আজ বাবা দিবস, জানেন কি?

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আমি জানি না এধরনের বিষয় বা লেখা টেকনোলজি বিষয়ক সাইটএ মানায় কি না। তবুও লিখলাম যারা বাবাকে ভালবাসেন তাদের জন্য। অনেকেই হয়ত জানেননা আজ বাবা দিবস।

প্রতি বৎসর জুন মাসের ৩য় রবিবার বাবা দিবস পালন হয়। সেই হিসাবে আজ বাবা দিবস, আপনি জানেন কি? আমারা যারা পরিবার (বাবা, মা...) হতে দূরে থাকি, দৈনন্দিন বেস্ততার কারনে পরিবারের খবর নিতে পারিনা আজ আন্তত বাবাকে তার প্রতি ভালবাসার কথা জানান।

আমি আমার বাবাকে প্রতি দিন প্রতি মুহরত মনে করি, শত ইচ্ছা থাকলেও কোন বার্তা তার কাছে পৌছাতে পারিনা। আমার মত আনকেই আছেন, যাদের বাবা বেচে নাই, তাদের আনুভুতি আর আমার আনুভুতি মনে হয় আজ এক।

বাবা দিবসের কিছু SMS তাদের জন্য যাদের বাবা বেচে আছেন। (SMS গুল internet এর বিভিন্ন সাইট হতে নেওয়া, আপনারাও সার্চ করলে পাবেন, তবে নিচের গুল ভাল লাগলে আর দরকার আছে কি?)

১.
Father Means

F= Forever With His Family
A= Always There For You No Matter What
T= The Only One Who?S There
H= He?S My Hero Till The End
E= Encouraging In Everything I Do
R= Really The Only One?
No One Can Beat Him He ISThe Best!!!

২.
Dad, your guiding
hand on my shoulder
will remain with me forever.
Happy Father's Day
৩.
Some
things
are
just
better
the
way
they
are
like
you!
Happy Father's Day!
৪.
a father means

A Father means so many things...
An understanding heart,
A source of strength and support right from the very start.
Happy Father's Day

৫.
Dad you are never wrong
'Dad you are never wrong
The only time you are wrong
is when you think,
I forgot about you.
Love you Dad!
Have a grand Father’s Day!'
৬।
You have seen me cry..
You’ve seen me laugh
You’ve seen me cry
And always you were there with me
I may not have always said it
But
thanks and I love you
Happy Father’s Day
৭.

My Daddy Is The Greatest

My daddy is the greatest;
The best dad there ever was.
He always brings me lots of joy;
He’s my very own Santa Claus.

My daddy can do anything;
He’s smart as smart can be.
I love to walk and hold his hand
To show he belongs to me.

I love my daddy!

৮.
101 Ways to Be a Great Dad

I know just the person who needs
“101 Ways to Be a Great Dad”.
Don’t worry it isn’t you!
Happy Father’s Day!

৯.
So many wonderful moments

So many wonderful moments
we have spent together,
so many wonderful years
in all kinds of weather,
thinking of u father brings
memories to mind,
wonderful moments i ll treasure,
these u gve me sincerely thats why my dad ,
I love u so dearly.
Happy Father'ss Day My dear dad

১০.
I cant think of..

'I Cannot Think Of
Any Need In Childhood
As Strong As The Need
For A Father’s Protection.
Happy Father’s Day!'

আমার আগের প্রকাশিত দুইটা পোস্ট...... দেখতে পারেন ভাল লাগতে পারে।

Warning!!! Facebook Verification Scam Warning!!!


এবং

একটি স্বাস্হ্য বিষয়ক টিপস পেজ।

Level 2

আমি forhadape। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ঠিক ২ বছর আগে বাবা দিবসে বাবাকে একটা এসএমএস পাঠিয়ে ছিলাম। সেই এসএমএস টা আজ ও বাবার মোবাইলে আছে। শুধু বাবা নেই। মনে ছিল না আজ যে বাবা দিবস। এই টিউনটি পড়ে মনে পড়ে গেল। খুব ইচ্ছে করছে এত গুলো এসএমএস এর মধ্য একটা এসএমএস বাবাকে পাঠাতে। কিন্তু বাবার হাতে আজ কোন মোবাইল নেই। বাবা তুমি কেমন আছো?????????????????????????????????????????????????????????????

