আবারও গরীবের বাড়ীতে ডাকাতি করলো জিপি ফোন আমাদের মত গরিব্দের কি দেখার মত কেহই না??????????????

টিউন বিভাগ খবর
প্রকাশিত

এবার মামার সাথে কথা বলবে পরিবারের সবাই তাই মামাকে বললাম নেট শেষ তাই তাড়াতাড়ি টাকা দিন আমার মোবাইল মামা না শুনে গ্রামিন ফোন এ ১০০০৳ টাকা দিল আমিন সকালে ৩জিবি নেট নিলাম নিয়া খুব খুশির সাথে মামার সাথে দুবাই চ্যাট করবো আমরা সবাই, কিন্তু দেখি একি নেট স্পীড মটেও নাই চ্যাট তো দুরের কথা ফেসবুকেও লগিন হচ্ছে না, আমার তো মাথাই হাত এমনি তো আমি গরিব মানুষ এবার আমার ঘরে ডাকাতি,বোঝেন এবার ১২১এ ফোন দিলাম wait wait.... করে করে আকজন মহিলা রিং ধরে কল ট্রান্সফার করলো অন্য জনের কাছে সে নাকি আফুল বুঝে না ভাল কথা! পরের জন রিং ধরে একটার পর একটা ফাও কথা বলে যাচ্ছিল সেখান থেকে গেল আরও ৩৭৳ টাকা , আমাকে যেন পাগলে পাইচে আমার মনে হল, আমি রেগে বকাবকি করলাম ১০০মিটার বেগে শেষে তারা আমাই দিল নতুন একটা এড্রেস এখানে অভিযোগ জানানর জন্য এড্রেস টা হল http://www.grameenphone.com তো আমার কথা হল যে আপনারা কেহ আমার মত আর গ্রামিন ফোনে নেট কিনে বিতারিত হবেন না তাই আমার  এই টিউন আমি একদম নতুন তো তাই  ভুল হলে মাফ করবেন !!!

Level 0

আমি আরজু আহাম্মেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হারামীফোনের ডাকাতি দেখতে দেখতে আমরা মাঙ্গো জনগণ হয়রান দেখার যেন কেউ নেই।
lenevia.com

সত্তিই ভাই আপানি ঠিক বলেছেন

Vai, ami to jani gp amon na. Onno sobar cheye valo speed dai.

    Level 0

    ভাই জিপি হয়ে আর দালালি কইরেননা.. শালারা যে কতই ভাল স্পিড দে এইটা যারা ইউজ করে তারা জানে.. আমার তো মনে হয় আপনি জিপি এর দালাল @faisalahammad

      Level 0

      @Zahid: ভাই একটু ভালো ভাবে বলা যায় না?

        Level 0

        @M Hosain: ভাই জিপির কথা শুনলে এখন মেজাজ খুব খারাপ হয়ে যায়.. শালার প্রতি মাসে টাকা বেশি করে নিতাছে কিন্তু স্পিড দিতাছে না… বেশি টাকা দিয়েও যদি ভাল স্পিড না পাই তাহলে আপনিই বলেন কিরকম লাগে…

