ওয়ানবক্স মিউজিকঃ গুগলের নতুন সার্ভিস

টিউন বিভাগ খবর
প্রকাশিত


সার্চ জায়ান্ট গুগল এবার পা রাখতে যাচ্ছে অনলাইন মিউজিক মার্কেটের দুনিয়ায়। গুগলের এই মিউজিক সার্ভিসের মাধ্যমে ব্যবহারকারীরা অনলাইনে বিভিন্ন শিল্পীর এবং ব্যান্ডের মিউজিক খোঁজার পাশাপাশি কিনতে ও শুনতে পারবেন। খবর বিবিসি অনলাইনের।

গুগলের বরাতে বার্তা বিবিসি জানিয়েছে, গুগলের এই ওয়ানবক্স মিউজিক সার্ভিসটি অন্যান্য মিউজিক সাইট যেমন: লালা এবং মাইস্পেসের আই লাইকের সাথে জোটবদ্ধ হয়ে কাজ করবে।

জানা গেছে, গুগলের এই অনলাইন মিউজিক সার্ভিসে কেবল যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরাই বিভিন্ন ধরনের গানের টাইটেল, আর্টিস্ট এবং গানের কথার টুকরো অংশ সহ পুরো গানটি খোঁজার সঙ্গে সঙ্গে কিনতেও পারবেন।

ফরেস্টারের একজন গবেষক মার্ক মুলিগান বার্তা সংস্থাটিকে বলেছেন, ‘অ্যাপল তার আইপড ব্যবহারকারীদের এতোদিন ‘বিট টরেন্ট’ থেকে সীমিত পরিমাণে গান ডাউনলোডের সুবিধা দিয়ে আসছিলো; গুগলও যে তা পারে এর ফলে তা প্রমাণ হয়ে গেলো।’

বিট টরেন্ট সফটওয়ারটি ব্যাপকভাবে মিউজিক এবং মুভি শেয়ার এবং সংগ্রহের জন্য ব্যবহৃত হয়ে আসছে।

মুলিগান আরো বলেন, ‘যখন কোন ব্যবহারকারী কোনও গানের জন্য যারা আগে সীমিত সুবিধাযুক্ত টরেন্টে সার্চ করতো তারা এখন গুগলের বাড়তি সুবিধাযুক্ত সাইটটিতে যে কোন গানের জন্য বেশি বেশি সার্চ করবে।’

ব্যবহারকারীরা যখন গুগলের ওয়ানবক্স এর মাধ্যমে পপ-আপ উয়িজেটে সার্চ করবেন তখন আই লাইক এবং লালার নিয়ন্ত্রণাধীন গান গুলোও পুরোপুরি শুনতে পারবেন তারা।

মাইস্পেস বক্সের মাধ্যমে ব্যবহারকারীরা এমপি-থ্রি ট্র্যাক কেনার পাশাপাশি ভবিষ্যতে আসবে এমন বিভিন্ন কনসার্টের তথ্য জানতে এবং মিউজিক ভিডিওর হাইলাইটসও কিনতে পারবেন।

গুগলের সার্চ বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মারিসা মেয়ার লস অ্যাঞ্জেলসে ওয়ানবক্সের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ‘গুগলে আমরা প্রতিদিনই মিলিয়ন গ্রাহকের মিউজিক সংক্রান্ত আগ্রহ খেয়াল করে দেখেছি। আমাদের কাছে এটা পরিস্কার যে আমাদের গ্রাহকদের কাছে মিউজিকের চাহিদা ও আকাঙ্খার ব্যপ্তি কতো বিশাল।’

উল্লেখ্য, বর্তমানে অনলাইন মিউজিকের বাজারে অ্যাপল অনলাইন ৭০ শতাংশ জায়গা দখল করে আছে।

ইউরোপে আরো বেশ কিছু অনলাইন মিউজিক সাইট যেমন: স্পোটিফাই এখন জনপ্রিয়তা অর্জনের পথে রয়েছে। এই ফ্রি সার্ভিস মিউজিক সাইটটি ২০০৮ সালে প্রথমবারের মতো নেটে আসে। এখন এর গ্রাহক সংখ্যা যুক্তরাজ্যজুড়ে দুই মিলিয়নেরও বেশি এবং ইউরোপে এই সংখ্যা ছয় মিলিয়নের অধিক।

গুগল আশা করছে, তাদের এই নতুন সার্ভিসটি গুগলের বিগত অন্য সব সার্ভিসকে ছাড়িয়ে যাবে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে তাদের লাইসেন্স করা গানগুলো চীনে ফ্রি ডাউনলোড করার অফারও দিয়ে রেখেছে। পাশাপাশি এখন তাদের এই নতুন মিউজিক মডেলকে আন্তর্জাতিক ভাবে ছড়িয়ে দেয়ার জন্য অন্যান্য দেশে পার্টনার খুঁজছে বলেও জানা গেছে।

সূত্রঃ বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

Level 0

আমি মেঘ রোদ্দুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 373 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের কথা কিচ্ছু বলার নাই। মনে যা আসে তাই করে বেড়াই..... টেকনোলজির ব্যাপারে ব্যাপক আগ্রহ আছে বলেই টেকটিউনস-এ ঢু মারি.....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস