নকিয়ার অবস্থা ভাল নয় – বিশ্ব থেকে মুছে যেতে পারে নকিয়ার নাম!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়ার মোবাইল ফোন ব্যবসা কিনতে যাচ্ছে মাইক্রোসফট এমন সংবাদ হয়তবা শুনেছেন? গত মঙ্গলবার এক বিবৃতিতে মাইক্রোসফট এমন তথ্য জানায়। নকিয়া কিনতে মাইক্রোসফটের ব্যয় হবে ৫.৪৪ বিলিয়ন ইউরো। মাইক্রোসফট নকিয়া মোবাইল ফোন কিনেতো নিচ্ছেই সাথে নকিয়ার সিইও স্টিফেন ইলোপও মাইক্রোসফটে যোগ দেওয়ার কথা রয়েছে। কি অদ্ভুত দেখে খুব আহতও হলাম আবার একদিক থেকে আনন্দও পেলাম।

প্রথমেই আনন্দ পাওয়ার কারন "নকিয়া মোবাইলের যে দাম ছিল এক সময় তা আর বলার প্রয়োজন নেই অথচ আজ এদের আর দাম নেই কেঁউই কিনে না।" এই জন্যেই হয়তবা কোন একজন বলেছিলেন "হলের মধ্যে দামি রোকেয়া, প্রেমের মধ্যে দামি পরক্রিয়া, মোবাইলের  মধ্যে দামি নকিয়া"। অথচ সেই নকিয়ারই অস্তিত্ত নিয়ে আজ টানা টানি?

নকিয়ার অবস্থা ভাল নয় - বিশ্ব থেকে মুছে যেতে পারে  নকিয়ার নাম!

কস্টের কথাটা হচ্ছে ফিনল্যান্ড ভিত্তিক নোকিয়া এক সময় মোবাইল ফোনের বাজারে আধিপত্য করতো এবং এর পিছনে কারন এই নোকিয়ার দামের পাশাপাশি মান বা কোয়ালিটি।

যা তারা শুরু থেকেই নিয়ন্ত্রন করে আসছে। আজও মনে আছে আমার নকিয়া ১১০০ দিয়ে পাশের বাসার পোলাডার মাথা ফাডায় দিছিলাম। তারপরও ঐ মোবাইলটা ১১০% -ই ঠিক ছিল। তারপরও মোবাইল ফোনের প্রতিযোগিতামূলক বাজারে প্রতিষ্ঠানটিকে নিত্যদিন স্যামসাং ও এ্যাপেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে করতে নকিয়া ক্লান্ত তাই এবার এই প্রতিযোগিতার মাঠ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

নকিয়ার জন্য শুভকামন রইল। সব শেষে কিছু জ্ঞ্যান বাক্য বলে বিদাই নেই "এই টেকনোলোজির জগতে যে যত দ্রুত টেকনোলোজির পরিবর্তন মেনে নিতে পারবে এবং এই পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে সেই ততদিন এর রাজত্ব করবে। তবে পাশাপাশি এ কথায়ও সত্য কোন কিছুই স্থায়ী নয় এর শেষ আছেই আছে। অর্থাৎ সকল কিছুরি একদিন সমাপ্ত হবে।"

নকিয়ার অবস্থা ভাল নয় - বিশ্ব থেকে মুছে যেতে পারে  নকিয়ার নাম!

সবার জন্য আরেকবার শুভ কামনা রইলা, আশা করি টেকনোলোজির সাথে সবাই ভাল থাকবেন - ধন্যবাদ সবাইকে।

আমার ফেসবুক প্রোফাইল (দেখতে এখানে ক্লিক করুন!) এবং আমার ফেসবুক ফেনপেজ (দেখতে এখানে ক্লিক করুন!) !

Level 0

আমি Mehedi Menafa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 124 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

At present Muhammad Meehedi Menafa is working with BLACK iz Group, as well as Menafa teaching at the IT institute of BLACK iz. He also the main IT expert and SEO consultant of BLACK iz IT. Visit @ www.mmm.black-iz.com to know more detail about me.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কেন কিসদিন আগেই ত নোকিয়া কম্পানি টা microsoft কিনে নিল ।