          @Zahid: @Zahid: কত বেশি দেন??????? ১ জিবির জন্য প্রায় ৪০০টাকা! আলজেরিয়াতে ১ জিবির জন্য বাংলাদেশি টাকায় ২২০০থেকে ২৫০০ টাকা দেওয়া লাগে, দুবাই-আবুধাবীতে ও প্রায় ২২০০টাকা দেওয়া লাগে ১ জিবির জন্য। এবং তাদের স্পীড ও সেই রকমই হয়। এখন ইন্ডিয়ার উদহার দিবেনতোঃ একটু চিন্তা করে দেখেন ইন্ডিয়াতে কত কোটি ইউজার আর বাংলাদেশের লোখ সংখ্যা কত কোটি। তারা যদি প্রতি ইউজারের জন্য ৫ টাকা নেয় তাহলে যতটাকা লাভ হবে বাংলাদেশে সেই একই পরিমান লাভ করার জন্য মিনিমাম ১০ থেকে ১৫ টাকা লাভ করতে হবে প্রতি ইউজার থেকে। আশা করি আর কিছু বলতে হবেনা। faisalahammad তো কোন কিছু ভুল বলেনি গ্রামিণ ফোনই সবচেয়ে ভাল স্পীড দেয় এবং তাদের নেটওয়ার্কই সবচেয়ে বেশি বিস্তৃত। এখন আমি যদি সুন্দরবনের মধ্যে বইসা জেলা শহরের মত স্পীড চাই বা বিসাল অট্টলিকার কোন চিপার মধ্যে বইসা ভাল স্পীড চাই তাহলে তা পাওয়া যাবেনা। @রাব্বিঃ ভদ্রতা বাবা মা শিখায়না। সবাই ভদ্রতা পরিবেশ থেকে শিখে। যে যেই পরিবেশে বড় হয় সেরকমই সে হয়। আমি এমনে ছেলেদের দেখেছি কোন রকম মেট্রিক/ইন্টার পাশ করেছে কিন্তু মুখ দিয়ে গালিতো দূরের কথা খারাপ শব্দও বের করেনা। আর এমন অনেক মাষ্টার্স পাশ ছেলেও দেখেছি যাদের মুখ দিয়ে গালি খই ফোটার মত বের হয়। সবই হল পরিবেশ। বাবা মায়ের শুধু লক্ষ রাখতে হয় ছেলে কোন পরিবেশে বড় হচ্ছে।

      @Zahid: Apni je kiser dalal apnar babohar dekhlei bojha jai. faisalahammad vai to valo & vodro vabei kotha bolce. Tar reply dite hole valovabe dan. Jodi etuku vodrota bapma na shikhai taile techtunes e asar joggota apnar nai.

        Level 0

        @রাব্বি: ভাই আপনার কি যোগ্যতা আছে টেকটিউন এ আসার.. আমার তো মনে হয় না… কতই আর জিপি এর দালালি করবেন.. আমি তো খারাপ ভাষায় গালাগালি করি নাই…faisalahammad বলতাছে জিপি নাকি অন্য সবার থেকে ভাল স্পিড দে.. এটা বলার মানে কি.. এটা বলার মানে দালালি করা.. জিপি স্পিড এ কাজ করতে গেলে মাথার চুল টেনে ছিড়তে ইচ্ছা করে.. আর শালাগোরে ফোন দিয়ে স্পিড এর কথা বললে শালারা বলে আমি নাকি ৪কেবি সবসময় পাইতাছি…

          @M Hosain: What do you mean “dalal”. Ami jodi aj apnare boli techtunes e oneke onek software er review dai. Etar mean tara ki oi software er “dalal”?. faisalahammad bolcen unar jana mote oparetor er moddeh gp ta besi speed dai. Ekhane apni dalalir ki pelen ami janina. Tobe apnar kothar moddeh ami apnar bongso poricoy kemon ta bujhte parci. Jai hok ke kiser dalal eita niye cinta na koira nije kiser dalali korcen seta bujhar cesta koren lav hobe. Ar amar techtunes e asar joggota apnar ceya besi naki kom seta na hoi na bollam. Tobe apnar moto lok techtunes e thakle techtunes er dhongso onibarjo. Clear?

Level 0

হারামির ফোন মাঝে মাঝে ভাবি আর ইউজ ই করুম না কিন্তু কি করুম কন ভাই? আপনার আমার তো আর বাংলালায়ন অয়াইম্যাক্স ইউজ করার সামর্থ্য নাই ।তাই বেহায়ার মত তাদের নেট ই ইউজ করতে হবে। আর হট লাইনে কলের যেই ব্যাপারটি আপনি বললেন সেই একই ঝামেলায় গতকাল রাতে আমাকেও পড়তে হয়েছে। ৫-৬ বার কল দিলাম হালারা রিসিব করেই রেখে দেয়! চিন্তা করেন একেকবার লাইন পেতে ৯–১০ মিনিট ওয়েট করতে হয়। তার উপর যদি রিসিব করার পর লাইন কেটে দেয়/যায় তাহলে মিজাজ কার না চর্মে যায় কন?

