nilambazaar.com এর পরীক্ষামুলক সংস্করন চালু

টিউন বিভাগ খবর
প্রকাশিত

দীর্ঘ প্রচেষ্টার পর অনলাইনে বাংলাদেশের সর্বপ্রথম নিলাম সাইট হিসেবে nilambazaar.com তাদের পরীক্ষামুলক সংস্করন চালু করেছে।  

আপনার প্রশ্ন থাকতে পারে নিলাম মানে কি?
নিলাম হল এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে কোন পন্য বা সেবা কে সর্বোচ্চ দামে বিক্রয়ের জন্য আগ্রহী ক্রেতাগনের প্রতিনিয়ত দাম হাকাঁনোর মাধ্যমে বিক্রয় মূল্য নির্ধারন করা হয়। এতে করে পন্য বা সেবাটির সর্বোচ্চ বিক্রয় মুল্য নিশ্চিত হয়।

আসুন দেখি এই সাইটের মা্ধ্যমে কি নিলামে তোলা যাবে
এই সাইটের মাধ্যমে স্মার্ট ফোন, কম্পিউটার, ল্যাপটপ, ডিএসএলআর ক্যামেরা, আলমারি, সোফা, খাট, চেয়ার, টেবিল- সব ধরনের পণ্য নিলামে বিক্রি করতে পারবেন। সাধারনত কোন ক্লাসিফাইড সাইটে আপনি কোন কিছু বেচতে গিয়ে দাম নির্ধারন করতে সমস্যায় পড়ে থাকতে পারেন। ভাল দাম নির্ধারন করাটা একটা চ্যালেন্জ হয়ে যায়। তাছাড়া আপনার পন্যটি পোস্ট করার পর একজন এক দাম বলে তো আর একজন অন্য দাম, একজন বেশী বলে তো আর এক জন কম। আপনি  এই দরদাম করতে করতে হয়ত বিরক্তি চলে আসে কখনো কখনো। এই রকম বিরক্তিকর এই অবস্থা থেকে রেহাই পেতে   http://www.nilambazaar.com/ এ আপনার পণ্যটি পোস্ট করে নিলামে তুলতে পারেন। বিডিং এর মাধ্যমে বেচে দিতে পারেন সর্বোচ্চ দাম নির্ধারনকারী ক্রেতার কাছে।

সাইট দেখে মোটামুটি ভাল হয়েছে বলে মনে হয় । আপনারা সাইটটি দেখতে পারেন http://www.nilambazaar.com/

NilamBazaar Banner
NilamBazaar Banner

https://www.facebook.com/nilambazaar

Level 0

আমি ISTIAK। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস