Twitter আনছে At Anywhere প্লাটফরম (বোনাস: Disk Space Fan Pro এর জেনুইন ভার্সন)

টিউন বিভাগ খবর
প্রকাশিত

মাইক্রোব্লগিং জায়ান্ট Twitter খুব শীঘ্রই নিয়ে আসছে নতুন প্লাটফরম At Anywhere । এই সার্ভিসের মূল উদ্দেশ্য হচ্ছে থার্ড পার্টি সাইটগুলোর সাথে আরো নিবিড়ভাবে ইন্টিগ্রেশন হওয়া । টুইটারের CEO Evan Williams সম্প্রতি এই সার্ভিসের ব্যাপারে আভাস দেন । এই সার্ভিসটি চালু হলে টুইটারের সাইটে না যেয়েই থার্ড পার্টি সাইটগুলো থেকে এখন থেকে আরো বেশী করে টুইটারের সুবিধা নেয়া যাবে । এই সেবাটিকে @anywhere রুপে প্রোমোট করা হবে । ধারনা করা হচ্ছে ফেসবুকের “Facebook Connect” কে পাল্লা দিতেই টুইটারের এই আয়োজন ।

এর দ্বারা বিভিন্ন সাইটে থাকা টুইটার একাউন্টের লিংকে মাউস বাটান রাখলেই , তার টুইটার একাউন্টের তথ্য ও সর্বশেষ টুইট জানা যাবে । তাছাড়া একই পেজ থেকে তার টুইটারের একাউন্টের ফলোয়ার হওয়া যাবে । এই কাজের জন্য আর টুইটারের পেজে যেতে হবে না । জাভাস্ক্রিপ্ট ভিত্তিক এই সেবাটি অতি সহজেই সাইটে সংযুক্ত করা যাবে । শুরুতেই @anywhere, Amazon, AdAge, Bing, Citysearch, Digg, eBay, The Huffington Post, Meebo, MSNBC.com, The New York Times, Salesforce.com, Yahoo!, এবং YouTube এর মত প্রতিষ্ঠানগুলোকে সংঙ্গে পাচ্ছে ।

তথ্য সূত্র: টুইটার অফিসিয়াল ব্লগ

Disk Space Fan Pro এর জেনুইন ভার্সন

Disk Space Fan Pro একটি চমৎকার ডিস্ক ক্লিনিং টুল । এটি শুধু আপনার হার্ড ডিস্কের ডুপলিকেট ফাইলই খুজে বের করবে না বরং অন্যান্য অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলতেও সাহায্য করবে । অন্যান্য ডুপলিকেট ফাইল ফাইন্ডার থেকে পার্থক্য একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন । US$19.95 এর এই চমৎকার সফটওয়্যারটির জেনুইন ভার্সন বিনামূল্যে পেতে পারেন Chip ম্যাগাজিন এর সৌজন্য ।

কিভাবে পাবেন?

প্রথমে এখান থেকে সফটওয়্যারটি নামিয়ে ইন্সটল করে নিন । তারপর এখানে যেয়ে zip ফাইলটি নামিয়ে নিন । অথবা সরাসরি

email: [email protected]

code: 96500-16583-F8D29 ব্যবহার করে রেজিস্টার করে নিন

bbb

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই মুহুর্তে ডিস্কস্পেস ফান প্রো টা আমার খুবই দরকার ছিল

ধন্যবাদ আরিফ

এই মুহুর্তে ডিস্ক স্পেস প্রো টা অনেক দরকার ছিল ….. অনেক ধন্যবাদ আরিফ