আসুন,দুই পিসিতে সহজে নেট কানেকশন দেই

আমরা আজ Windows-7 থেকে Windows-7 বা Windows-7 থেকে Windows-8 বা
Windows-8 থেকে Windows-8এ  কিভাবে নেট শেয়ার করা যায় তা শিখব।
প্রথমে বাজার থেকে তৈরি Lan Cable দুই পিসিতে সংযোগ  দিতে হবে । তারপর মাদারবোর্ড
সফটয়ার ইন্সটল করতে হবে । না থাকলে lan driver সফটয়ার ইন্সটল করতে হবে
( Windows-8 এ লাগবে না )। তারপর নিচের চিত্রগুলোর মত IP ADDRESS বসাব…….
প্রথম পিসির ক্ষেত্রে…….
দ্বিতীয় পিসির ক্ষেত্রে…….
দ্বিতীয় পিসিতে নেট অবশ্যই পাবেন ।
দেখুন নিচের বক্সের মত পরিষ্কার দেখায় কিনা ।

আশা করি টিউনটি সবার উপকারে আসবে ।

পরিশেষে সবার জন্য শুভ কামনা

 

Level 0

আমি মুহাম্মদ মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওয়াও এক বাক্কে বোলা চলে অসাম হয়ে ছে। কিন্তু ভাইয়া আমি এভাবে করে ফাইল শেয়ার করতে পারিনা। কি যেন পাসসওয়ার্ড চায়। আপনি কি এভাবে কখন লেন দিয়ে ফাইল শেয়ার করেছেন? আমি অনেক ছেস্তা করেও পারিনাই। লেনের মাধ্যমে দাটা ট্রান্সফার স্পীড কত?

    @আনামিকা:Advanced Sharing Settings-এ গিয়ে Turn off password-protected sharing (১৪ নং ছবির নিচের দিকটার মত) ক্লিক করে ওকে দিয়ে বের হয়ে আসুন। এবার ট্রাই করুন দেখুনতো হয় কিনা?

    Level 0

    @জোবায়ের রাসেল: @আনামিকা: ফাইল ও প্রিন্টার শেয়ার বিষয়ে নতুন পোস্ট দিয়েছি ,এবার চেষ্টা করে দেখতে পারেন ।

আপনার ওয়ালপেপার টা আমায় দাওয়া যাবে?

    Level 0

    @আনামিকা: সুন্দর টিউমেন্টের জন্য আপু অনেক ধন্যবাদ । ফাইল শেয়ার নিয়ে পরে একসময় লিখব । আপাতত আমার সাইটে গিয়ে ফাইল শেয়ারিং টিউটোরিয়ালটি দেখতে পারেন । এছাড়া টিটিতে সার্স দিলেও অনেক টিউটোরিয়াল পাবেন । @আনামিকা: অবশ্যই দেওয়া যাবে । আপনার ইমেইল আড্রেস দেন আমি পাঠিয়ে দিব ।

      Level 0

      @Hasann: দুই পিসিতে পাসওয়ার্ড ভিন্ন হলেও সমস্যা নাই । আবার চেষ্টা করে দেখতে পারেন । হঠাৎ করেই দেখবেন বুদ্ধি কাজ করছে ।

    ওয়ালপেপারটি এই লিংক থেকে ডাউনলোড করে নিন…….
    http://uploadingit.com/file/qbegznzpw4lghndg/12.jpg
    or,
    http://imgur.com/IsWLTiP
    or,
    http://i.imgur.com/IsWLTiP.jpg

apu aitar main karon holo apnar user account a pass set kora ase or 2nd pc te user account a pass set ase plz use this password or remove this password 1st 🙂 best of luck 🙂

আমি ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করি টিপি লিংক মডেম দিয়ে। আমি দুইটা কম্পিউটারে একটা প্রিন্টার শেয়ার করব। কিন্তু কিভাবে করব বুঝতে পারছি না। দুইটা কম্পিউটারে মডেম থেকে দুইটা কানেকশন দেয়া আছে এবং একটা কম্পিউটারে প্রিন্টার লাগানো আছে ইউএসবি দিয়ে। এক্ষেত্রে কিভাবে ফাইল শেয়ার করা যায় এবং প্রিন্টার শেয়ার করা যায় বলবেন কি?

