প্রয়োজন কি না? একটু ভেবে দেখুন

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আর কিছুদিন পরেই ২০১০ সাল। নতুন বছরের শুরুতেই দোকানে আমরা যে জিনিসটির খোঁজে যাই তা হলো নতুন ডায়েরি ও ফুল। প্রিয়জনকে দেয়ার জন্য। ফুলগুলো কয়েকদিন পর শুকিয়ে গেলেও ডায়েরিটা বেশ যত্নেই থাকে অনেকদিন। ডায়েরি কেনার সময় আমরা সৌন্দর্য্যটাকেই প্রাধান্য দিয়ে থাকি। কিন্তু কখনো খেয়াল করে দেখেছি কি, প্রথমে যে টেলিফোন নম্বরগুলো থাকে তা কতটা গুরুত্বপূর্ন? সেরকম কিছু গুরুত্বপূর্ন নম্বর নিয়ে আমার আজকের টিউন।আজকের বিষয় ঢাকার কিছু সরকারী ও বেসরকারী এ্যাম্বুলেন্স সার্ভিস-এর টেলিফোন নম্বর।

আন্জুমান-ই-মুফিদুল ইসলাম
৯৩৩৬৬১১, ( বেওয়ারিশ লাশ দাফন করার জন্য ) ৭৪১১৬৬০,  ৭১১৯৮০৮

বারডেম হাসপাটাল
৯৬৬১৫৫১-৬০, ৮৬১৬৬৪১-৫০ ( মূলত ডায়াবেটিক রোগীদের জন্য )

কমপ্যাথ
৮৬১৭৮৩৩

ঢাকা সি. এম. এইচ
৯৮৭১৪৬৯

ডে-নাইট এয়ার এ্যাম্বুলেন্স সার্ভিস
৯১৩২০২৩, ৮১২২০৪১,  ০১৭১১৫৪৪৩২৮

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
৯৫০৫০২৫-২৯, ৯৫০০১২১-৫

ফায়ার সার্ভিস এ্যাম্বুলেন্স
৯৫৫৫৫৫৫, ৯৫৫৬৬৬৬-৭, ৯৫৫৩৩৩৩-৭

হলি ফ্যামিলি হাসপাতাল
৮৩১১৭২১-৫ (খুবই কম খরচ)

গ্রীন এ্যাম্বুলেন্স সার্ভিস
৯৩৩৪১২১, ৮৬১২৪১২

আই. সি. ডি. ডি. আর. বি.
৮৮১১৭৫১-৬০

পিজি হাসপাতাল
৮৬১৪০০১-৫, ৮৬১৪৫৪৫-৯

লাইফ লাইন হেল্থ কেয়ার সেন্টার
৮১৫৫৫৫০-২, ০১১৯৯৮৯৯৯১৯ (দূর্ঘটনায় আহতদের জন্য)

ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতাল
০১৭১৫১২০২২৯, ০১৭১৫১৫৪৫৯০ (বনানী, বারিধারা, উত্তরা)

ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতাল
০১৭১৩০২৫৯১১ (ধানমন্ডি, আজিমপুর, শাহবাগ)

ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতাল
০১৭১৫১২০২২৮ (লালমাটিয়া, মোহাম্মদপুর)

মেডিনোভা মেডিক্যাল সার্ভিসেস
৮১১৩৭২১, ৯১২০২৮৮

ন্যাশনাল হার্ট ইন্সটিটিউট
৯১২২৫৬০-৭২

সলিমুল্লাহ  মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল
৭৩১৯০০২-৬

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল
৯১৩০৮০০

শিশু হাসপাতাল
৮১১৬০৬১-২

রেড ক্রিসেন্ট এ্যাম্বুলেন্স
৯৩৩০১৮৮-৯

কেউ ইচ্ছে হলে নম্বরগুলো সংগ্রহে রাখতে পারেন। বলা তো যায় না কখন কোনটির দরকার হয়ে পরে। আমি জানি আমার এই টিউনটির সাথে টেকনোলজির কোন সম্পর্ক নেই, কিন্তু মানুষ যদি সুস্থ না থাকে তাহলে টেকনোলজির উন্নয়ন হবে কি করে? আপনারা প্রয়োজন মনে করলে এরকম আরো কিছু গুরুত্বপূর্ন টেলিফোন নম্বর নিয়ে হাজির হব। (ভূল ত্রুটি মার্জনীয়)

Level 0

আমি রোমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হ্যা খুবই দরকারী, মনে আছে রে কিছুদিন আগে এইরকম একটি সমস্যায় পরেছিলাম। আচ্ছা শোন রাতে ফায়ার সার্ভিস এবং পুলিশ স্টেশন নিয়া একটা টিউন করিস এতে অনেকেরই উপকার হবে।

Level 2

হাসিব ভাইয়ের DostO নাকি ?

    হ্যা রে ভাই, তয় আমার প্রতিবেশীও বটে।

ধইন্যাপাতা

A lot of thanks.

    মেঘবালক আপনাকেও ধন্যবাদ।

হুম।