CCNA অভিযান :: নেটওয়ার্কিং এ ক্যারিয়ার করতে আগ্রহী, শুধু তাদের জন্য – নেটওয়ার্ক পরিচিতি [অভিযান-০২]

টিউন বিভাগ নেটওয়ার্কিং
প্রকাশিত
জোসস করেছেন

সিসিএনএ অভিযান

নেটওয়ার্ক কি?

একটি কম্পিউটার যখন এক বা একাধিক কম্পিউটারের সাথে সংযুক্ত হয়ে তথ্য আদানপ্রদান করে তখন থাকে নেটওর্য়াক বলে। নেটওর্য়াক করার জন্য ন্যূনতম দুটি কম্পিউটার প্রয়োজন।

নেটওয়ার্কের প্রকারভেদ :

নেটওয়ার্কে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়।

  1. LAN
  2. MAN
  3. WAN
  • Local Area Network (LAN): একই বিল্ডিং এর মাঝে অবস্থিত বিভিন্ন কম্পিউটার নিয়ে গঠিত নেটওয়ার্রকে লোকাল এরিয়া নেটওয়ার্ক  বলে। এই নেটওয়ার্ক এর ডাটা ট্রান্সফার গতি ১০এমবিপিএস। এই নেটওয়ার্ক এ ব্যবহিত ডিভাইসগুলো হলো রিপিটার, হাব, নেটওয়ার্ক ইন্টারফেস ইত্যাদি।
  • Metropolitan Area Network (MAN) : একই শহরের মধ্যে অবস্থিত কয়েকটি ল্যানের সমন্বয়ে গঠিত ইন্টারফেসকে বলা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক । এ ধরনের  নেটওয়ার্ক ৫০-৭৫ মাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে। এই নেটওয়ার্কর ডাটা ট্রান্সফার স্পিড গিগাবিট পার সেকেন্ড। এ ধরনের নেটওয়ার্ক এ ব্যবহিত ডিভাইস গুলো হলো রাউটার, সুইজ, মাইক্রোওয়েভ এন্টেনা ইত্যাদি।
  • WAN(Wide Area Network) : দূরবর্তী ল্যানসমূকে নিয়ে গড়ে উঠা নেটওয়ার্ককে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলে। এ ধরনের নেটওয়ার্ক এর ডাটা ট্রান্সফার স্পীড ৫৬ কেবিপিএস থেকে ১.৫৪৪ এমবিপিএস। ওয়্যানের গতি ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। এ ধরনের নেটওয়ার্কে ব্যবহিত ডিভাইসগুলো হলো রাউটার, মডেম, ওয়্যান সুইজ ইত্যাদি।

টপোলজি :

একটি নেটওয়ার্কে কম্পিউটারগুলো কিভাবে সংযুক্ত আছে তার ক্যাটালগকেই টপোলজি বলে । নেটওয়ার্ক ডিজাইনের ক্ষেত্রে টপোলজি বিশেষ ভূমিকা রাখে। টপোলজি বিভিন্ন ধরনের হতে পারে যেমন- বাস টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি,মেশ টপোলজি ইত্যাদি।  নীচে বিভিন্ন টপোলজিগুলো দেওয়া হলো:

নেটওয়ার্ক ক্যাবল :

এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের ডাটা পাঠানোর জন্য যে ক্যাবল ব্যবহার করা হয় থাকেই নেটওয়ার্ক ক্যাবল বলে ।

নেটওয়ার্কিং করার জন্য বিভিন্ন ধরনের ক্যাবল ব্যবহার করা হয় । যেমন:

  1. কোএক্সিয়াল ক্যাবল
  2. ট্যুইস্টেড পেয়ার ক্যাবল
  3. ফাইবার অপটিক ক্যাবল
  4. প্যাচ ক্যাবল
  5. ইন্টারনেট ক্রসওভার ক্যাবল
  • কোএক্সিয়াল ক্যাবল :

