নেটওয়ার্কিং বা ইন্টারনেট নেটওয়ার্কিং: মাইক্রোটিক রাউটার কনফিগারেশন(Mikrotik Bangla Tutorial)-03

সম্মানিত পাঠক। আজকে মাইক্রোটিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কনফিগারেশন নিয়ে আলোচনা করবো।
সেটি কি? সেটি হলো: ধরুন আপনি একটি অফিসে নেটওয়ার্ক বা সিস্টেম ইন্জিনিয়ার টিউনে জব নিয়েছেন। আর আপনার অফিসের আইএসপি পরিবর্তন হবে মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার পরিবর্তন হবে। তখন আপনাকে বলা হলো যে আইএসপি থেকে আপনাকে একটি /৩০ ব্লকের শুধু আইপি দেয়া হয়েছে। এখন আপনাকে মাইক্রোটিকে কনফিগারেশন করে ইন্টারনেট পাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। তখন আপনাকে যে কনফিগারেশন করতে হবে তারই বিষয়ে আজকের টিউটিরিয়াল।এখানে একটা জিনিস কিন্তু ক্লিয়ার যে শুধু আইএসপি পরিবর্তন হবে; মানে আপনার ল্যান সাইডের কনফিগারেশনে কোনও পরিবর্তন আসবে না। শুধু আপলিং বা আইএসপি এর সাথে আপনার মাইক্রোটিক সার্ভারের কানেকশন বা ইন্টারনেট অ্যাকসেস বিষয়ে আপনাকে কাজ করতে হবে। এর পর ন্যাটিং করলেই আপনার লোকাল সব হোস্ট ইন্টারনেট পেয়ে যাবে। অথবা একই ইন্টারফেসে কাজ করলে বা ওপেন ন্যাট করা থাকলে আর নতুনভাবে ন্যাটিং করা লাগবেনা; আগের ন্যাটিংয়েই ইন্টারনেট পেয়ে যাবে।

তবে আজকে গ্রাফিক্যাল মোডে নয় কমান্ড মোডে কনফিগারেশন দেখবো। তো দেখা যাক বিস্তারিত বিষয়টি।
আপনাকে আইএসপি থেকে দেয়া আইপিটি হলো: ৪0.১১2.২২2.৪/৩০। আর কিছুই বলে দেয়নি। তার মানে আপনাকে নিজেই বের করতে হবে মেইন আইপি এবং গেইটওয়ে আইপি টা। আশাকরি উপরের ব্লকটা দেখলেই বাকিগুলো এমনি বের করতে পারবেন। আর যারা না পারবেন তাদের জন্য পরের কোনও টিউটোরিয়ালে সাবনেটিং নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

Network Block: 40.112.222.4/30

IP: 40.112.222.6/30

Gateway: 40.112.222.5


দেখুন কমান্ড লাইনে আইএসপি সাইড কনফিগারেশন এর বিস্তারিত। এখন আমরা মাইক্রোটিকে লগইন করে হাতের বামে New terminal এ ক্লিক করে কমান্ড লাইনে কাজ করার উপযোগী করে নিবো।
প্রথমে আমরা ইন্টারফেস চয়েস করে নিতে হবে অর্থাৎ আইএসপি থেকে ফিজিক্যাল কানেকটিভিটি টি যে পোর্টে বা ইন্টারফেসে লাগানো হযেছে সেটিকে আমারা মার্ক করে নিবো নিমোক্ত কমান্ড দিয়ে। ফলে আমাদের কাজ করতে সুবিধা হবে।

/interface ethernet
set [ find default-name=ether1 ] name=ether1-Uplink
set [ find default-name=ether2 ] name=ether2-LAN
এখানে ইথার ১ এ আইএসপি লাইনটি লাগবে এবং ইথার ২ তে আপনার লোকালের কাজ করতে হবে।

এরপর আমরা  আইএসপি থেকে দেয়া আইপি টি অ্যাসাইন করা দেখবো। এজন্য New terminal আবার নিচের মত করে কমান্ড চালাতে হবে।

/ip address
add address=40.112.222.6/30 interface=ether1-Uplink network=40.112.222.4

এখন আমরা ডিএনএস বসানো শিখবো। ডিএনএস আপনাকে আইএসপি থেকে দিয়ে দিবে। আর যদি না দেয় তাহলে গুগলের ওপেন ডিএনএস বসাতে পারেন। ধরুন এখানে আইএসপি থেকে দেয়া ডিএনএস টি হলো: ১০৩.২5.155.4 আর ওপেন ডিএনএস হলো: ৮.৮.৮.৮
/ip dns
set allow-remote-requests=yes servers=103.25.155.4,8.8.8.8

এখন আমরা রাউট কনফিগারেশন দেখবো। রাউটিং জিনিসটা খুবই গূরুত্বপূর্ণ ইন্টারনেট জগতে। মানে আপনাকে ইন্টারনেটের পথটা তেরি করে দিতে হবে। আর এটি করে রাউটিং।ইন্টারনেটের রাউট কনফিগারেশনে সব সময় মনে রাখবেন যে আপনার আইএসপি থেকে দেয়া আইপিটির গেইটওয়ে বসাতে হবে gateway তে এবং ডেস্টিনেশনে ০.০.০.০/০ রাখবেন। নরমালি ডিফল্ট হিসিবে এটাই থাকে তাই মাথা ঘামানো তেমন লাগবেনা।

/ip route
add distance=1 gateway=40.112.222.5

এরপর আমরা ন্যাটিং করা শিখবো। যেটির মাধ্যমে আমার লোকাল সাইডের ইউজার রা গ্রোবালী কানেকটেড হবে বা পরিচিত হবে। আপনি যতক্ষন পর্যন্ত ন্যাট না করবেন ততক্ষন পর্যন্ত আপনার লোকাল হোস্ট এর কেউ ইন্টারনেট পাবে না। তাই এটি অতীব জরুরী।

/ip firewall nat
add action=masquerade chain=srcnat out-interface=ether1-Uplink

ব্যাস আপনি এতটুকু কাজ করলে আপনার ইউজারেরা ইন্টারনেট পাবে ইনশাআল্লাহ। কারণ আপনার ল্যান সাইডের কাজ তো আগেই করা আছে।
আজকে এই পর্যন্ত। এর পরের টিউটিরিয়ালে গ্রাফিক্যাল মোডে সচিত্র কনফিগারেশন দেখবো। যদি ভাল লাগে তাহলে শেয়ার করবেন আমার সাথে। সামনে আসবে আরও মেগা টিউন মাইক্রোটিক বিষয়ে।
যেকোন্ও যোগাযোগে: [email protected]

ফেসবুক পেজে ঘুরে আসতে।

আমার ব্লগ: দেখুন

Youtube channel

Level 0

আমি মুহম্মদ তাজুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Valo Lagtece, Chaliye Jan Boss.

Level 0

খুব সুন্দর

২নং পোস্ট কই?