জিঞ্জিরা টেকবার্তা! বাংলাদেশেই তৈরি হচ্ছে আধুনিক পাজেরো জিপ গাড়ি!!!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

শুনে আশ্চর্য হবেন, কিন্তু আসলেই তাই। বাংলাদেশেই এখন তৈরি হচ্ছে অত্যাধুনিক মডেলের পাজেরো জিপ গাড়ি, তাও ব্যক্তি মালিকানায় (যদিও নকল)। গতকালের একটি পত্রিকা থেকে এ সংবাদটি জানতে পারলাম। ঢাকার মিরপুরের একটি অটোমবিল কারখানায় এই গাড়ি তৈরি হতো। এই কারখানার মালিক গত ১০ বছর যাবত এই নকল গাড়ি তৈরি করে বিক্রি করছিলেন। মাত্র ২৮ লাখ টাকায় সম্পূর্ণ অটোমেটিক এই পাজেরো জিপ তিনি তৈরি করতেন চট্টগ্রাম থেকে যন্ত্রাংশ কিনে এনে। এই পাজেরো দেখে কেউ বুঝতে পারতনা যে এটি একটি নকল গাড়ি। দেখে মনে হত যেন এই মাত্র জাপান থেকে এটি আমদানি করা হয়েছে। যদিও বেরসিক পুলিশ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময় তার এই সল্পমূল্যে পাজেরো গাড়ি তৈরি মেনে নিতে না পেরে গতকাল তাকে গ্রেফতার করেছে। বিস্তারিত জানতে নিচের লিঙ্কটি ঘুরে আসতে পারেন।

নিউজ লিঙ্ক

আমার মনে হয় বাংলাদেশে এরকম অনেকেই আছেন যারা সঠিক পৃষ্ঠপোষকতা পেলে দেশেই সুধুমাত্র গাড়ি কেন, উড়োজাহাজও তৈরি করতে পারবেন।

Level 0

আমি SamuraixBD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

jotil…

Owssssam…

Level 0

super

গাড়ি তৈরী এক জিনিস আর নাট-বল্টু লাগানো আর এক জিনিস । ওরা যা করছে ১০০% খোলা যন্ত্রাংশ জাপান থেকে এনে শুধূমাত্র সংযোজন করছে আর কিছু নয় ! !!

Level 2

erokom public deshe aro thaka dorkar :p cost sufficient !

Level 2

যদিও বেরসিক পুলিশ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময় তার এই সল্পমূল্যে পাজেরো গাড়ি তৈরি মেনে নিতে না পেরে গতকাল তাকে গ্রেফতার করেছে।

Level 0

পুলিশ গ্রেফতার করছে তাদের কমিশন এর জন্য……….

Level 0

🙂 মন্তব্যের জন্য সবাইকে ধন্যবাদ।

আমি আমার ব্যাক্তিগত পক্ষ থেকে গাড়ী প্রস্তুত কারক কে ধন্যবাদ জানাই। আমাদের দেশের সরকারের রাজনৈতিক সার্থের জন্য এই সব মেধাবী দের কদর করা হয় জেলে নিয়ে। আমরা নিজেরাই যদি তৈরী করতে পারি এর চেয়ে সুখের খবর আর কি হতে পারে। আর সব চেয়ে বড় কথা হল গাড়ীর সকল পারটস যদি জাপান থেকে আনা হয়ে থাকে গাড়ী টা তো অরিজিনাল জাপানই হল। শুধু পার্থক হল, আস্ত গাড়ীটা জাপান থেকে না এনে পারটস এনে আমারা গাড়ী আমরা সেট করে নিচ্ছি। দামও কম পরবে। কোথাই ২৮ লাখ, আর ৫০-৫৫ লাখ। এদের লাইসেন্স এর ব্যাবস্থা করা উচিত। দুঃখের কথা হলো তাদের লাইসেন্স দারি করাপ্টেড বলে জেলে নেয়া হচ্ছে। এদের না আটকালে তো আমাদের আত্নীয় ভারত নাখোশ হবে। আমরা তো আছি নিজেদের দেশটাকে ধংস করে আত্নীয়তা রক্ষা করতে। তবে ভারতের যে বাইক আমরা ১,৫০,০০০/= বা দুইলাখ টাকা দিয়ে কিনছি তা কেনার ইচ্ছে আছে। যা ভারতে বিক্রি হয়া 50,000 রুপী যার বাংলা টাকা 72,062.9। আমাদের কিনতে হচ্ছে ডাবল টাকা দিয়ে। এক টার টাকা দিয়ে দুইটা কিনতে পারতাম।

    Level 2

    @বাধঁন: আমি বুঝিনা উপর মহলে কারা আছে!!!
    আপনি যেমন বুঝেন আমিও বুঝি কিন্তু ঘটনা উলটা ঘটে কেন????

    Level 0

    @বাধঁন: 🙂 ধন্যবাদ।

আমি মনে করি তাদের পৃষ্ঠা পোষকতা দেওয়া উচিত। বেহুদা না আটকে রেখে।

Level 0

are vai, ashob gari jodi bangladeshei toiri othoba assembling hoy tahole gairta amdani korar sathey jara jorito,( montri, amla) ader commission ta ke dibe suni.

Level 0

are vai, ashob gari jodi bangladeshei toiri othoba assemble hoy tahole gairta amdani korar sathey jara jorito,( montri, amla) ader commission ta ke dibe suni.

Level 0

আমি আমার ব্যাক্তিগত পক্ষ থেকে গাড়ী প্রস্তুত কারক কে ধন্যবাদ জানাই। আমাদের দেশের সরকারের রাজনৈতিক সার্থের জন্য এই সব মেধাবী দের কদর করা হয় জেলে নিয়ে। আমরা নিজেরাই যদি তৈরী করতে পারি এর চেয়ে সুখের খবর আর কি হতে পারে। আর সব চেয়ে বড় কথা হল গাড়ীর সকল পারটস যদি জাপান থেকে আনা হয়ে থাকে গাড়ী টা তো অরিজিনাল জাপানই হল। শুধু পার্থক হল, আস্ত গাড়ীটা জাপান থেকে না এনে পারটস এনে আমারা গাড়ী আমরা সেট করে নিচ্ছি। দামও কম পরবে। কোথাই ২৮ লাখ, আর ৫০-৫৫ লাখ। এদের লাইসেন্স এর ব্যাবস্থা করা উচিত। দুঃখের কথা হলো তাদের লাইসেন্স দারি করাপ্টেড বলে জেলে নেয়া হচ্ছে। এদের না আটকালে তো আমাদের আত্নীয় ভারত নাখোশ হবে। আমরা তো আছি নিজেদের দেশটাকে ধংস করে আত্নীয়তা রক্ষা করতে। তবে ভারতের যে বাইক আমরা ১,৫০,০০০/= বা দুইলাখ টাকা দিয়ে কিনছি তা কেনার ইচ্ছে আছে। যা ভারতে বিক্রি হয়া 50,000 রুপী যার বাংলা টাকা 72,062.9। আমাদের কিনতে হচ্ছে ডাবল টাকা দিয়ে। এক টার টাকা দিয়ে দুইটা কিনতে পারতাম।
akdom akmot………………..@বাধঁন vi r shate…………

আগিয়ে জাও জিঞ্জিরা, থেমে জাও পুলিশ ভাই। ওকে উৎসাহ দাও।