মিলিয়ে নিন জানতেন কি না!! (পর্ব-১)

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আজ আপনাদের সাথে কিছু মজার তথ্য শেয়ার করব। দেখুন তো জানতেন কি না!!

১। তরমুজ

তরমুজ পাকলো কিনা বোঝার জন্য তরমুজে টোকা দিতে হবে , যদি ফাঁকা শব্দ করে তাহলে বুঝতে হবে তরমুজটা পাকা |


২। জিরাফ


গরুর শিং হয়, ছাগলের শিং হয়, শিং হয় হরিণেরও, কিন্তু জিরাফই একমাত্র প্রাণী, যার জন্মের সময়ই শিং থাকে।

৩। পেঙ্গুইন

অনেক পাখিই সাতার কাটতে পারে, বিশেষ করে হাঁস জাতিয় পাখিরা। কিন্তু পেঙ্গুইন একমাত্র পাখি, যেটি সাঁতার কাটতে পারলেও উড়তে পারে না। তাছাড়া পেঙ্গুইনই একমাত্র পাখি, যেটি ঋজু ভঙ্গিতে হাঁটে।

৪। স্কার্ট

মেয়েদের কত রকম স্কার্ট পরতে দেখি- লং স্কার্ট, সর্ট স্কার্ট, মিনি স্কার্ট, মাইক্রমিনি স্কার্ট। মেয়েদের এই জনপ্রিয় পোশাকটি কিন্তু তাদের নিজেদের না। সেই অতীতে রোমান (পুরুষ) সৈন্যরা বিশেষ এক ধরনের পোশাক পরত। সেই বিশেষ পোশাকটাই হচ্ছে আজকের এই স্কার্ট, যা এখন মেয়েরা দখল করে নিয়েছে।

৫। Colgate

অনেকেই Colgate টুথপেস্ট ব্যবহার করেন, আমিও করি Colgate এর এ্যাকটিভ সল্ট। কিন্তু সমস্যা হচ্ছে যতই ভালো প্রডাক্ট হোক স্প্যানের কাউকে আপনি কখনো Colgate ব্যবহার করতে বলবেন না, কারণ স্প্যানিসে Colgate মানে হচ্ছে “নিজের গলায় দড়ি দাও”

৬। শিম্পাঞ্জি

কদিন আগে দেখলাম বানর নয় শিম্পাঞ্জি থেকে মানুষের উদ্ভব হয়েছে বলে বিজ্ঞানীরা দাবি করছেন। তাহোক বা নাহোক, এটা কি জানেন - মানুষের মতোই শিম্পাঞ্জিরাও হ্যান্ডশেক করে ভাব বিনিময় করে!

৭। কাঠঠোকরা

ঠা-ঠা শব্দে কাঠঠোকরা সারাটা দিন কাঠ ঠোকড়ালেও ওদের মাথা ব্যথা হয় না। কারণ, কাঠঠোকরার খুলির চারপাশে অনেকগুলো বায়ু প্রকোষ্ঠ আছে, যা নরম কুশনের কাজ করে।

 

Level 0

আমি মল্লিক গালিব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 1801 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মল্লিক গালিব শাহরিয়ার, কম্পিউটার-প্রকৌশল বিভাগ, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জোসসস 😛

Thanksss.. 😛

Level 0

Thanks. [img]http://wfs-01.wapka.mobi/5087/5087088_f192fa41ca.gif[/img]

আপনি লেখার ফন্ট চেন্জ করেন

মজা পাইলাম

    @Shafikul Islam: ধন্যবাদ আপনাকে, কষ্ট করে পোস্টটি পড়ার জন্য।

Level 0

সুবহা-নাল্লাহ! কী সুমহান কারিগর মহান আল্লাহ তাআলা। কতোই না বিচিত্র তাঁর এই সৃষ্টি জগত!
অনেক ভালো লাগলো, জাযাকাল্লাহ্‌ আহসানাল জাযা!
প্রিয়তে রাখলাম।

    @Habib2013: সুবহান-আল্লাহ।
    আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Osadharon tune.porer porber opekhay roilam.

মন ভরে গেল ।

    @Tasnim Ahmed RiSAN: ধন্যবাদ, সুন্দর একটা কমেন্ট করার জন্য।
    আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট টিউনকারির উৎসাহ বহুগুনে বাড়িয়ে দেয়।