি তো একটা রিপোর্ট দিয়েছি। বলতে পারেন অনুবাদ করেছি। দয়া করে রিপোর্ট টা পড়েন ভালো করে। আপনারা যা বলছেন তা আসলে না।

Level New

Harry potter apnar dosh hle apni ei khbor ti prochare bhumika rakchen.za konbhabei grhnzoggo noi.sbai post er nice diye lekhe purbe prokashit.nastikra to Allah birudhi bibhinn kotha ble shbsmy muslmander bibhrant korar chesta krbei.kintu apnara zdi egulo prkash koren tahle to hoy na.kn onek islamer document o to ei duniat ache.shegulo prakash krte paren na.

    @Mhtonoy: বড় বড় মিডিয়া যখন এটি পাবলিশ করছে তখন আমাদের মত ছোট রিপোর্টাররা পাবলিশ করলে মনে হয় তেমন কিছু যায় আসে না অন্যদের। আর সবাই একটু জানেন যে বিজ্ঞান কখন ভুল কিছু দেই না। আমাদের কে কুসংস্কার থেকে বেরোতে সাহায্য করে। আর তাছাড়া নাসা কিন্তু এভাবে কনফার্ম করে নি যে ওইটাই ঈশ্বরের হাত। তারা ধারনা করে বলছে। আর মুসলিম ডকুমেন্ট বের করা টা আমার কাজ না। আমি একজন নিউজ রিপোর্টার, সেটা যেকোনো ধরনের নিউজ আমরা পাবলিশ করতে পারি। যদি আপনারা সাম্প্রদায়িকতার দিকে যান তাহলে বলব ফেসবুক, ব্লগিং বাদ দিন। কারন আমরা বিজ্ঞান টা কে চর্চা করছেন না। অর্থাৎ বিজ্ঞানে বিশ্বাসী না। তাহলে বিজ্ঞানের আবিষ্কৃত জিনিস বাদ দিন।

Level New

prthm ktha islame dharona kora purpuri nishedh.
Ar apni bllen biggane bisshasi na.apnar kache akta prshn amader quran er ceye boro biggan grnth ei duniyate ki ache?nasar tara quran zane na.taito tara kebl dharna kore.zara qurane bishasi tara dhrona kore na.karn quran shkl bishye spst bktbbo amaderke onek agei deye dyeche.

Level 0

এখানে ও আস্তিক আর নাস্তিকি মারানো শুরু হয়ে গেলো? এইগুলা যেখানে ই যায়, সবাইকে খালি আস্তিক আর নাস্তিক এই দুই ভাগে ভাগ করে ফেলে। আরে ভাই, নাসা বলছে তাই উনি এইটা রিপোর্ট এ লিখছে। এই জিনিসটা সম্পর্কে কিছু বলতে চাইলে নাসাকে বলুন না। দেখি মুরোদ কতখানি। এভাবে একজন টিউনারকে হেয় করার কোন মানে হয় না। যদি পারেন তাহলে আপনাদের আতে যাতে ঘা না লাগে সেই রকম একটা টাইটেল দিয়ে উনাকে বলুন যেন টিউনের টাইটেল টা বদলে দেয়। সব জায়গায় শুধু ছাগু আর ছাগু তে ভরে যায়। সেটা টিট হোক আর ফেইসবুক ই হউক। ভাই, আস্তিক আর নাস্তিক দিয়ে নয়, মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করতে শিখুন। এতে সকলের মঙ্গল হবে। আর টিউনার ভাই, আপনাকে বলছি, কষ্ট করে টিউনের টাইটেল টা বদলে দিতে পারেন, তাহলে হয়তো এই সব কমেন্ট আপনাকে পেতে হত না। ধন্যবাদ।

এভাবে একজন টিউনারকে হেয় করার কোন মানে হয় না। একমত !

আস্তিক আর নাস্তিক দিয়ে নয়, মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করতে শিখুন।

এতো কিছুর কোনো প্রয়োজন হয়না, শুধু টিউনের টাইটেলটা পরিবর্তন করলেই হয়, টাইটেলটা পরিবর্তন করলে টিউনারকে কেউকিছু বলতো না। তাই আবারও বলছি টিউনের টাইটেল পরিবর্তন করুন।

    @মাহমুদ কলি।: আমি হাফাই গেলাম। দয়া করে টাইটেল সাজেস্ট করুন ঠিক আপনাদের মন মত। যাতে করে আপনাদের মনে আঘাত না ;লাগে।

Level 0

আল্লাহকে নিয়ে যারা বিদ্রুপ করবে তাদের জন্য আছে অবমাননাকর শাস্তি।

জনাব, হরি পচার সাহেব! প্রথমে আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি উক্ত বিষয়ে আপনার সাথে পুরোপুরি একমত না হওয়ার কারণে।
যাইহোক, আপনার পোষ্টের হেডিং টি নিয়ে যখন এতই মাতামাতি হচ্ছে, তখন হেডিং টি পরিবর্তন করতে আপনার সমস্যা কোন জায়গায়.. বুঝতে পারছিনা!! কষ্ট করে ভিজিটরদের উদ্দেশ্যে পোষ্ট লিখেন, আর সেই পোষ্ট পড়ে যদি সেসকল ভিজিটরগণ সন্তুষ্ট না হতে পারেন তাহলে শুধুশুধু এই পোষ্ট করার কোন মানেই হয়না।

“আপনি এখানে ইশ্বরের বদলে অলৌকিক কথাটা ব্যবহার করতে পারতেন”

