হয়ে গেল ইমাজিন কাপ এর লোকাল ফাইনাল

টিউন বিভাগ খবর
প্রকাশিত

বর্তমান প্রচলিত প্রযুক্তি ব্যবহার করে বড় বড় সমস্যা সমাধানে সারা পৃথিবীর মেধাবী ছাত্র ছাত্রিদের এগিয়ে আসতে উৎসাহী করার লক্ষে ২০০৩ সালে শুরু হয়ে বিশের অন্যতম সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিজগিতা মাইক্রোসফট ইমাজিন কাপ। মাইক্রোসফট বাংলাদেশে এবছর দ্বিতীয় বারের মত আয়োজন করেছে । সেই অনুসারে আজকে হয়ে গেল ইমজিন কাপ এর লোকাল ফিনাল।গত বছর ডিসেম্বর মাস থেকে দেশব্যাপী ১০টি বিশ্ববিদ্যালয়ে ইমাজিন কাপ এর ক্যাম্পেইন চালানো হয় ।  দেশজুড়ে বিভিন্ন বিশবিদালই থেকে প্রায় ৩০০টি দল আবেদনের জন্য আবেদন করে থাকে এবং সেইখান থেকে ১৪টি দলের আবেদন প্রাথমিক ভাবে গ্রহন করা হয়। অবশেষে গত ১৫ এপ্রিল ২০১২ তারিখে ৯টি দল তাদের প্রকল্প সফলভাবে তৈরী করতে সখম হয় এবং জাতিও পরজাএ বিজয়ী হাওার জন্য নামে।

আজকে আনুশঠানিক ভাবে শেষ প্রজন্ত টিম অন্নপূর্ণা কে বিজয়ী ঘোষণা করা হয়। আমি নিচে সংক্ষেপে ৯টি দলের নাম তুলে ধরছি---

১. এংরি কোডার তাদের প্রকল্প স্মার্ট এগ্রো (Smartagro) নিয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে

২.  আহসানঊল্লাহ বিশ্ববিদ্যালয়ের দল “অস্ট ফরবিট” এর প্রকল্প হেল্পিং সিস্টেম ফর ফিজিকাল ডিসাবেল পিপল উসিং ভয়েস প্রোসেসিং

৩. বুয়েট, এয়াইউবি এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে নিয়ে গড়া অন্নপূর্ণা

৪. ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দল এমওয়ার (MOR) এবং তাদের প্রকল্প “আই কন্ট্রল কারসার”

৫. জিরো হাওার পটুইয়াখালি প্রজুক্তি ও প্রকল্প বিশ্ববিদ্যালয়ের দল পকেট সুইচ

৬. উনাইটেড ইন্টারনাশ্নাল ইউনাবারসিটির দল ঊয়াইঊ ডায়নামিক্স এবং তাদের প্রকল্প হাতের খড়ি

৭. ঢাকা বিশ্ববিদ্যালয়ের  ইন্সটিটিউট অফ আইটির দল “ আইয়াইটি ফনিক্স” এর প্রকল্প বেটার টুগেদার

৮. নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের  দল ‘লেপ্রেকন’ এবং তাদের প্রকল্প প্রজেক্ট বিটল

৯. ইউআইউ সট্রাগ্লস এটি উনাইটেড ইন্টারনাশ্নাল ইউনাবারসিটির আরেকটি দল এবং তাদের প্রোজেক্ট বাংলা ও সি আর।

আমি আগেই লিখেছিলাম গত ২৮ এপ্রিল ২০১২ তারিখে ধান্মন্ডির ড্রিক আইসিটি প্রাঙ্গনে একটি প্রদর্শনীর আয়োজন করা হয় যেইখানে এই ৯টি প্রকল্প সম্পর্কে ধারনা পাওয়া যায়ে।

Level 0

আমি হাসান তানভীর মনসুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস