বিকাশ ব্যাবসfয়ীদের সচেতন হবার জন্য আমার অনোরোধ

টিউন বিভাগ খবর
প্রকাশিত

প্রিয় বিকাশ ব্যাবসায়ী ভাইয়েরা, আপনারা একটু সচেতন হোন। কারন গত কিছু দিন যাবত লক্ষ করা যাচ্ছে যে বিকাশের এজেন্ট সিম রিপ্রেস করে নিয়ে যাচ্ছে এক ধরনের প্রতারক চক্র। এবং তারা হাতিয়ে নিচ্ছে এজেন্টের কষ্টার্জিত লক্ষ লক্ষ টাকা। এজন্য বিকাশ অফিসে যোগাযোগ করা হলে, তারা বলে আমাদের কিছুই করার নাই , আপনারা পিন পরিবর্তন করুন, দৈনিক অন্তত দুই বার। এরকম কয়েকটি ঘটনা ইতিমধ্যে আমাদের নরসিংদী জেলাতে ঘটেছ। শুনেছি কিছু দিন আগে গাজীপুরেও ঘটেছে। তাহলে আমরা কোথায় যাব । আমাদের ব্যবসার নিরাপত্তা কোথায় রইল। তাছারা দেখা গেছে আমাদের দোকান গ্রামান্চলে হওয়াই বি.এস. আর, আমাদের দোকানে আসে না। আমাদের ব্যলেন্সে টাকা জমলে সময় মত উত্তোলন করতে পারিনা। একাউন্ট খোলে সময়মত ফরম জমা দিতে পারিনা, তাই কমিশন পাইনা। তাই আপনাদের মাধ্যমে বিকাশ কর্তৃপক্ষকে জানাতে চাই, আপনারা আমাদের দিকে একটু নজর দিন। প্রিয় বিকাশ ব্যাবসায়ী ভাইয়েরা আপনারা কমান্ট করে জানান কার কি সমস্যা আছে।
আরো জানার জন্য http://monohardinetwork.blogspot.com/

Level 0

আমি Rafiqul Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 53 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

বিকাশের এজেন্ট গুলো জুয়াচুরি করে, প্রাপক প্রেরক উভয়ের কাছ কমিশন রাখে !!?

Level 0

সবাই এ রকম না। আমরা অতিরিক্ত কোন টাকা রাখিনা।

Level New

bikash khub valo uddog.tobe security valo kora uchit .:)

Level 0

আপনি ঠিক বলেছেন

বিকাশ যথেষ্ট সিকুরিটি আছে তাতে কোন প্রবলেম নাই প্রবলেম হল এজেন্ট দের আপনার সিম কি ভাবে অন্য কেউ রিপলেস করবে আমি বলতে চাই যে এজেন্ট এর টাকা অথবা সিম রিপলেস করে নিয়ে সে এজেন্ট মগা ছাড়া আর কিছুই না আমরা তো বিকাশ চালাই মাঝে মধ্যে ১৭৫০০ টাকার sms ও আসে তা ছাড়া পিন ২বার ভুল করলে তো একাউন্ট ব্লক হয়ে যাই এটা কি যথেষ্ট নয়????

আপনি এই বিষয়টি ফেসবুক এ বিকাশ পেজে দিতে পারেন http://www.facebook.com/bkashlimited?fref=ts আমার ধারনা বিকাশ এর এই পেজে আপনার সম্যসা দিলে সমাধান হতে পারে।