ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাব এর যাত্রা শুরু

টিউন বিভাগ খবর
প্রকাশিত

“উদ্ভাবনের জন্য জ্ঞান” স্লোগান সামনে রেখে আজ (০১/০৪/২০১২ ইং) উদ্ভোধন হয়ে গেলো ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাব -এর (UIUCCL) । ধানমন্ডির ইউআইইউ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করে এই ক্লাবটি । প্রতিষ্ঠানটির প্রায় তিনশতাধিক শিক্ষার্থীর সাথে ইউআইইউ প্রো-ভিসি প্রফেসর ড. চৌধুরী মফিজুর রহমান, প্রফেসর ড. হাসান সারওয়ার এবং বিভিন্ন ডিপার্মেন্টের ফ্যাকাল্টি মেম্বারগণ এই অনুষ্ঠানে অংশ নেন ।

অনুষ্ঠানের শুরুতে ক্লাবের সাধারণ সম্পাদক সাজিদ রাব্বানী ক্লাবের ভবিষ্যত কার্যক্রম সম্বন্ধে ধারণা দেন । তিনি জানান ক্লাবকে বিভিন্ন ভাগে ভাগ করে আইটি বিষয়ক সবক্ষেত্রকেই আয়ত্তে আনার চেষ্টা করা হয়েছে । বিভাগগুলো হচ্ছে এনড্রয়েড, পিএইচপি ও এএসপি ডট নেট, প্রোগ্রামিং কনটেস্ট, ওয়েব ডেভলপমেন্ট, রোবটিকস এবং নেটওয়ার্কিং । প্রতি বিভাগে অভিজ্ঞ একজন উপদেষ্টা, একজন লিড এবং একাধিক এক্সিকিটিভ সদস্য আছেন বিভাগটিকে এগিয়ে নিতে । এরপর ইউআইইউ ডাইরেক্টর অফ স্টুডেন্ট এফেয়ার্স সুমন আহমেদ নবনির্বাচিত কমিটিকে পরিচয় করিয়ে দেন সবার সাথে । এরপর রোবটিকসে “বেসিস আবিস্কারের খোজে” পুরস্কার প্রাপ্ত ইউআইইউ শিক্ষক ফিরোজ আহমেদ সিদ্দীকী তার তৈরী বিভিন্ন ধরণের রোবট ও হিউমেনয়েডের উপর বক্তৃতা দেন ।

ড. হাসান সারওয়ার তার বক্তৃতায় ইউআইইউ শিক্ষার্থীদের আরো বেশী কর্ম উপযোগী করে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন । ভবিষ্যতে প্রতিটি শিক্ষার্থী যেন শিক্ষাজীবন শেষ করার আগেই চাকরী পেয়ে যায় সে পরিকল্পনার কথাও জানান । ইউআইইউ প্রো-ভিসি প্রফেসর ড. চৌধুরী মফিজুর রহমান ক্লাবটিকে সব ডিপার্টমেন্টের জন্য সহায়ক করে গড়ে তোলার আহবান জানান । তিনি ক্লাবটির প্রধান উপদেষ্টার দায়িত্বও পালন করবেন । পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফারাহ মাহবুব এবং আবু সায়েম ।

এছাড়া আরো বক্তব্য রাখেন এন্ড্রয়েড বিভাগের লিড মো: সাহাবুদ্দিন এবং ইউআইইউ ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট আরিফ-উল-হক।
সবশেষে নবনিযুক্ত ক্লাব প্রেসিডেন্ট শেখ ফাইয়াজ মোরসালিন ক্লাবের কর্মপদ্ধতি সম্বন্ধে ধারণা দেন এবং সবার সহযোগিতায় ক্লাবকে এগিয়ে নেয়ার প্রত্যয় ঘোষণা করেন ।

খুব শীঘ্রই বিষয়গুলোর উপর কর্মশালা, সেমিনার ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শুরু করবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাব ।

(বিজ্ঞপ্তি)

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

happy to know that!

খুবই ভাল একটি উদ্যোগ। কার্যকর ভাবে এগিয়ে গেলে খুবই ফলপ্রসু হবে।

Level 0

congrats….club er এক জন মেম্বার হতে পারলে আর ভাল লাগবে