Level 0

ARE VAI GP badir bassader kevabe hac kore khoti kora jai sai chinta koren. Haramider net use kore more ekdom sesh hoia gelam
http://www.islamojibon.blogspot.com

vaia ami jantam wimax er jonno qubee r mobile net er jonno gp valo akhn dakhe ai obosta. . accha vaia aita ki praye hoi naki majhe majhe hoi. . abar ai typer prblm hoi kentu windows update or virus scan er update or pc cookis,temp file er jonno. . apner ki ai gula sob thik celo jodi thake tahole vai bachiaya decan am vabcelam mobile er jonno gp use krbo. . kentu akhn mot paltaelam.

Level 0

Vai Khsu akta ber korte hobe amader jate Ai kompanir Bas Jai. To khub taratari Mone Hoy Hobe

@ Zihad hasan Fao fao jogra kore ki luv sob operator er net sob jaigai speed valo dey na…amar ekhane gp te pai 30-35 kbps r robi pay 10-15….so er jonno ki gp k valo bolle dala li kora hoy….R gp j haramir phone eta sobai jane…ami obosso gp use kori tove tader k baash deiye:P

Level 0

Faisal Vai Baash ta ki kora dan saita akto bola dila amar sobai gp ra baash dita partam.

Bro bolle ami r use korte parbo na….tai eta secret ei thak »»» 😀

Level 0

ভাই আমাদের এখানে মটামুটি সবার স্পীড একই।তবে জুম আল্ট্রা অধিক ফাস্ট।কিন্তু আমি gp use করি।

টিউনের ফীচার ইমেজটা চেঞ্জ করুন । টেকটিউনসের টিউনে ফীচার ইমেজ হিসেবে নিজের ছবি দেয়াটা হাস্যকর ।

Level 0

সবচেয়ে ভূয়া নেট গ্রামীণের ।
জিবনেও কেউ এইটাতে বড় কোন প্যাকেজ নিবেন না ।
তবে কিছু কিছু জায়গায় শুনেছি গ্রামীণের ভাল স্পিড পাওয়া যায় ।
তবে আমি কিংবা আমার পরিচিত কেউ কখনও বলেনি যে গ্রামীণের স্পিড ভাল ।

Level 0

রুরাল এরিয়াতে জিপি ভালো।মেট্রো এরিয়াতে বাজে।

Level 0

এখন সব এলাকাতেই জিপির নেট খুউউউউব বাজে। ৪/৩ বছর আগে আমার এলাকাতেই ভাল স্পীড পেতাম, প্রায় ২৫-২৮ KB, এখন ৪-৫ KB. নিজের অভিজ্ঞতা থেকেই বললাম, (সান্তাহার, বগুড়া)।

Level 0

Ami to Robi te valoi speed passi ☺☺☺

Level 0

Ami tho valoe speed pai gp tha…din a 20-25kb…raath 2-3 tar dike 35-40kb pai…robi amader area tha kub e slow…

আমার মনে হয় আপনার gp office এ যাওয়া উচিত কারন আমি ত ৩ বছর gp ব্যবহার করি ২৫-৩৫ kbps পাই তবে মাঝে মাঝে দুই একটা টাইম এ একটু প্রব্লেম হয় ওটা কোন বাপের না । আর এখানে সবাই যে যার মতামত দেবে তাই বলে তাকে দালাল বলা তা ঠিক না । প্রথম টিউন করেই যদি আপনি TT এর সদস্যার সাথে খারাপ ব্যাবহার করেন তাহলে সেটা কেমন হয় । আর TT এর নিতিমালা ভাল করে পড়ে নিন কারন কাউকে কটূক্তি করা যাবে না এটা TT তে উল্লেখ করা আছে

গত মাসে আমার P3 প্যাকেজ এর মাত্র ১দিন ব্যবহার করার পর পাকেজটি ডাকাতি করে নেয় (Disconnect হয়ে যায়) ।

