দৈনিক যুগান্তরে টেকটিউনস নিয়ে আমার প্রতিবেদনঃ টেকটিউনস বিশ্বের এক নম্বর বাংলা সোস্যাল নেটওয়ার্ক প্রকাশের তারিখ ২৫০৯২০১২

টিউন বিভাগ খবর
প্রকাশিত

প্রযুক্তির প্রতি মানুষের ভালোবাসা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। তারই প্রমাণ বাংলাদেশের টেক ব্লগ টেকটিউনস। সারা পৃথিবীর ওয়েবসাইটের তথ্য গবেষণাকারী প্রতিষ্ঠান এলেক্সার তথ্যানুসারে বাংলাদেশের টেকটিউনস ব্লগ এখন বিশ্বের এক নম্বর বাংলা সোস্যাল নেটওয়ার্ক! গতকাল সোমবার পর্যন্ত যার বাংলাদেশের রেঙ্কিং শীর্ষ ১১-তে। আর বিশ্ব রেঙ্কিং অবস্থান ৩, ৭২২তম স্থানে।
অবাক হলেও সত্য, বাংলাদেশের প্রথম এবং সর্বাধিক পঠিত ব্লগ সামহোয়ারইন ব্লগকেও অতিক্রম করেছে এই টেকটিউনস! সামহোয়ারইন ব্লগের বর্তমান বাংলাদেশ রেঙ্কিং ১৩ আর টেকটিউনসের ১১। শুধু বাংলাদেশে নয় পৃথিবীর অনেক দেশেই টেকটিউনস এলেক্সার রেঙ্কিং এ ভালো অবস্থায় রয়েছে।

তার মধ্যে উল্লেখযোগ্য ভারতে ১৩, ৩০৫তম, চীনে ২২, ০৬১তম, যুক্তরাজ্যে ২৮, ৭৭৮তম, মার্কিন যুক্তরাষ্ট্রে ৫৫, ৪০৩তম অবস্থানে রয়েছে। এলেক্সার হিসাবে টেকটিউনসের সাইট www.techtunes.io এর গড়ে ভিজিটর ৯৭.৮৮ শতাংশ, http://www.dnc.techtunes.io এর গড়ে ১.৩০ শতাংশ, http://www.mobi.techtunes.io এর মোবাইল থেকে গড়ে ০.৬৬ শতাংশ ভিজিটর এবং www.ads.techtunes.io এর গড়ে ভিজিটর ০. ৫২ শতাংশ। বর্তমান এই বাংলা টেক সাইটটি পঞ্চাশ লক্ষাধিক মানুষের এক সুবিশাল কমিউনিটি!

কম্পিউটার, মোবাইল, ইন্টারনেট বা এ সংশ্লি­ষ্ট যেকোন সমস্যার সমাধান এখানে এক ক্লিকেই পাওয়া যায়। আর তাই টেক প্রিয় মানুষ প্রতিদিন একবার হলেও এখান থেকে ঘুরে যাওয়ার চেষ্টা করে। টেকটিউনসে জনপ্রিয় যেসব বিষয়বস্ত্ত রয়েছে তার মধ্যে উলে­খ্য, অ্যান্ড্রয়েড, ইন্টারনেট, ইলেক্ট্রনিক্স, এডুটিউনস, এনিমেশন, ওপেনসোর্স, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েবওয়্যার, কম্পিউটিং, কী কেন কিভাবে, খবর, গেমস, গ্রাফিক্স ডিজাইনিং, জীবনী, টিউটোরিয়াল, টিপস অ্যান্ড ট্রিকস, টেক ফিকশান, টেক হিউমার, টেকটিউনস, টেকটিউনস জরিপ, টেকটিউনস টপটিউনার, কনক্লেভ, টেকটিউনস টিউন্টারভিউ, টেকটিউনস মিটআপ, টেকটিউনস রিসোর্স, টেকটিউনস ল্যাব, ডাউনলোড, নির্বাচিত, নেটওয়ার্কিং, নেটিজেন নেটওয়ার্ক, প্রতিবেদন, প্রযুক্তি কথন, প্রোগ্রামিং, ফটোগ্রাফি, ফ্রিল্যান্সিং, বাংলা কম্পিউটিং, বিজ্ঞান ও প্রযুক্তি, ভিডিও এডিটিং, মাইক্রোটিউনস, মোবাইলীয়, রিভিউ, লিনাক্স, সমগ্র, সম্পাদকীয়, সাহায্য/জিজ্ঞাসা, স্পন্সরড টিউন, স্যাটেলাইট টিভি, হার্ডওয়্যার, হ্যাকিং ইত্যাদি। অনেকে এখানে আসেন নতুন কিছু পাওয়ার জন্য।

