আপনার ওয়ার্কগ্রুপ নেটওয়ার্ক এর শেয়ার ফাইলগুলো কে পাসওয়ার্ড প্রটেক্ট করুন কোন সফটওয়্যার ছাড়া খুব সহযেই।

আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমি অনেকদিন পরে আসার জন্য সবার কাছে আন্তরিক ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি।
লোকাল নেটওয়ার্ক এ কাজ করার ক্ষেত্রে আমাদের ফাইল শেয়ার করার প্রয়োজন হতে পারে। কোন অননুমোদিত বেক্তি যাতে আপনার শেয়ার ফাইল অ্যাক্সেস করতে না পারে সেক্ষেত্রে আপনি শেয়ার কে কিভাবে সফটওয়্যার ছাড়া পাসওয়ার্ড প্রটেক্ট করবেন?
◘ প্রথমে নিচের চিত্রের মত Control Plane থেকে User Accounts ওপেন করে Guest -এ ক্লিক করুন
◘ Turn of the Guest Account ক্লিক করে Guest ইউজার টা অন করুন।

◘ Start থেকে Run গিয়ে cmd টাইপ করে এন্টার করলে Command Prompt ওপেন হবে
Net user guest password টাইপ করে এন্টার করলে নিচের চিত্রের মত দেখাবে।

◘ এবার পূর্বের ন্যায় Guest ইউজার ওপেন করে Change the password -এ ক্লিক করুন।

◘ এবার আপনার ফাইল শেয়ার -এ যে পাসওয়ার্ড দিতে চান সেটা টাইপ করে Change password ক্লিক করুন।

◘ পাসওয়ার্ড দেওয়ার কাজ সেস এখন আপনার কম্পিউটার টা ১বার রিস্টার্ট করে, অন্য কম্পিউটার থেকে আপনার পিসি শেয়ার ফাইলগুল অ্যাক্সেস করতে চাইলে নিচের চিত্রের মত পাসওয়ার্ড চাবে।

◘ Guest ইউজার যে পাসওয়ার্ড দিছিলেন সেটা টাইপ করে এন্টার করুন শেয়ার ফাইলগুলো ওপেন হয়ে যাবে।
◘ এখন শেয়ার ফাইল এর পাসওয়ার্ড না রাখতে চাইলে Guest ইউজার এর পাসওয়ার্ড রিমুভ করে Turn off the guest account ক্লিক করে অফ করে দেন।

আসা করি কাজটি সফলভাবে করতে পেরেছেন কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।

Level 0

আমি jmhasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

খুবই সুন্দর হয়ছে ভাই।।অনেক উপকার হয়ছে……।