    @গাজী মোঃ ইয়াছিন:

    গাজী ভাই আপনার লেখাটি পড়ে চোখের পানি ধরে রাখতে পারলাম না ।আমার বাবা মারা গিয়েছে ৬ বছর হল।আমার বয়স তখন ১২ বছর ছিল।ঐ সময়ের কথা মনে পড়লে লুকিয়ে হু হু করে কাদি।বাপ যে কি জিনিস এখন বুঝি।উনার মনে অনেক কস্ট দিয়েছিলাম।জানি না কেমন আছে আব্বা।আমার আব্বা অনেক ভাল মানুষ ছিলেন।মাত্র ৪৫ বছর বয়সে মারা গিয়েছে।তিনি তার বাবা মা কে অনেক ভালবাসতেন।

    প্রথমে আমার দাদী মারা গেলেন।ঠিক ৬ মাস পর আব্বা।অতপর ৪ মাস পর আমার আব্বা মারা গেলেন।এখন আব্বা মারা যাবার শক টা কাটিয়ে উঠতে পারেনি।

    যাই হোক।আবেগের বসে অনেক কথা বলে ফেললাম।কিছু মনে করবেন না।আমি আপনার বাবার জন্য আমার অন্তর থেকে দোয়া করি।আল্লাহপাক যেন তাকে জান্নাতবাসি করেন।জানি আল্লাহপাক আমার মত পাপি বান্দার কথা শুনবে কিনা।আপনি আমার বাবার জন্য দোয়া করবেন।

    @শরীফ আহমেদ জনম: @গাজী মোঃ ইয়াছিন:

    একটু ভুল হয়েছে।আব্বা মারা যাবার ৪ মাস পর আমার দাদা মারা গিয়েছিলেন।মানুষ আবেগে কত ভুল করে তাই না? হা হা হা। বড়ই অদ্ভুত এই দুনিয়া।এখন আমি হাসছি।

Level 2

আমার বাবা ১৯৯৮ সালে মারা গেছেন। আমার আনুভুতিও আপনার মত। নেই কোন যোগাযোগ……… জানিনা কেমন আছে বাবা।

তবে আমার এই পোস্ট এর মন্তব্য দেখে মনে হল এই পোস্ট শুধু যাদের বাবা নেই তাদের জন্য। কয়েক টা জায়গায় আমি এই লেখা পোস্ট করেছি, যাদের বাবা নেই, যারা বাবার অভাব বোধ করে তারাই মন্তব্য করেছে এবং তাদের আনুভুতি প্রকাশ করেছে।

Level 0

বাবা নেই আমারও
… মাথার উপর ছায়াটা আর নেই … সত্যি বলতে কি বাবা যখন ছিল কখনোই বুঝিনি বা বুঝতে চেষ্টা করিনি যে আমার অস্তিত্ত্ব আর অনুভবে বাবা এতটা মিশে ছিল। কত নিশ্চিন্ত অবলিলায় – হেলায় অবহেলায় কেটে গেছে জীবন, কারন মাথার উপর একটা হাত ছিল। আমার মাঝে এক বিশাল শুন্যতা ঘুরে ফিরে ভিতরের ক্ষতটাযে অপুরনীয়। জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত আমার মাঝে আমি বয়ে বেড়াব বাবার অস্তিত্ত্ব। তুমার চলে যাওয়া পর এখনও মনে পরে তুমার হাসি মাখা মুখ খানি। বাবা ভালবাসি তুমাই, ভালবাসে যাব সবসময়।

ভাল থেকো বাবা সবসময়–
তুমাকে খুব খুব বেশি মিস করি বাবা…

শেরায় না করে পারলাম না আমার অনুভুতি বাবার প্রতি ।