মূলত এখানে টেকনোলজির নানান সমস্যা ও তার সমাধান নিয়ে গঠনমূলক প্রচুর লেখালেখি হয় বলেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। মাঝে মধ্যেই এই ব্লগের মডারেটররা নতুন নতুন আইডিয়া নিয়ে হাজির হন। কিছু দিন আগেই তারা ব্লগে সংস্করণ করেছেন। যুক্ত করেছেন নানান নতুন বিভাগ। সফল আইটি ব্যক্তিদের জন্য নতুন বিভাগ টেকটিউনস টিউন্টারভিউ, মেধাবী চেইন টিউনারদের অনন্য পর্বভিত্তিক চেইন টিউনস, খুব বেশি প্রয়োজনীয় সব টিউনগুলো খুঁজে পাওয়ার জন্য টেকটিউনস নির্বাচিত টিউন, প্রতিমাসে নিয়মিত টেকটিউনস জরিপ আর তার ফলাফল ইত্যাদি এখন অনেক জনপ্রিয়।

এছাড়া ব্লগার ও ভিজিটরদের জন্য প্রয়োজনীয় দিকনিদের্শনা। অসাধারণ টেকটিউনসার হওয়ার জন্য রয়েছে টেকটিউনস রিসোর্স। টেকটিউনস সংক্রান্ত সমস্যা ও জিজ্ঞাসার অফিসিয়াল সাপোর্ট রয়েছে টেকটিউনস ডেস্কে। টেকটিউনসের অফিসিয়াল ব্লগের তালিকা রয়েছে টেকটিউনস ল্যাবে। টেকটিউনসের রিয়েল কমিউনিটিতে সাধারণ ব্লগারদের অংশগ্রহণের সুযোগ রয়েছে। কারণ এই প্রতিষ্ঠানটি সোস্যাল মিডিয়া হলেও এর ব্যাপ্তি শুধু ভার্চুয়াল জগতেই সীমাবদ্ধ নয়, বরং দেশের বিভিন্ন জেলায় নিয়মিতভাবে টেকটিউনসের বিভিন্ন মিটআপ আর টেকটিউনসের টপটিউনারদের নিয়ে জাঁকজমক ভাবে কনক্লেভ অনুষ্ঠিত হয়। কমিউনিটিতে পরস্পর সরাসরি মতবিনিময় করে। -এম মিজানুর রহমান সোহেল

সু-সংবাদের লিঙ্ক দেখুন সরাসরি http://jugantor.us/enews/issue/2012/09/25/news0383.htm এখানে।

Level 0

আমি এম. মিজানুর রহমান সোহেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ ভাইয়া প্রতিবেদনটি প্রকাশের জন্য এবং টেকটিউনস এ খবরটি জানানোর জন্য।

টেকটিউনস এর হাত ধরেই বর্তমানে বাংলাদেশে অনলাইনে নীরব বিপ্লব শুরু হয়েছে। সবদিক দিয়েই টেকটিউনস এর অবদান অনস্বীকার্য।

Level 0

ধন্যবাদ।

বাহ ! দারুন হয়েছে প্রতিবেদনটা 🙂
ধন্যবাদ সাংবাদিক ভাই।

খুব ভাল। সাংবাদিক ভাই সাংঘাতিক কাজ করে ফেলেছেন 🙂

Level 0

একটা বাংলা ফোরাম ওপেন করার স্বপ্ন ছিলো অনেক দিনের। কেউ বলেছে মাইবিবি, কেউ বলেছে পানবিবি। আমার পছন্দ ছিল xeforo. অনেক ঘুরেছি xeforo ও ফোরাম ওপেন করার সূক্ষ্ম ব্যাপারগুলো বুঝার জন্য।
টেক্টিউন্সের হাত ধরেই আজ একটা ফোরাম ওপেন করার সাহস দেখাতে পেরেছি। যেখানে প্রানের বন্ধুরা সব advanceed level এর কাজ বলে পিঠ দেখিয়েছিল, সত্যি যদি ফোরাম ওপেন করে ফেলি!!!
টিটি’র অনন্য সাধারন টিউনস গুলো অমাবশ্যার রাতের মিটমিটে প্রদীপ হলেও দিশা দেখিয়েছে, ভুল পথ দেখায় নি। এগিয়েছি আস্তে আস্তে তবু আবার xenforo মত জটিল কঠিন সফট দিয়ে ফোরাম ওপেন করার সাহস করেছি। টিটিতেও এই ব্যাপারে সাহায্য চেয়েছিলাম, কেউ সাড়া দেয় নি। নতুন সফট বিধায় কারো হয়ত এই ব্যাপারে ধারনা বা আগ্রহ ছিল না।
টিটির টিউন্সগুলো ছিলো আমার সবচেয়ে সাহায্যকারী বন্ধু। সবগুলো থেকে কিছু কিছু ধারনা নিয়ে কাজ করেছি। আরও বিভিন্ন ব্লগ/ফোরাম দেখেছি। সবার কাছেই কৃতজ্ঞ।
টিটি তুমি অনন্য, এগিয়ে যাও।