লোকাল এরিয়া নেটওয়ার্কে কোএক্সিয়াল ক্যাবল ব্যবহার করা হয়। কোএক্সিয়াল ক্যাবল বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন- ৫০ওহম(আরজি-৮, আরজি-১১ আরজি-৫৮), ৭৫ ওহম(আরজি-৫৯) এবং ৯৩ ওহম(আরজি-৬২)। এ ক্যাবলের দাম অনেক কম। তামার তৈরি বলে ইএমআই সমস্যা রয়েছে।

  • ট্যুইস্টেড পেয়ার ক্যাবল

ট্যুইস্টেড পেয়ার ক্যাবল দুই দরনের হয়ে থাকে।

  1. শিল্ডেড ট্যুইস্টেড পেয়ার ক্যাবল
  2. আনশিল্ডেড ট্যুইস্টেড পেয়ার ক্যাবল
  • শিল্ডেড ট্যুইস্টেড পেয়ার ক্যাবল

শিল্ডেড ট্যুইস্টেড পেয়ার ক্যাবলে প্রতিটি ট্যুইস্ট জোড়া থাকে একটি করে শক্ত আচ্ছাদনের ভেতর। ফলে ইলেকট্রিক ইন্টারফের‌্যান্স অনেক কম থাকে। এই ক্যাবলের ডাটা ট্রান্সফার স্পীড ৫০০ এমবিপিএস হয়ে থাকে।

  • আনশিল্ডেড ট্যুইস্টেড পেয়ার ক্যাবল

আনশিল্ডেড ট্যুইস্টেড পেয়ার ক্যাবলে পেয়ারের বাইরে অতিরিক্ত কোন শিল্ডিং থাকে না কেবল বাহিরে একটি প্লাষ্টিকের জেকেট থাকে। এই ক্যাবলের ডাটা ট্রান্সফার রেট ১৬ এমবিপিএস।

  • ফাইবার অপটিক ক্যাবল

এই ক্যাবলে তামার তারের চেয়ে কাচকে মিডিয়া হিসেবে ব্যবহার করা হয়েছে। ফলে ইলেকট্রো ম্যাগনেটিক ইন্টারফের‌্যান্স নেই। এই ক্যাবলের ডাটা ট্রান্সমিসন স্পীড অনেক বেশী। ফাইবার অপটিক ক্যাবল দুই ধরনের হয়ে থাকে। সিঙ্গল মোড ফাইবার এন্ড মাল্টিমোড ফাইবার। এই প্রধান অসুবিধা হলো দাম অনেক বেশী এবং ইনস্টল করা কঠিন।

রিপিটার:

রিপিটার হলো এমন একটি ডিভাইস যা সিগন্যালকে এমপ্লিফাই করার জন্য ব্যবহার করা হয়। ১৮৫ মিটার দূরত্ব অতিক্রম করার আগেই আপনি একটি রিপিটার ব্যবহার করে সেই সিগন্যালকে এমপ্লিফাই করে দিলে সেটি আরো ১৮৫ মিটার অতিক্রম করতে পারে। এটি কাজ করে ওএসআই মডেল এর ফিজিক্যাল লেয়ারে।

হাব

হাব হলো একাধিক পোর্ট বিশিষ্ট রিপিটার। এটি কাজ করে ইলেকট্রিক সিগন্যাল নিয়ে। নেটওয়ার্ক এড্রেস কিংবা নেটওয়ার্ক এডাপ্টারের ম্যাক এড্রস নিয়ে হাবের মাথাব্যাথা নেই। এটিও কাজ করে ওএসআই মডেল এর ফিজিক্যাল লেয়ারে।

ব্রিজ

ব্রিজ এমন একটি ডিভাইস যা একাধিক নেটওয়ার্ক সেগমেন্টকে যুক্ত করে থাকে।  এটি প্রতিটি সেগমেন্ট বিভিন্ন ডিভাইসের হিসেব রাখার জন্য ব্রিজিং টেবিল তৈরি করে। ইহা ওএসআই মডেল এর ডাটালিংক লেয়ারে কাজ করে।

