wimax এত সস্তা ?আসেন সবাই wimax ব্যবহার করি?

টিউন বিভাগ খবর
প্রকাশিত

কি বলব ?wimax আসছে এইটা শুনেছিলাম কিন্তু এই wimax যে এত ভারী বুঝতে পারি নাই।
ভাবছিলাম এই পোস্টটা দেব না কিন্তু ভাবলাম আসেন একটু আলোচনা করি ।পোস্টে লিখলে অনেক কিছুই লেখা যায় কিন্তু আজ আর কিছূ লিখব না ।নিচের পিকচার হতে সব বুঝে নেন।
Untitled
আমাদের কিছু ভিজিটর এবং টিউনার কিছুদিন আগে বড় গলায় বলেছিলেন ১ mbps বা 128KBPS =600 tk দিবে বলে বলেছিলেন প্রমাণ জোগাড় করে এনেছিলেন এবং আমার সাথে অনেক তর্ক বিতর্ক ও করেছিলেন।তাদেরকে আমার কিছূ বলার নাই।কারণ কথা বেশি =বেশি ঝগড়া।বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট।
সবাই ভাল থাকবেন আর মন্তব্য শেয়ার করবেন আশা করি

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই, একখান প্যাকেজ দেখেই খাবি খাচ্ছেন? এরকম প্যাকেজ তো দফায় দফায় আসবে।
তবে আমার মনে হয় এটা নিয়ে এখনই এত হতাশ হবার কিছু নেই। ব্রডব্যান্ডের শুরুর ইতিহাসটাও কিন্তু মোটেও ভাল ছিল না। এখনও যে খুব ভাল তা বলা যায় না কিন্তু তৃতীয় বিশ্বের ক্ষেত্রে একে কিন্তু একেবারে ফেলনাও বলা যায় না। অতএব, আসুন “সবুরে মেওয়া ফলে” এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে মেওয়া ফলার জন্য অপেক্ষা করি…………

    সবুরে মেওয়া ফলে কথা ঠিক কিন্তু তাই বলে শুরুতেই এত চার্জ ধরবে নাকি? এই qubee পাকিস্তানে অল্প টাকায় একই ইন্টারনেট সেবা দিচ্ছে (http://www.qubee.com.pk/get-qubee/tariffs-residential) অথচ বাংলাদেশে এই অবস্থা। আর এই কোম্পানী তো তৃতীয় কোম্পানী মনে হচ্ছে। বাংলালায়ন আর অজের এর তো আর কোন খবর পেলাম না।

    আসলে আমি কিন্তু হতাশ না।এইসব আমি জানি ।আপনাদের সাথে শেয়ার করার জন্যই এই টিউন কারণ আমি কুমিল্লায় থাকি সেখানে আগামী ১০ বছরেও আসবে কিনা আমার ব্যাপক সন্দেহ আছে।আমি আমার কানেকশনে সন্তুষ্ট ।কিন্তু প্রতিটি নতুন টেকনলজির বেলায় কি আমাদের বিশাল ইতিহাস পাড়ি দেবার পর ভাল অবস্তানে আসতে হবে?কিন্তু এইভাবে ফাইজলামি করার কি মানে?এই প্যাকেজগুলো কাদের জন্য ৩৪০০+ভ্যাট তারপর আবার লিমিটেড ৬ গিগা।এই দেশের কোটিপতিরাও তো এই প্যাকেজ নেবে না।

    ভোরের স্বপ্ন ভাই…
    qubee অজের কোম্পানীর…ওদের ওয়াইম্যাক্স এর নামই কিউবি।

মামুন ভাই,
https://www.techtunes.io/mobileo/tune-id/10442/#comment-19347
এই টিউনটির সমাধান কামনা করছি !!!!!!!!!

    রুহুল আমিন ভাই আপনার কেন সমস্যা হচ্ছে বুঝতে পারছিনা ।আমি তো দিনরাত মিগ চ্যাট করতেছি।কোন সমস্যা হচ্ছেনা।আপনি আমাকে একটা কল করেন আমার নাম্বারে।আমার নাম্বার 01673832643

ভাই GP কি 3G সুরু কোরবে? wimax তো মন খারাপ কোরে দিলো। কত কিসু ভাবসিলাম………………………।

বিশেষ কোন লাভ পাবেন না কারন ১ মেগা স্পিড দিয়ে ডাউনলোড শুরু করলের ৯ গিগা কোন ব্যাপারইনা। আমি নিজে ৩ মেগা লাইন ব্যবহার করি। ২ টেরা হার্ডডিস্ক ভরে ফেলেছি শুধুমাত্র রেপি থেকে ডাউনলোড করে।