http://www.kazirhut.com

    দেখলাম সুন্দর হয়েছে। আপনি চাইলে আপনারটা নিয়েও ………। মানে যদি আপনি চান। আর আপনার এই কাজীর হাট কোন জেলার ?

প্রতিবেদকের জন্য রইল শুভকামনা।

অফ.টপিক: প্রতিবেদক হতে চাই, আপনার পরামর্শ কি? ধন্যবাদ।

বাহ অনেক ভাল একটা প্রতিবেদন দিয়েছেন। ইন্টারনেটে বাংলায় কত ভাল ভাল লিখা আছে তা এখনও অনেকেই জানে না। বেশি বেশি করে বাংলা এই সব সাইট নিয়ে লিখলে মানুষ জানতে পারবে।
অনেক ধন্যবাদ আপনাকে। 🙂

    হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাই আপনাকেও ধন্যবাদ এই জন্য যে, আপনার লেখা দেখেই সিদ্ধান্ত নিয়েছিলাম যুগান্তরে একটা প্রতিবেদন লিখবো। অনেক আগেই তৈরি করে রেখেছিলাম কিন্তু সাম্প্রতিক ইস্যুগুলোর কারণে লেখাটি ছাপাতে দেরিই হয়ে গেল। ভবিষ্যতেও আপনাদের নিয়ে কাজ করার প্রত্যাশা করছি।

মিয়া! আপনের লেহা তো পেরাই যুগান্তরে দেহি, হেই জন্যে আপনের নামডা মুখস্ত অয়া গেছে। খুব ভালা কাম করছেন, আপনেরে দইন্যবাদ।

অসাধারণ টিউন।খবর টা শুনে মন ভাল হয়ে গেল।ধন্যবাদ আপনাকে খবর টা এখানে প্রকাশ করার জন্য।

ধন্যবাদ আপনার পোস্টের জন্য। আমার জানামতে, টেকটিউনস আলেক্সা রাঙ্কিং অনুযায়ী বিডিতে ১ নাম্বারও হইসে এমন রেকর্ড ও আছে। আর টেকটিউনস এর কথা তো কছুদিন আগে প্রথম আলোতেও পড়লাম।খুব ভালো লাগলো যখন টেকটিউনসকে নিয়ে লিখা পত্রিকায় পড়ি।

Level 0

টিউনার ভাইকে ধন্যবাদ। আর হ্যা ভারতেও টেক্টিউন্স জনপ্রিয় হচ্ছে বাংলা ভাষাভাষী মানুষদের কাছে।

    হ্যাঁ, এই খবরটা আমিও দিয়েছি।

    লিখেছি ঃ শুধু বাংলাদেশে নয় পৃথিবীর অনেক দেশেই টেকটিউনস এলেক্সার রেঙ্কিং এ ভালো অবস্থায় রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য ভারতে ১৩,৩০৫তম, চীনে ২২,০৬১তম, যুক্তরাজ্যে ২৮,৭৭৮তম, মার্কিন যুক্তরাষ্ট্রে ৫৫,৪০৩তম অবস্থানে রয়েছে।

আগে প্রতিদিন নেটে ডুকলে বেশির ভাগ সময় থাকতাম ফেইসবুক এবং নিউজপেপার গুলোর ওয়েব সাইটে, কিন্তু টেকটিউনসকে জানার পর এখন দিনে একবার হলেও টেকটিউনসে ডুকি নতুন টিউন গুলো দেখার জন্য…

ইয়াহু।আমিও টেকটিউন্স ভিসিট করি।যদিও টিউন করেছি মাত্র ২ টা।তারপর ও বলতে পারব টেকটিউন্স এর সাথে রয়েছি। 😀

Congrats all Tuner and visitor and Specially to TECHTUNES 🙂