সুইজ

সুইজ হলো একাধিক পোর্ট বিশিষ্ট ব্রিজ।ইহা প্রতিটি নোডের ম্যাক এড্রেস এর তালিকা সংরক্ষন করে। ইহা ওএসআই মডেল এর ডাটালিংক লেয়ারে কাজ করে।

রাউটার

এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডাটা পাঠানোর পদ্ধতিকে বলা হয় রাউটিং। আর রাউটিং এর জন্য ব্যবহুত ডিভাইস হলো রাউটার। ইহা ওএসআই মডেল এর নেটওয়ার্ক লেয়ারে কাজ করে।

গেটওয়ে

বিভিন্ন ধরনের নেটওয়ার্কসমূহকে যুক্ত করার জন্য ব্যবহিত ডিভাইসটি হলো গেটওয়ে। ইহা প্রটোকলকে ট্রান্সলেশন করে থাকে। ইহা ওএসআই মডেল এর ৭ লেয়ারেই কাজ করে।

বি: দ্র: নেগেটিভ মন্তব্য থেকে বিরত থাকুন। ভাল লাগলে জানাবেন। পরবর্তী টিউন ওএসআই মডেল এবং সাবনেটিং। সবার জন্য শুভ কামনা ।

সবার জন্য শুভ কামনা থাকল। কোন কিছু জানার আগ্রহ থাকলে মেইল করতে পারেন:

  • titasce(Google Talk)
  • titasce(Windows Live Messenger)
  • titasce(Skype)
  • titasce(Yahoo! Messenger)
  • titasce(Twitter)
  • titasce(Orkut)

Level 2

আমি তিতাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তিতাস একটি নদীর নাম ............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

be countinu….

অনেক ধন্যবাদ তিতাস ভাই।

ভালো হয়েছে। চালিয়ে যান…………

Level 2

ভালই হল, চালিয়ে যান…………ধন্যবাদ।

lan-এর বিস্তারিত জানতে চাই। চালিয়ে গেলে উপকৃত হব।

Level 0

দারুন হয়েছে , চালিয়ে যান……………… থামবেন না। আমিও ccna করছি, অনেক উপকারে লাগবে ।

    আপনার উপকারে আসলেই আমার টিউন করা সার্থক হবে।

Level 0

bhai khub darun hoise chaliye jaan…………….

বি: দ্র: নেগেটিভ মন্তব্য থেকে বিরত থাকুন….অসাধারণ একটি টিউন করেছেন……নেগেটিভ মন্তব্য কেন আসবে??? আপনার টিউনের অপেক্ষায় রইলাম…

CCNA করেছি ২ বছর আগে…আপনার টিউন পড়ে নতুন করে CCNA পড়া Start করলাম… ধন্য বাদ

    ভয়ে ছিলাম ভাই। কমেন্টারা যেভাবে কমেন্ট করে মাঝে মাঝে কিছু টিউন পড়ে মাথা নষ্ট হয়ে যায়, যে ধরনের টিউনই হোক যে টিউনটি করে তার কিন্তু কিছু সময় দিতে হয় তার টিউনের জন্য, আর তার আউটপুট যদি জিরো হয় তাহলে অনেক টিউনার টিউন করতে আগ্রহ হারিয়ে ফেলে কিন্তু আমার টিউন দেখলাম সবগুলো পজেটিভ কমেন্ট, দেখে ভাল লাগল। আমার পরবর্তী টিউন গুলো অতি তাড়াতাড়ি পোষ্ট করব । ভাল থাকবেন।