Level 0

khulna te GP valo speed pawa jay na (all time 5-10 KB). Ami ROBI use kori. khulna te RoBI speed khub valo (All tim 32-35 KB). 3GB tk-518 (15% vat soho)

    @FNF: আপনি খুলনায় কথায় থাকেন আমি বয়রা ৩য় ফেজ এ থাকি speed পাই ২৫-৩৫ সবসময় এবং এখনও পাচ্ছি

ভাই, আমি টেকটিউনসে নতুন তাই কোন ভুল ত্রুটি হলে নিজ গুনে ক্ষমা করবেন।
আমি বাংলালায়ন মডেম বিগত ৬মাস হ্যাক করে ইউস করসি।সো আমি এই পত্ধতিটা সবার সাথে শেয়ার করতে চাই।তবে এ বিষয়ক পোস্ট করলে কোন সমস্যা হবে কিনা সে বিষয়ে আমি এখনও জানি না। সো আপনারা যদি অভয় দেন তবে আমি অব্যশই কাল সকালে পোস্টটি করব।

kothoy akta vol hoisa amar jana mo ai rokom hoyar kotha na karon amon hota
para apni p2 active na kora p1 use korsaan
othoba apnar mobile problem cheilo ami gp job kori ai rokom problem amra khokono pai nai

onno operator gp theke kotota valo subidha dey amk bolben plz.aami studyr jonne faridpur thaki r amr bari madaripur.faridpur a robi speed pay 25/35 r madaripur a asle sorbochcho 7.phn dile suni.upgrade er kaj choltece.aj 1yr dhore ak e katha.r gp akhane all time 20/25 pay.tahole akhn ki robi faltu bolbo r gp k valo bolbo?sob jaygay sob companyr net soman na.techtunes a tune kortecen otocho ai shamanno gyan apnar mathay nai.hashailen

r sobcheye boro katha holo tk o debo kom abar chabo valo jinish taile hoy kemne.er cheye teletalk er 3g use koren.dekhen koy tk te koto valo service :p pore ata niyeo amn akta faltu tune koiren.

ভাল হচ্ছে সিটিসেল ব্যবহার করা কারন ৩০০ এমবি মাএ ১১৫ টাকা তাও মেয়াদ ৩০ দিন। zoom300 লিখে মেসেজ পাঠান ৯৬৬৬ এ।

জিপি আমারে বাঁশ হাউলাত দিয়েছিল, এখন আমি সেইটা সুধে আসলে ফেরত দিতেছি। মাগনা নেট চালাইয়া। একেবারে আইক্কাওলা বাঁশ।
কারা কারা জিপিতে মাগনা নেট চালান হাত তুলেন।

