বেস্ট ভার্চুয়াল রাউটার MyPublicWiFi | Connectify, mHotspot এর বেস্ট আলটারনেট ! (Windows)

বলতে গেলে প্রায় সবাই জানি, এখন ভার্চুয়াল রাউটার এপ কী এবং এগুলোর কাজ। তবে যারা জানেন না তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট ডিস্ক্রিপশন দিলাম, এসব এপগুলো ঠিক ওয়াইফাই রাউটার (টিপিলিংক, নেটগীয়ার, টেঙ্গা) গুলোর মতই কাজ করে। তবে এটি এক্সটার্নাল হার্ডওয়ার ব্যবহার না করে আপনার পিসি বা ল্যাপটপ এর হটস্পট বা ওয়াইফাই এডাপ্টার গুলোর সাহায্যে নেটওয়ার্ক হটস্পট তৈরি করে।

বর্তমানে ওইন্ডোজ এবং ম্যাক ল্যাপটপ বা পিসির জন্য বেশকটি ইন্টারনেট শেয়ারিং হটস্পট এপ এককথায় ভার্চুয়াল রাউটার অ্যাপ্লিকেশন রয়েছে। তবে বেশিরভাগ ই ঠিকমতো কাজ করেনা। একটার এডাপ্টার ড্রাইভার পায়না, একটার হটস্পট ক্রিয়েট হলেও ইন্টারনেট শেয়ার হয়না। আর যদি সবগুলোই ঠিকমতো হয়। শেষমেশ দেখা যায় এপটা ফ্রী না।

কথা হচ্ছে আমাদের মতো উন্নয়ন দেশে যেখানে মাস্টারকার্ড পাওয়া এবং রিচার্জ করা ঝামেলা সাপেক্ষ সেদেশের মানুষের জন্য প্রিমিয়াম কোন এপ কেনা কতটা বিরক্তিকর তা বুঝবে কে।

কিছু অন্য এপ এর উপলব্দ সমস্যাঃ

Connectify এ শুধুমাত্র Ethernet ফীচারটি ফ্রী ভার্সন এ তে ইউজ করা যায়। বাকি সব যেমন Modem, Dial-Up কানেকশন ফ্রী ভার্সন এ ইউজ করা যায়না। আবার অনেক ইউজার কাছ থেকে একটু পর পর হটস্পট বন্ধ হয়ে যাবার কমপ্লেন শুনছি।

mHotspot ফ্রী হলেও এতে বেশ কিছু সমস্যা রয়েছে। " নেটওয়ার্ক এডাপ্টার " ড্রাইভার এ সমস্যা, হটস্পট চালু হলেও ইন্টারনেট চলেনা।

আচ্ছা এসব বাদ দিই, যে অ্যাপ্লিকেশন নিয়ে কথা সেটায় ই আসি।

MyPublicWiFi হচ্ছে সেই ভার্চুয়াল রাউটার এপ। তবে বলতে পারেন অন্যসব এপ এর মতো হলে কেন ইউজ করবেন ?

উত্তর হচ্ছে প্রথমত MyPublicWiFi সম্পুর্ন ফ্রী এপ এবং আমি ইউজ করা কালে এ যাবত ৪ মাসে কোন ড্রাইভার জনিত সমস্যা পাইনি। এবার আসি ডাওনলোড এর পালায়।

MyPublicWiFi ডাওনলোড করতে নিচের আইকন এ ক্লিক করুনঃ

MyPublicWiFi Connectify, mhotspot এর অন্যান্য ভার্চুয়াল রাউটার নিয়ে কোন মতামত থাকলে টিউনমেন্ট এ জানাতে পারেন।

আশা করছি রিভিউটি আপনাদের ভাল লেগেছে 

Level 0

আমি Farhaan Hridoy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনস থেকে আপনার টিউনের নীতিমালা ভঙ্গের বিষয় সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সম্পাদনার মাধ্যমে আপনার টিউনটিকে টেকটিউনস নীতিমালার অধীনে নিয়ে আসা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস নীতিমালা মেনে চলার জন্য অনুরোধ করা হল।

টেকটিউনস দ্বারা সংশোধিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার নীতিমালার ভঙ্গের বিষয় অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।