    @nfs joy: ৭২০ কোটি মার্কিন ডলারে নকিয়ার মোবাইল ফোন বিভাগটি কিনে নিতে রাজি হয়েছে বিশ্বের বৃহৎ সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান মাইক্রোসফট। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
    নকিয়ার সঙ্গে চুক্তির ফলে নকিয়ার পেটেন্ট ও ম্যাপ সার্ভিসের লাইসেন্সও পাবে মাইক্রোসফট। ২০১৪ সালের শুরুতেই এ চুক্তি কার্যকর হবে। এর ফলে নকিয়ার ৩২ হাজার কর্মী মাইক্রোসফটের অধীনে চলে যাবেন।
    বর্তমানে মোবাইল ফোনের বাজারে স্যামসাংয়ের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে নকিয়াকে। এদিকে মোবাইল ফোনের বাজারে ধীরগতিতে অগ্রসর হওয়ায় মাইক্রোসফটের সমালোচনা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
    মাইক্রোসফটের প্রধান নির্বাহী স্টিভ বালমার এ প্রসঙ্গে জানিয়েছেন, ‘ভবিষ্যতের জন্য সাহসী সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। এতে দুটি প্রতিষ্ঠানের কর্মী, শেয়ারহোল্ডার ও গ্রাহকদের সুবিধা হবে।’

না ভাই এখনও কিনে নাই কিনবে…

Level 2

হা হা! কিছু লোকের নোকিয়া সম্পর্কে ধারনা খুব কমই আছে। নোকিয়া শুধু তার মোবাইল ফোন বিসনেস মাইক্রোসফটের কাছে বিক্রি করেছে, আর কিছু প্যাটেন্ট ও সার্ভিস। নোকিয়ার আরো অনেক বিজনেস আছে যেগুলো সাধারন মানুষের জন্য করে না। যেমন নোকিয়া সলুশন নেটওয়ার্ক। http://nsn.com/
নোকিয়া সলুশন নেটওয়ার্ক অপারেটরদের 2G,3G,LTE ইত্যাদি নেটওয়ার্ক স্থাপনের সমাধান দেয়। নোকিয়ার Research and Development এ অনেক ইঞ্জিনিয়ার আছে। ৩০০০০ প্যাটেন্ট আছে।

    @omi97: ধন্যবাদ… সুন্দর তথ্য দেওয়ার জন্য। নোকিয়ার অন্য ব্যবসা আছে তা জানতাম কিন্তু 2G,3G,LTE ইত্যাদি নেটওয়ার্ক স্থাপনের সমাধান দেয় তা জানলাম…।

    আপনাকে আবার ধন্যবাদ…।

      Level 2

      @menafamehedi: তাহলে কেন লিখলেন “বিশ্ব থেকে মুছে যেতে পারে নোকিয়ার নাম?”

দেখা যাক মাইক্রোসফট কি চমক দেখায় নোকিয়া দিয়ে!

    @আজিজুর রহমান দুলাল: আমরাও সেই অপেক্ষায় থাকছি…।

    মন্তব্যের জন্য ধন্যবাদ!

Level 0

ভাই নকিয়া সম্পর্কে ধারনা নাই। বিগত ১৫০ বছরে তারা কাঠের মিল, কাগজ ব্যাবসা, রাবার বুট, মোবাইলসহ এমন কোন ব্যাবসা নেই যা তারা করেনি। এমনকি তাদের রাবার বুটগুলোও ভাল টিকত:-). NSN নেটওয়ার্ক তাদের উন্নত প্রযুক্তি ও ভাল সার্ভিসের জন্য ইউরোপের দেশগুলোতে ভালই নাম করছে। তবে এখানেও তাদের প্রতিদ্বন্দ্বী সস্তা চীনারা। তবে যারা সবকিছুর উপর যোগ্যতা ও কোয়ালিটি চায় তারাই বরাবরের মত নকিয়ার ভরসা। এছাড়াও নকিয়া ৮ বিলিয়ন ডলারে Navtek কিনে নেবার পর বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় ম্যাপিং কোম্পানি। Here.com অবমুক্ত হবার পর ম্যাপ রিভিউইয়ার ওয়েবসাইটগুলোর রিভিউতে Google Map এর সাথে কোনক্ষেত্রে টাই এবং কোনক্ষেত্রে এগিয়ে রয়েছে। যদিও বাংলাদেশে এখনও Map Creator সার্ভিস চালু না হওয়ায় বড় শহর ছাড়া সকল এলাকার Sattelite ভিউ ভাল নয়। মার্সিডিজ বেঞ্চ, ভক্সওয়াগন এর মত নামিদামি কোম্পানিগুলো কিন্তু তাদের গাড়িতে আর কোন ম্যাপ না, নকিয়া ম্যাপ ব্যবহার করে।

    @Shawon584: ভাল ভাল তথ্য দিয়ে নকিয়া সম্পর্কে জানতে সাহায্য করার জন্য ধন্যবাদ।

    ধন্যবাদ মন্তব্যের জন্য!

    @Shawon584: ধন্যবাদ মন্তব্যের জন্য!