আমি অবশ্য এভাবে করতে চাচ্ছি যে, মডেম থেকে ১নং কম্পিউটারে নেট কানেকশন করব। তারপর ১নং কম্পিউটার থেকে ২নং কম্পিউটারে নেট কানেকশন ও ফাইল শেয়ারিং করব।
২নং কম্পিউটারে ইউএসবি দিয়ে প্রিন্টার লাগাব। ২নং কম্পিউটারের প্রিন্টার টি ১নং কম্পিউটারে শেয়ার করব।

আশা করি আমাকে একটু সাহায্য করবেন। অন্য কোন উপায় থাকলে বলবেন। আমার পদ্ধতিটা আমার কাছে পছন্দ হয় নি। আমি চাচ্ছি মাডেমের মাধ্যমেই ফাইল শেয়ার ও প্রিন্টার শেয়ার করতে।

নেটে দেখলাম আমার লেখাটি http://wahidmorol.blogspot.com/2013/09/blog-post_8036.html এই সাইটে হুবহু কপি-পেস্ট করা হয়েছে । অন্তত techtunes-এর রেফারেন্স তো দিবেন । আপনারা কি বলেন কাজটা ঠিক হল ?

আপনার ওয়ালপেপার টা আমায় দাওয়া যাবে? [email protected]

Level 0

মেহেদী ভাই অস্বাধারণ টিউন, খুবই কাজের । বিষেশ করে যারা নেটওয়ারকিং নিয়ে কাজ করে তাদের জন্য ।
****** আপনি কি বলতে পারেন ব্লুটুট দিয়ে ১ পিসি থেকে অন্য পিসিতে কিভাবে নেট সেয়ার করবো ।
যদি জানেন তাহলে একটু জানাবেন ভাই ।।।

    মোমেন ভাই,আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর টিউমেন্টের জন্য ।আসলে ব্লুটুথ দিয়ে আমি কখনো নেট শেয়ার করি নি । আপনি সাইফুল ইসলাম ভাইয়ের টিউনটি দেখতে পারেনঃ https://www.techtunes.io/mobileo/tune-id/73318 । এছাড়া ইউটিউব-এ সার্চ দিয়ে দেখতে পারেন ।

আবারও ধন্যবাদ ভাই সুন্দর ফিডব্যাক এর জন্য । আর একটু বিরক্ত করলাম ভাই একটু বেশি জানার জন্য ,
সেটা হলো preferred DNS server আর Alternate DNS server এই দুটো টে আমার মনে হয় আমার প্রবলেম হচ্ছে । অর্থাৎ নেটওয়ার্ক একসেস হেচ্ছে না , হলুদ হয়ে আছে ।
যদি একটু সাহাজ্য করতেন ,,,,

    অনেক সময় firewall বা এন্টিভাইরাস নেটওয়ার শেয়ারিং ব্লক করে দেয় । DNS-এর ক্ষেত্রে প্রবলেম হলে প্রথম পিসির ক্ষেত্রে default gateway এবং DNS না বসিয়ে দেখুন ; অথবা Alternate DNS server ফাকা রাখুন । তবে ৭ নং চিত্রের মত default gateway এবং DNS বসিয়েছেন কিনা ভাল করে দেখুন,মানে আপনার নেট কানেকশন(যেমনঃbanglalion,zoom ইত্যাদ) এর default gateway এবং DNS দেখে ১০ নং চিত্রের মত Realtech PCleFE family controller মানে আপনার নেটওয়ার্ক ক্যাবলএর properties এ গিয়ে একই default gateway এবং DNS বসান ।ধন্যবাদ মোমেন ভাই ।

এবার আর ধন্যবাদ দিয়ে আপনাকে ছোটে করবো না ।
তবে আমার বাসায় একদিন দাওয়াত রইলো ভাই ।
(y) 🙂

আমর দুইটা মডেম আছে । কেউ যদি দুইটা মডেম একসাথে ব্যাবহার করার ট্রিক্রস টা দিতেন খুবই উপকৃত হইতাম ।[email protected] এইটা আমার mail address