আইটিইই পরীক্ষায় ২৫ বাংলাদেশির গৌরবোজ্জ্বল সাফল্য

টিউন বিভাগ খবর
প্রকাশিত

প্রথমবারের মত ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশনে (আইটিইই) অংশ নিয়ে এশিয়ার সাতটি দেশের মধ্যে দ্বিতীয় অবস্থান দখল করেছে বাংলাদেশ। এই পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে ভিয়েতনাম। বিডি-আইটেকের প্রকল্প পরিচালক ড. শেখ আমজাদ হোসেন আইটিইই কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গতকাল এ ফলাফল প্রকাশ করেন। বাংলাদেশ থেকে সর্বমোট ২৫ জন পরিক্ষার্থী আইটিইইতে কৃতকার্য হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। আগামী ৭ ডিসেম্বর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে আইটিইই পরীক্ষায় উত্তীর্নদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হবে। আইটি গ্র্যাজুয়েট ও পেশাজীবিদের আন্তর্জাতিক দক্ষতা পরিমাপের লক্ষ্যে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় গত ২৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। বাংলাদেশের ১৫৮ জন আইটি পেশাদার সম্পূর্ণ বিনা খরচে এই পরীক্ষায় অংশ নেন। আইটিইই প্রসঙ্গে আইসিটি সচিব  মো. নজর“ল ইসলাম খান বলেন,  ‘আইটিইইতে বাংলাদেশের সাফল্য আইটি পেশাজীবিদের কাজের গতি বৃদ্ধির পাশাপাশি বিশ্ব দরবারে বাংলাদেশকে নতুন পরিচয়ে পরিচিত করেছে। বাংলাদেশে এই পরীক্ষা পদ্ধতির ফলে দেশের আইটি পেশাজীবিগণ তাদের দক্ষতার পরিমাপ করতে পারবেন।

Level 0

আমি Jahidur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি জানলে আমিও পরিক্ষা দিতাম। আগে বলতেন। এখন বলে লাভ কি? :@

    @হিমালয়: আমিতো আপনার লাভের জন্য এই লেখাটি পোস্ট করিনি। আর আপনার সাথে পরিচায় থাকলেই তো আপনাকে জানানোর সুযোগ পেতাম। আমিত বাংলাদেশের সাফল্য সবার সাথে শেয়ার করার জন্য পোস্ট করেছি।