আপনার টিউনটি পড়ে কমেন্ট না করে থাকতে পারলামনা। আমি জিপির দালাল নই। জিপি খুব ভাল স্পীড দেয় তাও বলবনা। সার্বিক দিক বিবেচনা করলে জিপি নেট স্পীড অত্যন্ত নগন্য। তবে আমি দির্ঘদিন জিপি নেট ব্যবহার করছি মাঝে মাঝে একটু সমস্যা করলেও এত বেশি করেনা। আপনি আপনার সমস্যার কথা স্পষ্ট করে লিখেননি। কিছু কিছু জায়গায় নেটওয়ার্ক সমস্যার কারনে স্পীড সমস্যা করে। যেমন ধরুন আমরা ভাড়া বাসায় থাকি। পূর্বে আমরা যে বাসায় থাকতাম সেখানে টাওয়ার কাছে থাকলেও স্পীড ভাল পাওয়া যেতনা। কম্পিউটারে ফুল নেটওয়ার্ক দেখালেও স্পীড পেতাম না। এর কারন ছিল ওই বাসার অবস্থানগত সমস্যা। ওই বাসাটি ছিল নিচতলায় এবং চতুর্দিকে অন্যান্য বাসা গুলোর কারনে চারদিক ছিল বন্ধ, ঠিকমত আলোবাতাস বাসার ভেতর প্রবেশ করতে পারত না। তাই আমি কম্পিউটারের অবস্থান পরিবর্তন করে জানালার কাছে নিয়ে রাখি এবং একটা বড় ইউএসবি ক্যাবল দিয়ে মডেম টা জানালার সাথে রেখে নেট ব্যবহার করি। তাতে একেবারে ভাল স্পীড না পেলেও চলে যেত্। আমাদের বর্তমান বাসায় এখন আর কোন সমস্যা করে না। বাসার ভেতর যেকোন যায়গায় ভাল স্পীড পাচ্ছি। ভাল স্পীড বলতে জিপি যতটুকু দিতে পারে। আপনার উদ্দেশ্যে বলছি আপনি কম্পিউটারের অবস্থান পরিবর্তন করে দেখুন। যদি তাতেও কাজ না হয় মডেমটি জিপি সেন্টারে নিয়ে যান। আমার মনে হয় তারা আপনাকে সঠিক সমাধান দিয়ে দিবে। আর পছন্দ নিজের কাছে। জিপি স্পীড কেমন সেটা সবাই জানে। আপনি জেনে শুনে কিনে এখন হায় হুতাশ করলে ত আর সব ঠিক হয়ে যাবে না। আপনার যদি ধ্রুত গতির ইন্টারনেট দরকার হয় তাহলে যে দাম দিয়ে জিপি মডেম কিনেছেন সেই দাম দিয়ে একটি বাংলালায়ন মডেম কিনে ব্যবহার করুন। আমার জানামতে বাংলালায়নের নেটওয়ার্ক ও এখনও সব জায়গায় পৌঁছাতে পারেনি। এখন যদি বাংলালায়নের মডেম কিনে যদি বলেন নেটওয়ার্ক নাই স্পীড নাই, সেক্ষেত্রে আপনাকে আমার আর কিছু বলার নাই।

আমি রবি ব্যবহার করি । ভাল স্পিড পাওয়া যায় 20kb -25kb । GP ব্যবহার করি নাই ।

Level 0

Bhai , GP use na korlei paren. Wimax, 3g aro onno ISP to ase…Sob company’er shate kono na kono subscriber kharap experience hobei eta kono vabei kisu kora somvob na. R ekta kotha wireless internet e speed up down korbei kisu korar nai. Tuner ke bolchi “Dakati” word er proper meaning ki ektu jene nien

ভাই কে কোন এলাকায় কিরকম গতি পান জানিনা তবে আমি জিপি Unlimited Night ব্যবহার করে গড়ে রাত ১২টা-সকাল ৯টা পর্যন্ত ৩০কেবির উপরে গতি পাই। আর দিনে ১জিবি প্যাকেজ ব্যবহার করতেছি। তবে Download এর দিক থেকে রবি এগিয়ে………………

Level 0

You can try “ROBI UDOY Postpaid” .300 Tk sim price,300 credit limit. Then pay 500Tk as deposit,
Unlimited Internet for just 490(with VAT). I get 25-35 KB.

অনেক কিছু পরলাম,অনেক কিছু বুঝলাম,এখানে অনেক জিপির চামচা আছে, 1mbps bandwith এর দাম যখন ৩৬০০০ টাকা ছিল তখন ও জিপির 1gb ছিল ৩৪৫, এরপর সরকার bandwith এর দাম কমাতে কমাতে ৩০০০০,১৮০০০,১২০০০,১০০০০ র এখন ৮০০০ টাকা করেসে আথছ জিপির দাম ৩৪৫ টাকা রয়ে গেছে। আর জিপির কাস্টমার কেয়ার এ কিছু বলদ বসিয়ে রাখছে যারা কিছু জানেনা আর নিজেদের যে কি মনে করে।তাই এখন জিপিরে তেল মাখা বাশ দিতাসি,unlimited free internet ব্যবহার করে,সারাদিন ডাউনলোড করি,বন্ধুদের ও সিখাইছি, জিপির দালাল দের বলছি যান পারলে বন্ধ করেন।

    @মুরাদ: ভাই আপনার কথা সুনে আমার মনে কিছুটা প্রশান্তির বাতাস লাগলো তাই আপনাকে ধন্যবাদ জানালাম!!!!!!!!!!!!! আল্লাহ্‌ হাফেয
    আবার পরে কথা হবে!