আপনি এখানে নিজেকে রিপোর্টার দাবি করেছেন.. ..”এভাবে হুবহু অনুবাদ করে নিজেকে রিপোর্টার দাবি করাটা কতটা যুক্তিসঙ্গত কাজ….”
মূল থীম ঠিক রেখে সামান্য পরিবর্ধনের মাধ্যমে বিষয়টি বোধগম্য করে উপস্থাপন করাই হল প্রকৃত রিপোর্টারের কাজ। এখানে প্রয়োজনে সামান্য বা আংশিক কিছু অংশ হুবহু অনুবাদ করা যেতে পারে।

যাইহোক, বিভিন্ন ধর্মে ইশ্বর নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে, তাই প্রমাণিত কোন বিষয় ছাড়া সরাসরি ইশ্বর বলাটা বোধ-হয় সঠিক কোন কাজ নয়.. কেননা বিজ্ঞানীদের মাঝে এমন অনেক বিজ্ঞানী রয়েছেন যাহারা অলোকিক কোন ধারণার সাথে সরাসরি ইশ্বর কে যুক্ত করে দেয়ার তীব্র বিরোধীতা করে থাকেন। এবং তারা তাদের যুক্তিতে সুস্পষ্টভাবে বলেছেন যে, কোন বিষয় ততক্ষন পর্যন্ত বিজ্ঞান-সম্মত নয় যতক্ষন পর্যন্ত তাহা বৈজ্ঞানিক উপায়ে প্রমাণিত না হয়।
অতএব, যে-কেউ কল্পনাপ্রসূত যেকোন ধরনের ধারণা করতেই পারে.. আর তা হতে পারে যেকোন বিষয়ে।

ধারণা থেকে সেটা ফলাও করে প্রচার করাটা যুক্তিসঙ্গত কোন কাজ নয়। কেননা ইতিহাসে অনেক বিজ্ঞানী এমন অনেক ধারণা দিয়ে গেছেন.. যা এখন আর রূপকথার গল্পেও স্থান পাবার জন্য বিবেচিত হয়না।

আপনি বিদেশী মিডিয়ার অজুহাত দিচ্ছেন.. আর বলেছেন কোন কিছু বলার থাকলে তাদেরকে গিয়ে বলতে..
আরে ভাই, তারা তো এধরনের গুজব পৃথিবীতে ছড়িয়ে দিবেই, কারণ তাদের ধর্মে ইশ্বরের একটি বিশেষ মতবাদ রয়েছে..। এবং এই ধারণা টি তাদের সেই মতবাদের বিরুদ্ধে নয়।

আপনি যেহেতু একজন মুসলমান.. তাই আপনার পোষ্টটি হওয়া উচিত ছিল অনেকটা এরকম.. যে, “ইশ্বর সম্পর্কে নাসার যে কাল্পনিক ধারণার সুত্রপাত ঘটেছে তাহা পুরোপুরি ভূল”

এখানে আপনি কোরআনের আয়াত দ্বারা ব্যাখ্যা দিতে পারেন…যেমনটি প্রবিত্র কোরআনে রয়েছে.. “মহান ইশ্বরের কোন প্রতিমূর্তি নেই” মানে হাত,পা…..ইত্যাদি নেই।

পরিশেষে বলতে চাই, আমরা অচিরেই দেখতে পাব এমন একদল বিজ্ঞানীদের কে যারা এই ধারণা কে পুরোপুরি মিথ্যে ধারণা হিসেবে প্রমাণিত করে সত্যি ঘটনা উদঘাটন করতে সক্ষম হবেন..!! কেননা, কোন বিজ্ঞানী আজও পর্যন্ত কোরআনের বিপক্ষে যাওয়া কোন ধারণা প্রমাণ করে দেখাতে পারেনি.. এবং ইন-শা-আল্লাহ্ !! কেয়ামত পর্যন্তও দেখাতে পারবে না!!

[আমি টিউনারের দৃষ্টিকোণ থেকে নই, আপনার পোষ্টের একজন সাধারণ পাঠক হিসেবে আমার মন্তব্যটি এখানে প্রকশিত করলাম]

    Level 0

    @Shariful Islam:
    ভাল সাজেসন।

Level 0

ভাই যারা এই নাম দিসে তারা তো আর মুসলিম না।খামাকা ইনাকে দোষ দিয়ে তো লাভ নাই। বরং
আপনি টাইটেলে লিখুন “নাসার টেলিস্কোপে ধরা পরেছে নতুন নিহারিকা”
তাহলে সবার ই ভাল হয়।
ডিটেইলসটা ভাল দিয়েছেন।

Don’t know, why ppl is making trouble with his post and title, Just read the article as well as those comments also. This article should be categorized with just only a SHARE by the writer, so rather i should say, Thank you Harry Potter for sharing information with us. According to my point of view, i wanna say something here, personally I’m thiest. I do believe in GOD. Religion is just a expedient to keep us in right track. Whoever told what, does not make any sense. It’s all upto me. Science is always agressive and scientists are more thatn that even. Education should make ppl open minded, hence will bring to the unseen world. So Discovery strats from here. Anyway, many men, many mind. Lets learn just and not making clash with believing GOD and not being prohibited.
I liked you writing Harry. Expecting more n more from you. Thanks !

Level 0

ভাই টাইটেল টা এইরকম দেওয়া যেতে পারে : মহাকাশে দেখা গেল হাত সদৃশ্য বস্তু