আজ আমরা শিখবো lanshark-এর মাধ্যমে একাধিক পিসিতে ফাইল বা পিসির যেকোনো ড্রাইভ শেয়ার করা । সাথে থাকছে portable lanshark একদম ফ্রী।প্রথমে আমাদের আগের টিউটোরিয়াল আসুন,দুই পিসিতে সহজে নেট কানেকশন দেই -এর মত STEP গুলো অনুসরন করবো ।যারা আগের টিউটোরিয়ালটি দেখেননি তারা ক্লিক করেন এখানে এরপর নিচের চিত্রগুলো অনুসরন করলেই কার্যকরভাবেই ফাইল শেয়ার হয়ে যাবে ।
এখানে share path হচ্ছে যে ফোল্ডার শেয়ার করতে হবে এবং incoming path হচ্ছে যে ফোল্ডারে ফাইল গুলো জমা হবে ।
আপনি other-এ ক্লিক করে ফোল্ডার সিলেক্ট করতে পারেন বা সরাসরি যেকোনো ড্রাইভ সিলেক্ট করতে পারেন ।
incoming path-ও ঠিক একইভাবে ঠিক করে নিতে হবে ।
যেহেতু সফটওয়্যার তাই ত্রুটি হতে পারে । তাই নিচের চিত্রের মত রিফ্রেশ করে নিতে পারেন।
প্রয়োজনে চিত্রের মত করে পুনরায় সফটওয়্যারটি open করতে পারেন ।
দ্বিতীয় পিসিতে ঠিক একই কাজ করতে হবে । তাহলে নিচের চিত্রের মত দেখাবে । তবে এক্ষেত্রে দুই পিসিতেই lanshark সফটওয়্যারটি open থাকতে হবে ।এবার যে পিসির শেয়ার করা ফোল্ডারটি দেখতে চান সেই পিসিতে ক্লিক করেন । চিত্রে যেমন HASAN-PC -তে ক্লিক করা হয়েছে ।
শেয়ারতো হল,এবার তাহলে কি কাজ বাকি আছে দেখি । যে ফাইলটি আপনি চান সেটিতে
RIGHT BUTTUN ক্লিক করে download option-এ ক্লিক করুন । যে ফোল্ডারটি
incoming path-এ সেট করা সেখানে download করা ফাইলটি জমা হবে । তাছাড়া
অন্য ফোল্ডারে ফাইলটি রাখতে চাইলে download toএ ক্লিক করে আগের নিয়মে
সিলেক্ট করতে হবে ।
download queue-তে ক্লিক করে দেখুন ফাইলটি কত গতিতে যাচ্ছে ।
তাহলে এবার ১০ মেগাবাইটের পোর্টেবল ল্যানশার্ক নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন ।
যেভাবে ডাউনলোড করবেন...
যদি পোর্টেবল ল্যানশার্ক ঠিকমত কাজ না করে তবে গুগলে সার্চ দিয়ে সাধারন ল্যানশার্ক ডাউনলোড করে নিন । তবে পোর্টেবল ল্যানশার্ক -এই কাজ হবার কথা । পোর্টেবল হওয়ায় এটি পিসির যেকোনো ড্রাইভ- এ বা পেনড্রাইভ-এ রেখে ব্যবহার করতে পারবেন। ইন্সটল করার দরকার নাই ,শুধু জিপ ফাইলটি extract করে নিন ।
এবার আসি ল্যানশার্ক দিয়ে আর কি কি সুবিধা পাওয়া যাবে...
১. উপরের পদ্ধতিতে ল্যান না করেও কপি-পেস্টের কাজে ব্যবহার করা যাবে ।
২.হার্ডডিস্ক-এর যেকোনো কারনে হোক কোনও ফাইল দেখা না গেলে, উপরের পদ্ধতিতে ডাউনলোড দিয়ে পুনরুদ্ধার করা যাবে ।
৩.হাইড করা যেকোনো ফাইল দেখা যাবে । এমনকি cmd দিয়ে হাইড করা থাকলেও ফাইল দেখা যাবে এবং পুনরুদ্ধার করা যাবে ।
৪. মনে করুন, আপনার একটি পিসিতে DVD ROM আছে কিন্তু অন্যটিতে নাই ,সেক্ষেত্রে উপরের পদ্ধতিতে ১নং পিসির DVD ROM-এর drive টি শেয়ার করে দিন । ২নং পিসিতে সহজে তা কপি করুন । ২নং পিসিতে বসে WINDOWS SETUP দেয়ার চেষ্টা করেছিলাম । মাঝপথে কারেন্ট চলে যাওয়ায় আর সেটআপ দেওয়া হয়নি । আপনারা চেষ্টা করে দেখতে পারেন । সফল হলে অবশ্যই জানাবেন এই অনুরোধ থাকল ।সফটওয়্যারটি ব্যবহার করতে থাকলে আরও সুবিধা আপনি নিজেই বের করতে পারবেন ।
তাহলে আজ এ পর্যন্তই। ভালো লাগলে আশা করি মন্তব্য করে জানাবেন ।
খোদা হাফেজ ।
vai eta mayb windows 7 e kaj korena….