টেলিগ্রাম মেসেন্জার…The world’s fastest messaging app. It is free and secure.

আজকে আপনাদের মাঝে একটি মেসেন্জার অ্যাপ্লিকেশন শেয়ার করব। এর নাম "টেলিগ্রাম"। রাশিয়ান দুই ভাই পাভেল জুরভ এবং নিকোলাই জুরভ এটি তৈরি করেছে। এতে হোয়াটসঅ্যাপের মত সুযোগ-সুবিধা পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে এক বছর পর একটি নির্দিষ্ট পরিমাণ চার্জ দিতে হলেও টেলিগ্রাম ব্যবহারকারীদের এ ধরনের কোনো চার্জ দিতে হয় না। তাছাড়া, ব্যবহারের দিক থেকে হোয়াটসঅ্যাপের চেয়ে টেলিগ্রাম আরও বেশি ‘নিরাপদ’ ও ‘কার্যকর’ (দাবি প্রতিষ্ঠানটির)। টেলিগ্রাম একটি নন-প্রফিট কোম্পানি আর এর ক্লায়েন্টস হলো অপেনসোর্স। নির্মাতা পাভেল জুরভ এবং নিকোলাই জুরভ জানিয়েছে, অ্যাপটিতে কোনো বিজ্ঞাপন প্রকাশ করা হবে না বা কোনো প্রতিষ্ঠানের কাছে এটি বিক্রিও করা হবে না। অ্যাপটির পরিচালনার জন্য যদি কখনো অর্থের প্রয়োজন হয়, তবে ব্যবহারকারীদের কাছে অনুদান চাওয়া হবে। অ্যাপটির নিরাপত্তা ব্যবস্থা এতো জোরদার করা হয়েছে যে, কেউ এটি ভাঙতে পারলে তাকে দুই লাখ ডলার পুরস্কার প্রদানের ঘোষণাও রয়েছে। টেলিগ্রামের একটি দুর্বল দিক হল এতে ভয়েস ও ভিডিও কলের সুবিধা নেই। আশা করা যায় ভবিষ্যতে এই দুটি সুবিধা পাওয়া যাবে।

যে কারণে টেলিগ্রাম ব্যবহার করবেন;

১) প্রাইভেট: টেলিগ্রামের মেসেজগুলো ব্যাপকভাবে এনক্রিপড করা।

২) ক্লাউড-বেজড: ক্লাউড বেজড হওয়ায় আপনি অনেকগুলো ডিভাইসের মাধ্যমে টেলিগ্রাম ব্যবহার করতে পারবেন। এর মধ্যে এন্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ, লিনাক্স, ম্যাক উল্লেখযোগ্য। এমনকি Web এও ব্যবহার করতে পারবেন।

৩) ফাস্ট: টেলিগ্রাম অন্যান্য অ্যাপ্লিকেশনের থেকে দ্রুত মেসেজ আদান-প্রদান করতে পারে।

৪) ডিস্ট্রিবিউটেড: নিরাপত্তা ও গতির জন্য টেলিগ্রামের সার্ভার বিশ্বব্যাপী বিস্তৃত।

৫) অপেন: টেলিগ্রামের আছে উন্মুক্ত API ও Protocol যা সবার জন্য ফ্রি।

৬) ফ্রি: টেলিগ্রাম চিরদিনের জন্য ফ্রি। এতে কোন ধরনের বিজ্ঞাপন বা সাবস্ক্রিপশন ফি নেই।

৭) সিকিউর: টেলিগ্রাম আপনার মেসেজগুলি হ্যাকারদের আক্রমণ থেকে সুরক্ষিত রাখে।

৮) পাওয়ারফুল: টেলিগ্রামে আপনি যেকোন সাইজের মিডিয়া এবং ডকুমেন্ট (any type) পাঠাতে পারবেন। (আমার জানামতে ১জিবি পর্যন্ত)

৯) সিক্রেট চ্যাট: খুবই কাজের একটা জিনিস। সিক্রেট চ্যাটে যে বার্তা আদান প্রদান করা হয়ে থাকে তা প্রেরক ও প্রাপক ছাড়া কেউ দেখতে পারবে না, এমনকি যারা এটি বানিয়েছে তারাও দেখতে পারবে না।

উপরে বর্ণিত সুযোগ-সুবিধা ছাড়াও আরো সুযোগ-সুবিধা আছে। আশাকরি এবার বুঝতে পেরেছেন কেনো টেলিগ্রাম ব্যবহার করবেন।

তো আসুন এইবার টেলিগ্রাম ডাউনলোড করা যাক;

এন্ড্রয়েড: https://telegram.org/dl/android
আইওএস: https://telegram.org/dl/ios
উইন্ডোজ ফোন: https://telegram.org/dl/wp
উইন্ডোজ/ম্যাক/লিনাক্স: https://telegram.org/dl/tdesktop

মেসেন্জারটি বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। We Can do It!...Help make messaging safe again – spread the word about Telegram.

Telegram
Taking back our right to privacy.

টেলিগ্রামে আমি: টেলিগ্রামে সার্চ দিন shovo

টেলিগ্রামের অফিসিয়াল ওয়েবসাইট: https://telegram.org

Level 0

আমি একের ভিতর দুই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন ছাত্র।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 1

good post

whatapps এর মত মেগাবাইট কাটবে কিনা? জানান প্লিজ

Level 0

ধন্যবাদ, ব্যবহার করে দেখি কেমন।

I used this app.superb!