Level 0

ভাই, আপনার টিউনগুলা দারুণ হচ্ছে, চালিয়ে যান। আমার একটা জিজ্ঞসা ছিল, ওয়েবসাইট ফিল্টার করার কোন সফটওয়্যার বা ডিভাইস কি আছে? মানে ইন্টারনেট ইউসাররা সিলেক্টেড কয়েকটা ওয়েবসাইট ছাড়া অন্য কোন ওয়েবসাইট ভিজিট করতে পারবে না, ISA Server দিয়ে হয়, কিন্তু Configuration অনেক ঝামেলার আবার Domain Server ও লাগে, এখনকার Router গুলাতে Parental Control অপশন থাকে এবং ওইটা দিয়া করা অনেক সহজ কিন্তু ইউসার ৪-৫ জনের বেশি হলে আর কাজ করে না। এই দুইটা ছাড়া কোন সফটওয়্যার বা কোন ডিভাইস কি আছে যা দিয়ে ওয়েবসাইট ফিল্টার করা যাবে? ধন্যবাদ।

    Emil ভাই এই কাজ এর খুব সহজ একটি সমাধান আছে। k9webprotection নামে একটি সফটওয়্যার আছে একটি ইমেইল এ্যাড্রেস এর জন্য একটি পাসওর্ড ফ্রী প্রভাইড করে সাইটি। আমার অফিসে প্রায় ৭০ টি পিসি কোন প্রবলেম ছাড়াই চলছে। সময় পেলে সফটওয়ারটি নিয়ে একটি টিউন করবো ভাবছি।

    Level 0

    আপনি কি ৭০ টা ইমেইল এড্রেস দিয়ে ৭০ টা License key নিয়েছেন? তারপর ৭০ জন ইউজারকে এই ৭০ টা License key দিয়ে k9webprotection নামক একটা সফটওয়্যারে এড করছেন? এই সফটওয়্যারটা একটা কম্পিউটারে ইন্সটল করে ৭০ টা পিসি ওই কম্পিউটারের সাথে কানেক্ট করেছেন? ভালো তো। এটা দিয়ে কি ইউজাররা কি করছে টা Real Time মনিটরিং করা যায়? ধন্যবাদ।

সোজা প্রিয় টিউনসে।ইনশাআল্লাহ্‌ পরীক্ষা শেষ হলে মনোযোগ সহকারে পড়ে নিব।ধন্যবাদ কষ্ট করে লেখার জন্য।

    ওকে ভাই এখন স্টাডি করেন। টিউন পরেও পড়া যাবে। রিজাল্ট কিন্তু খুব ভাল শুনতে চাই। কেমন

ভাই টিউন অনেক ভাল হয়েছে। দেখি জিনিসগুলো একটূ মনে রাখতে পারি কিনা। তবে অনেকগুলো ব্যাপার আগে থেকে জানি।

ও আচ্ছা ম্যাক এড্রেস কি জিনিস তার ব্যাপারে টিউনে একটা ব্যাখ্যা দিতে পারেন । না হলে অনেকে এইটারে এ্যাপলের ম্যাক ধইরা বসব।

আমি যে টুকু জানি তা হল ম্যাক এড্রেস হল একটি ডিভাইসের হার্ডওয়ারের এড্রেস। সহজভাবে বললে আমরা যে অনেক সময় সময় ব্লুটুথ কানেকট করি তখন কোন ডিভাইস পাইলে লেখা এ জাতীয় লেখা উঠে 6c:4b:9d:5a … এরকম এইটা হইল ম্যাক এড্রেস। মানে হার্ডওয়ারের ঠিকানা। এভাবে প্রতিটা হার্ডওয়ারের ভিন্ন ভিন্ন ম্যাকএড্রেস থাকে। যার জন্য কম্পিউটার প্রতিটি ডিভাইসকে আলাদা আলাদাভাবে চিনতে পারে। অনেক পন্ডিতি করলাম। কিছু মনে লইয়েন না। কীবোর্ড পাইলে খালি লেখতে ইচ্ছা করে। বাই । ঘুমাতে যাই।