Level 0

murad@:D

Level New

টিউনমেন্ট পরে বুঝলাম এখানে কিছু জিপি র দালাল আছে৷ তাদের বলছি এই দেশে against e রাজাকারি করবেন না ৷কারন জিপি বাহিরের কম্পানি৷ তারা প্রতিদিন দেশের কোটি কোটি টাকা বাহিরে নিয়ে যাচ্ছে৷ তাই পারলে তদের বাঁশ দেন৷…..

Level New

আর আমার কপাল খারাপ৷ কারন আমার রবি উদয় আছে কিন্তূ আমাদের এলাকায় রবির স্পিড ১৫ kb এর বেশি ওঠে না৷ কিন্তৃ বাংলালিং ভালই এখানে প্রায় ৩০ kb পাওয়া যায়৷ কোন ফেয়ার ইউজ পলিসি নাই৷

ধন্যবাদ টিউনার ভাই , আর ধন্যবাদ সব টেক টিউনস বন্ধুদের যারা মন্তব্য করেছেন , আমার বন্ধুরা আসলে মুল ব্যাপারটা হল নেটওয়ার্ক এর শক্তি সকল জায়গায় সমান ভাবে সব সময় থাকেনা , তাই বাহক সিগনাল যদি দুর্বল হয় তবে এর মধ্যে দিয়ে পাঠানো তথ্য ও ত দুর্বল হবে অর্থাৎ আদান প্রদান হার ও কমে যাবে , এটা কারও দোষ নয় , তবে হ্যাঁ যারা গ্রাহক সেবা দিচ্ছেন তাদের ভাল ভাবে দায়িত্ব টা পালন করতে হবে , এবং অভিযোগ এর সঠিক সমাধান দিয়ে দিতে হবে , তাহলে আর এত অভিযোগ আর ক্ষিপ্ততা কার থাকত না , মূল্য টা এখন আসলে ই বেশী রয়ে গেছে , এটা সব মোবাইল অপারেটর কে ভাবতে হবে , কারন উনারা এখন অনেক কম মুল্লে ব্যান্ড উয়াইডথ পাচ্ছেন , আসুন না নিজ নিজ অপারেটর দের আমরা এই অভিযোগ জানাই সবাই মিলে ।

    ইশতিয়াক ভাই আমি আপনার সাথে একমত আছি তাই চলেন অভিযোগ জানাই সবাই মিলে!!!!!!!

@ইশতিয়াক ভাই আমিও আপনার সাথে একমত….তবে আমার অভিযোগটা বাংলালিংকের

আপনার টিউনটি পড়ে + এত্তো কমেন্টস দেখে কমেন্ট না করে থাকতে পারলামনা।

এখানে অনেকেই বলছেন মোবাইল অপারেটদের মধ্যে জিপি ই সবচেয়ে ভালো সার্বিস দিচ্ছে। – একটি বিশেষ কারণ
(প্রত্যন্ত এলাকায় সিগনাল দুর্বল হয়ে থাকে) ছাড়া এ কথা টি যারা বলছেন আমি তাদের বলবো, হয় তারা জিপি ছাড়া
অন্য কোন অপারেটরের সার্বিস ইউজ করেন নি নতুবা এরা জিপির দালাল। অনেকেই সিন্ডিকেট (যারা আগ থেকেই
ব্যক্তিগত ভাবে পরিচিত ) করে টিউনারের বাপ-মা, পরিবেশ, লেখাপড়া- সব মিলিয়ে চৌদ্দ গোষ্ঠি উদ্ধারে লাগছেন।
এটা ঠিক যে, টিউনার ভাই আরেক টু নরম ভাষায় বললে পারতেন। ধরে নিলাম টিউনারের টাকা গেছে, সময় গেছে,
সমাধান চেয়ে ও সমাধান পান নি। এ জন্য মাথা গরম। অন্যদের মাথা গরম হইছে কেন ??? জিপি কে গালি দেওয়ার
জন্যে?

