
কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের ভালো থাকাই আমার কাম্য। যাই হোক আমার আজকের টিউনটি হচ্ছে যেসব ভাইয়েরা হোস্টিং বা ওয়েব ডেভেলপমেন্টের সাথে জড়িত বা জড়িত হতে চাচ্ছেন তাদের জন্য। আগেই একটা কথা বলে রাখি যে, আমার দেয়া বা অন্যান্য প্রায় সবার টিউনগুলো আপনি নেট ঘাটলে কম-বেশি পেয়ে যাবেন। কিন্তু সেখানে অগোছালো ভাবে থাকার কারনে আপনার সময় যেমন বেশি লাগবে ঠিক তেমন আপনার মুল কাজের লক্ষ্য থেকে আপনি হারিয়ে যাবেন। তাই আমারা যারা এই টিউনগুলো করি বা করার চেষ্টা করি তাদের জন্য ভালোবাসা রেখে একটু মনোযোগী হবেন কেন না, হয়তো বা কোন এক সময়ে এধরনের ছোট একটা টিউনই হবে আপনার সবথেকে কাজের টিউন।
আজ আমি আলোচনা করব সার্ভারের কিছু কোড সম্পর্কে, যা ব্যবহার করার জন্য আপনার নিকট সার্ভারের Root access থাকতে হবে কারন এগুলো হচ্ছে Terminal Code. আপনি যদি ভার্চুয়ার প্রাইভেট সার্ভার ব্যবহার করে থাকেন তবে আপনার জন্য অনেক কাজের হবে।
Root access এ এই কোডগুলো রান করার জন্য আপনি Putty নামের সফটওয়্যার ব্যবহার করতে পারেন। এতে ঝামেলা অনেক কম। প্রথমে আপনার আইপি এবং SSH port লিখে প্রবেশ করবেন, এর পর ইউজার নেইম(ইউজার নেইম বেশিরভাগ ক্ষেত্রে root থাকে) ও পাসওয়ার্ড প্রবেশ করাতে হবে।
{সাবধানতার সাথে ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে}
কোডগুলো নিম্নবর্ণিতঃ
Access Easy Apache:
/usr/local/cpanel/scripts/easyapache
APACHE START:
service httpd start অথবা apachectl start
ENTER CONTAINER:
vzctl enter 101 (* উল্লেখ্য যে আপনি 101 এর স্থলে আপনার VPS Container Number দিবেন)
Set Password of CONTAINER:
vzctl set 101 --userpasswd root:passwordhere
VPS MySQL STOP:
sudo /etc/init.d/mysql stop
VPS MySQL RESTART:
/etc/init.d/cpanel restart অথবা service cpanel restart
STATUS:
mount
WHM Backup Schedule Manual TRIGGER:
/scripts/cpbackup –force
RESTART EXIM MAIL SERVER:
service exim restart
{সাবধানতার সাথে ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে} আপনি একা ভালো না বুঝলে যার এ সম্পর্কে ভালো ধারনা আছে তার সরনাপন্ন হওয়া বাধ্যতামুলক।
আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের মত এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোন টিঊনে। সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রযুক্তির সাথেই থাকবেন।
আমিঃ
সাইদুর রহমান
যেকোন প্রয়োজনে-
মোবাইল- ০১৬৮৭ ৬৫২৫৫২ (প্রয়োজনে আমাকে ২৪ ঘন্টা পাবে, কিন্তু বিনা প্রয়োজনে বিরক্ত না করাটাই ভালো)
মেইল- [email protected]
ওয়েব- creative.radiospondon.com
আমি সাইদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এখানে তো নতুনদের শেখার কিছুই দেখলাম না।।।