LEAK: ফেসবুকের সাথে ইউজার ডেটা শেয়ার করতে যাচ্ছে হোয়াটসএপ !!! (স্ক্রিনশট সহ)

ফাঁস হওয়া এ স্ক্রিনশট এর মতে, হোয়াটসএপ এর ব্যবহারকারীদের একাউন্ট ইনফরমেশন ফেসবুকের সাথে শেয়ার করার অপশন যুক্ত করবে। এর মাধ্যমে এ দু কোম্পানি তাদের তথ্য এ ডেটা শেয়ারিং টুলের মাধ্যমে অপশনটি চালু করতে যাচ্ছে।
আমার আরও কিছু টিউনঃ

ইউটিউব ভিডিও মোবাইল থেকে এপ্স এর মাধ্যমে ডাওনলোড করবেন যেভাবে

যেভাবে ফ্রীতে ওয়েবসাইট বানাবেন ১০ মিনিটে ! ওয়েবহোস্টিং সহ !!!

মনে করিয়ে দিচ্ছি, ২০১৪ সালে ফেসবুক হোয়াটসএপ এর মালিকানা কিনে নেয় ১৯ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে। তখন থেকে তারা বলছিল, ফেসবুক এমন কোন ক্ষেত্রে ইন্টারফেয়ার করবেনা যাতে হোয়াটসএপ এর ব্যবহারকারীদের জন্য সেবার মান ক্ষুন্ন না হয়।

 

কিন্তু এ নতুন ভার্সনটিতে এ অপশন টিতে ডাটা শেয়ার হবে এর মালিক (ফেসবুক) এর সাথে যাতে এ বার্তাটি দেখা যাচ্ছে  “improve [your] Facebook experiences” কিন্তু খুশীর ব্যপার এটি যে ব্যবহারকারীরা চাইলে এ অপশনটি বন্ধ করেও রাখতে পারবেন।

 

কিন্তু অদুর ভবিষ্যতে এ অপশনটি বাধ্যতামুলক হলে ব্যবহারকারীর ডেটা সরকারের হাতে যাবার পসিবিলিটি বেড়ে যাবে। এবং ইনফরমেশন এর ভুন্যারেবলিটিএর সম্ভাবনাও বাড়বে। যার ফলে এর অনেক ব্যবহারকারী অন্য মেসেজিং এপ্স এর দিকে ঝুকতে পারেন।

আশা করছি রিভিউটি আপনাদের ভাল লেগেছে এরকম আরো আর্টিকেল পেতে ভিসিট করুন আমার ওয়েবসাইট এ

Level 0

আমি Farhaan Hridoy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ও ভাই খারান এত প্যানিক করার দরকার নাই। ফেসবুকের কাছে এইগুলা আগে থেকেই আছে। Because Whatsapp is a property of Facebook.