    পন্ডিতি না ভাই আপনি সঠিক কথাই বলেছেন। আসলে ম্যাক হলো মিডিয়া একসেস কন্ট্রোল এড্রেস। প্রত্যেক ল্যান কার্ডের একটি নিদির্ষ্ট ম্যাক এড্রেস থাকে । ম্যাক এড্রেস ৪৮ বিটের হয়ে থাকে। এই ৪৮ বিট আবার ২৪ বিট করে ২ভাগে ভাগ করা থাকে। ২৪ বিট ব্যবহার করা হয় যে কম্পানী এই ল্যান কার্ডটি তৈরী করেছেন তাদের তথ্য আর ২৪ বিটে থাকে নিউমেরিক ডাটা।

    Level 0

    যদি লিখতে ইচ্ছে করে তাহলে লিখতে থাকেন। কারণ একবার লিখায় ভাটা পড়ে গেলে আর লিখতে মন চাইবে না। তখন তা যতই প্রয়োজনীয় হোক না কেন।

তিতাস, আপনি https://www.techtunes.io/webware/tune-id/36249/ এই টিউনটি অনুসরণ করে আপনার প্রোফাইল পিকচার পরিবর্তন করতে পারবেন আর আপনার টিউন গুলো চেইনটিউনে সংযুক্ত হচ্ছে। ধন্যবাদ।

Level 0

valo hoyse.

Level 0

Khob Valo.. R O Jante Chi….. Thank U.

তিতাস আপনি যে ইমেইল এড্রেস ব্যবহার করে টেকটিউনসে রেজিস্ট্রেশন করেছেন অর্থাৎ [email protected] ব্যবহার করে gravatar -এ ও রেজিস্ট্রেশন করুন। আর আপনার এই ইমেইল অর্থাৎ [email protected] এর আন্ডারে আপনার পছন্দের প্রোফাইল পিকচার দিন। অর্থাৎ [email protected] টি আইডি হিসেবে ব্যবহৃত হয়ে gravatar থেকে Techtunes এ আপনার পিকচার টি ব্যবহার করবে/দেখাবে। অর্থাৎ টেকটিউনসে আর গ্রভাটার -এ একই ইমেইল এড্রেস দিয়ে রেজিস্ট্রশন করতে হবে।

আর আপনার সিসিএনএ এর উপর টিউন গুলো খুবই ভাল হচ্ছে চালিয়ে চান। আপনার টিউন গুলো চেইন টিউনে সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ প্রতিটি পর্ব একটির সাথে আরেকটি কানেক্টেড থাকবে।

ধন্যবাদ।

    মেহিদী ভাই ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার জন্য । আমার পরবর্তী টিউন গুলো অতি তাড়াতাড়ি পোষ্ট করব । ভাল থাকবেন, সব সময়।

নেটওয়ার্কিং নামে নতুন বিভাগ করা হয়েছে। আপনি আপনার পরবর্তি টিউন গুলো 'নেটওয়ার্কিং' বিভাগে লিখুন। ধন্যবাদ।

ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর টিউন করার জন্য…….পরবতী টিউনের অপেক্ষায় রইলাম

vai nice hoiche, be continue

Level 0

খুব ভাল লাগছে যে CCNA এর অনেক কিছু জানতেছি
ভাইয়া একটা কাজ করলে আমাদের মনে হয় ভাল হয় সেটা হচ্ছে যখন ইংলিশ টারম লিখবেন বাংলাতে লিখার পাসাপাসি ইংলিশ এ লিখলে, যাহোক ভাইয়া খুব ই উপকৃত হলাম টিউন পড়ে।

thanks mr titash, lets go……

দারুন

Awesome…Continue…….

Level 0

ami akta ccna course korte chachi….. kivabe Kothay korte pari janaile upokreto hoitam………………([email protected])

Level 0

vai apna ke donno bad

ভালো খুব ভালো।

অতি চমৎকার। বাহ!

Level 2

তিতাস ভাই, আমার সিসিএনএ শিখার শখ অনেক আগে থেকে। আপনার টিউন দেখে খুব ভাল লাগছে…. ধন্যবাদ…

Level 2

সিসকো রাউটার সেটআপ মানে কি… নেটওয়ার্ক ট্রপোলজি কিভাবে হবে সেটা ডিজাইন করা?