
গত বছরের ফেব্রুয়ারী মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ৮৬ পেজে একটা নিউজ দেখে অবাক হয়েছিলাম।২০০৫ সালের ক্যালেন্ডারে ২০১১ সাল!নিচের ছবিটি দেখুনঃ
খবরটা পড়ার পর কৌতুহল জাগল যে আর কোন কোন বছরের ক্যালেন্ডার এক হতে পারে।একটু চিন্তা ভাবনার পর একটা উপায়ও বের করে ফেললাম।এ ব্যাপারে পরে বলছি।আগে আপনাদের বলে রাখি যে,ভুলেও ২০১১ সালের ক্যালেন্ডার ফেলে দিবেন না।কেননা,২০১১ সালের ক্যালেন্ডারও যা ২০২২,২০২৮,২০৩৩,২০৩৯,২০৫০,২০৬১,২০৬৭,২০৭৮,২০৮৯,২০৯৫ সালের ক্যালেন্ডারও তাই।তার মানে দাঁড়াচ্ছে ২০১১ সালের ক্যালেন্ডার দিয়েই ঐ বছরগুলো পার করে দিতে পারবেন।এখন কোন বছরের সাথে কোন বছরের ক্যালেন্ডারের মিল রয়েছে তা বের করে নিন সহজ একটা হিসাবের দ্বারা।
প্রথমে ঠিক করে নিন কত থেকে কত সাল পর্যন্ত হিসাব করবেন।তারপর ঐ সালগুলোর মধ্যে থেকে লিপইয়ারগুলো বাদ দিয়ে দিন।যেমন আমি ২০০০ থেকে ২০৯৯ সাল পর্যন্ত হিসাব করেছি।এ সময়ের মধ্যে লিপিয়ারগুলো হলঃ
২০০০,২০০৪,২০০৮,২০১২,২০১৬,২০২০,২০২৪,২০২৮,২০৩২,২০৩৬,২০৪০,২০৪৪,২০৪৮,২০৫২,
২০৫৬,২০৬০,২০৬৪,২০৬৮,২০৭২,২০৭৬,২০৮০,২০৮৪,২০৮৮,২০৯২ ও ২০৯৬
এ বছরগুলো ৩৬৬ দিনের বলে এগুলোর সাথে অন্য বছরগুলোর কোনো মিল থাকবে না।একেবারেই যে মিল থাকবে না তা কিন্তু না।জানুয়ারী ও ফেব্রুয়ারী মাস পর্যন্ত মিল থাকবে।ফেব্রুয়ারী মাস ২৯ দিনে হওয়ার কারণে পরের মাসগুলোর ফরম্যাট চেঞ্জ হয়ে যাবে। সুতরাং এ সালগুলো বাদ।
এখন করতে হবে আসল কাজ।প্রথমে ২০০১ সালের ১ জানুয়ারী কি বার তা দেখে নিন।২০০১ সালের ১ জানুয়ারী ছিল সোমবার।সুতরাং লিপইয়ারগুলো বাদে যে যে বছরের ১ জানুয়ারী সোমবার হবে সেসব বছরের ক্যালেন্ডার একই হবে।এভাবে হিসাব করে দেখা যায় যে নিম্নোক্ত সালগুলোর ক্যালেন্ডার একই।
(১)২০০১,২০০৭,২০১৮,২০২৯,২০৩৫,২০৪৬,২০৫৭,২০৬৩,২০৭৪,২০৮৫ ও ২০৯১ (সোমবার) (২)২০০২,২০১৩,২০১৯,২০৩০,২০৪১,২০৪৭,২০৫৮,২০৬৯,২০৭৫,২০৮৬ ও ২০৯৭ (মঙ্গলবার)
(৩)২০০৩,২০১৪,২০২৫,২০৩১,২০৪২,২০৫৩,২০৫৯,২০৭০,২০৮১,২০৮৭ ও ২০৯৮ (বুধবার)
(৪)২০০০,২০০৫,২০১১,২০২২,২০২৮,২০৩৩,২০৩৯,২০৫০,২০৬১,২০৬৭,২০৭৮,২০৮৯ ও ২০৯৫ (শনিবার)
(৫)২০০৬,২০১৭,২০২৩,২০৩৪,২০৪৫,২০৫১,২০৬২,২০৭৩,২০৭৯ ও ২০৯০ (রবিবার)
(৬)২০০৪,২০০৯,২০১৫,২০২৬,২০৩৭,২০৪৩,২০৫৪,২০৬৫,২০৭১,২০৮২,২০৯৩ ও ২০৯৯ (বৃহস্পতিবার)
(৭)২০১০,২০২১,২০২৭,২০৩৮,২০৪৯,২০৫৫,২০৬৬,২০৭৭,২০৮৩ ও ২০৯৪ (শুক্রবার)
জানুয়ারী মাসের ১ তারিখ শনিবার বলে ২০০০ সাল ও ২০০৫ সালের মধ্যে মিল থাকা উচিত।কিন্তু এ দু বছরের মধ্যে জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসে মিল থাকলেও মার্চ মাস থেকে আর মিল থাকে না।২০০০ সাল লিপইয়ার বলে এরকম ঘটেছে।নিচের ছবিটি দেখুনঃ
আরেকটা মজার ঘটনা হচ্ছে যে,সালগুলো চক্রাকারে ঘুরে।যেমনঃ (১),(২)......(৭)এর ক্ষেত্রে,
(১)৬-১১-১১-৬-১১-১১-৬-১১-১১-৬
(২)১১-৬-১১-১১-৬-১১-১১-৬-১১-১১
(৩)১১-১১-৬-১১-১১-৬-১১-১১-৬-১১
(৪)৬-১১-৬-৫-৬-১১-১১-৬-১১-১১-৬
(৫)১১-৬-১১-১১-৬-১১-১১-৬-১১
(৬)৬-১১-১১-৬-১১-১১-৬-১১-১১-৬
(৭)১১-৬-১১-১১-৬-১১-১১-৬-১১ বছর পরপর একই ক্যালেন্ডার হয়েছে।কি চমৎকার ব্যাপার তাই না!
আমি ২০৯৯ সাল পর্যন্ত হিসাব করলাম।আপনারা ইচ্ছা করলে এর মধ্যে থেকে নতুন জিনিস বের করতে পারেন অথবা ২১০০ সালের পরও হিসাব করতে পারেন।তবে ২১০০ সাল দেখার সৌভাগ্য আমাদের কারো হবে না।তাই সে কাজটা আপনার নাতি/নাতনীর বাচ্চাদের উপরই ছেড়ে দিন।
আপনারা যদি আরও হিসাব করতে চান তাহলে ৯৯৯ বছরের ক্যালেন্ডার ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে।(এ ৯৯৯ বছরের ক্যালেন্ডারটি অন্য এক টিউন থেকে পাওয়া যেটা এখন আর খুঁজে পাচ্ছি না)
আমি পার্থিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অসাধারন জিনিস।
ফ্রী Movie ডাউনলোড করার ভাল একটি সাইট