
"আসসালামু আলাইকুম" আশা করি আপনারা আল্লাহ্র রহমতে ভালই আছেন। আবারো আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টিউন নিয়ে।আশা করছি আপনাদের ভাল লাগবে। টেকটিউনস কে ধন্যবাদ আমাকে আবারো টিউন করার সুযোগ দেওয়ার জন্য। কোন ভুল হলে ক্ষমা করবেন। আমার টিউন শুরু করছি।
অবিশ্বাস হলেও সত্যি যে মাইক্রোসফট আমাদের জন্য যে কত বড় রিসোর্স করে দিয়েছেন তাও আবার ফ্রী, সেটা আপনি বাস্তবে দেখলে বুঝবেন। যাদের বাসায় হাই-কনফিগারেশন কম্পিউটার নেই তাদের জন্য বলছি। বিশেষ করে আমরা যারা নেটওয়াকিং বা সফটওয়্যার নিয়ে পড়া শুনা করি তাদের জন্য অসাধারন। কারন আমাদের কম্পিউটার না থাকার কারনে সার্ভার অনেক ব্যবহারিক কাজ করতে পারি না।আর থাকলেও যে কনফিগারেশন থাকে তা দিয়ে ভাল কাজ করা যায় না।আর আমরা যখন কোন কাজ ব্যবহারিক করতে যাই তখন অনেক রকম সমস্যা হয় যা কম্পিউটার আবার সেটআপ করার মত হয়। তাই আপনার যদি একটা উইন্ডোজ কোন অ্যাকাউন্ট (Live or Outlook or msn mail account) থাকে তাহলে আপনি এই রিসোর্স গুলো সঠিক ভাবে ব্যবহার করতে পারবেন।

মাইক্রোসফট ভি-ল্যাব কি কি পাবেন ঃ
১. ভি-ল্যাব যে কোন অপারেটিং সিস্টেম ইন্সটল সুবিধা (মাইক্রোসফটের)।
২. পাবেন আপডেট জিওন প্রসেসর সাথে ৪ জিবি র্যাম।
৩. একসাথে ৫ টি কম্পিউটার (১ টি উইন্ডোজ ৮.১ প্রফেশনাল, ৪ টি সার্ভার কম্পিউটার)। শুধু উইন্ডোজ সার্ভার জন্য।
৪. পাবেন যে কোন উইন্ডোজ রিসোর্স ইন্সটল ও ব্যবহার করা।
তবে শর্ত থাকে যে আপনি মাত্র ২ ঘণ্টা প্রাকটিস করতে পারবেন একবার লগইন করে (উইন্ডোজ সার্ভার জন্য)। আর আগের বার যে কাজ শেষ করবেন তা পরবর্তী বার লগইন করলে পাবেন না। কারন মাইক্রোসফট আপনাকে প্রতি লগইন নতুন কম্পিউটার প্রদান করে। আপনি পাবেন ৫ টা ম্যাসিন (কম্পিউটার) যা আপনার ব্যবহারিক করতে অনেক কাজে দিবে। শুধু প্রয়োজন ভালো ইন্টারনেট কানেকশন।
প্রথমে আপনাকে এই লিঙ্ক যেতে হবে। তার পর আপনাকে সাইনআপ করে নিতে হবে (উপরে উল্লেখিত উইন্ডোজ অ্যাকাউন্ট দিয়ে)।

তার পর উপরের ছবির মত ওয়েব সাইট আসবে। তার পর আপনাকে ল্যাব সিলেক্ট করে নিতে হবে। নিচের ছবির মত

এক কথায় আপনি কি কি চান। যে সেবা গুলো ব্যবহার করতে চান সে গুলো সিলেক্ট করে নিতে হবে। তার পর সেই ল্যাবের মধ্যে কি কি ইন্সটল করবেন তা দেখে দিতে হবে। নিচের ছবির মত। আমি উইন্ডোজ সার্ভার ২০১২ ইন্সটল করে নিয়েছি। আপনি এই লিস্ট থেকে যেটা প্রয়োজন সেটা ইন্সটল করে নিতে পারেন। অনেক রিসোর্স আছে।

ইন্সটল করে এভালুয়েশন/ এক্সপেরিয়েন্স ক্লিক করে আপনার ল্যাব চলে যান। দেখুন আমি একটা ইন্সটল করেছি যা নিচে দেখা যাচ্ছে। আপনারটা এই রকম দেখা যাবে।

তার পর ল্যাব ক্লিক করে আপনার ইন্সটল করা রিসোর্স ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত কম্পিউটার চলে আসবে তবে ল্যাব লাঞ্চ করার পর। আপনি একটু অপেক্ষা করলে নিচের মত একটা ট্যাব আসবে সেখানে লাঞ্চ ট্যাব ক্লিক করেলে আপনার কম্পিউটার চালু হবে।

আপনার কম্পিউটার রেডি। আরও অনেক কিছু আছে যা এই টিউনে একসাথে লিখলে অনেক বড় টিউন হবে তাই আর লেখা হল না। তবে আপনি ভিডিও টা দেখলে হয়ত ভালো বুঝতে পারবেন। না বুঝলে মেইল করতে পারেন।
অনেক অনেক সুবিধা যা আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন। আপনাদের সুবিধার জন্য ভিডিও দিয়ে দিলাম বুঝতে সমস্যা হলে টিউন করবেন।
আজ এই পর্যন্ত আবার নতুন টিউটোরিয়াল নিয়ে আসব। সে পর্যন্ত আপনি ভালো থাকুন ও সুস্থ থাকুন এবং আমাদের ওয়েব সাইট ও ভিডিও চ্যানেল সাথে থাকুন।
ভিডিও লিঙ্ক : Mplus IT
গ্রুপ লিঙ্ক : Mplus IT
আমি মোনারুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ভাই, সুন্দর টিউন উপহার দেয়ার জন্য।