আরেক ভাই বললেন, আলজেরিয়াতে ১ জিবির জন্য বাংলাদেশি টাকায় ২২০০থেকে ২৫০০ টাকা দেওয়া লাগে,
দুবাই-আবুধাবীতে ও প্রায় ২২০০টাকা দেওয়া লাগে ১ জিবির জন্য। এবং তাদের স্পীড ও সেই রকমই হয়। -তর্কের খাতিরে
মেনে নিলাম তাদের স্পীড ও এক ই। কিন্তু ভাই, আপনি ঐ সকল দেশের peoples purchasing power/capacity, NI per
capita, GDP সাথে এই দামের তুলনা করে দেখবেন। তাছাড়া ইন্টারনেট ব্যান্ড উইথের দাম অ একটি বেবেচ্য বিষয়।
আমি আশা করি আপনি আপনার উত্তর পেয়ে যাবেন।

আমি একটি বিভাগীয় শহরে থাকি। সেই ২০০৮ থেকে ইন্টারনেট ইউজ করেই যাচ্ছি। জিপির (3G supported handset
স্পিড পেতাম মাত্র ১৫ কেবি, আমার বন্ধুরা পেত ৭-৮ কেবি) হাত ধরে, সিটিসেল কে টাচ করে (মাঝে মাঝে বন্ধুদের কাছ থেকে জ়িপি মডেম, এ্কটেল, এয়ারটেল ব্যবহার করতাম, কারও কাছ থেকে কিউবি ব্যবহার করি ) এখন বাংলা লায়নে (মাঝে
মাঝে বিলাই হয়ে যায়) ভর করেছি। আমার কাছে সিটিসেল কে ভালো লেগেছে মোবাইল অপারেটর হিসেবে। সবচেয়ে
বাজে লেগেছে জিপি কে। গ্রাহকরাও জিপির কাছ থেকে ভালো কোন feedback পায় না বললেই চলে।

@Mohammed Gulzar, আপনাকে ধন্যবাদ, কি করবো বলেন জিপি এর নাম শুনলেই চান্দি গরম হইয়া যায়। পোস্টপেড ব্যাবহার করতাম। আমার ক্রেডিট লিমিট ছিল ৩০০ টাকা , অথচ বিল হইয়া যাইত ৫০০ এর উপরে। আমি শুধু নেট ইউজ করতাম। পর পর দুইবার আমার সাথে এই ঘটনা ঘটছে। আমি নাইট টাইম আনলিমিটেড ব্যাবহার করতাম। প্রথমবার ভেবেছিলাম। আমি হয়ত সকাল ১০ টার পরেও চালাইছি তাই এমন হইছে। তারপর আমি আবার চালু করি। এবার ঘড়ির টাইম দেখে ব্যাবহার করি। সেই মাসেও আমার অতিরিক্ত বিল আসে। আমি কেয়ার এ ফোন করে প্রায় ৩০ টাকা খরচ করেছি। প্রথম এ একজন বলেছিল যে, আমাকে অতিরিক্ত চার্জ করা হয়েছে, এ বলে তিনি কমপ্লেইন লিখলেন, ৭ দিন পর আমাকে জানাও হয় , আমি নাকি রাত ১২ টার আগে ও সকাল ১০ টার পরেও নেট ব্যাবহার করেছি।
তাকে আমি কিছুতেই বুঝাতে পারলাম না, যে আমি ঘড়ির টাইম দেখে ইউজ করেছি। সে যেভাবে বলতেছিল, তাতে মনে হইতেছিল , সব ভুল আমার আমিই ভুল করছি, উনারা’তো ফেরেস্তা। উনাদের কোন ভুল হয় না। আরেকটা কথা বলে রাখি সেটা হল, একদিন রাত ১০ টায় ফ্লেক্সি করছি সেই টাকা পাইছি ১ দিন পর। এমন হইলে কার মাথা ঠিক থাকে …।