আমার জানা Softwere ছাড়াই ল্যাপটপ থেকে ইন্টারনেট শেয়ারের কার্যকরী টিপস্‌ !

Software ছাড়াই আপনার laptop থেকে সবার সাথে কিভাবে ইন্টারনেট শেয়ার করবেন তা নিয়ে এই ক্ষুদ্র টিউন। চলুন কথা না বাড়িয়ে ঝটপট দেখি কিভাবে তা করা যায়ঃ-

step 1: প্রথমে আপনার পিসির wlan/wireless driver টা install করে নিন। তারপর commad prompt open করি । windows 8 এ search option গিয়ে cmd type করলে command prompt option আসবে, তারপর রাইট বাটন click করে run as administrator রুপে open করি।

কিন্তু, 

যারা windows 7 use করি তারা স্টার্ট মেনুতে accessories তে গিয়ে command prompt open করি অথবা shortcut key হিসেবে keyboard এ Windows key(লোগো) + X button টি চাপি, এবং command prompt (admin) তে ক্লিক করি ।

step ২: তারপর command prompt open হলে এই command টি টাইপ করি- netsh wlan show drivers

step ৩: যদি hosted network supported : yes দেখায়, তাহলে নিচের command টি টাইপ করি। (নোটঃ আর যদি  hosted network supported : no দেখায়, তাহলে আপনার পিসির configuration অনুযায়ী wireless/wlan driver টি download বা update করে নিবেন। ) এই কমান্ড-  netsh wlan set hostednetwork mode=allow ssid=network name key=passkey

এখানে network name এর যায়গায় আপনার পছন্দ অনুযায়ী network/wifihotspot এর নাম দিন, আর passkey এর জায়গায় আপনার password, যেমনঃ netsh wlan set hostednetwork mode=allow ssid=auntar key=987654321 দিন। এখন হয়ে গেল আপনার wifihotspot zone !

step ৪: এবার এই command টা টাইপ করি- netsh wlan start hostednetwork তাহলেই আপনার internet/network/wifi share করা যাবে।

step ৫: network/wifi share করা বন্ধ করতে চাইলে এই command টা টাইপ করি- netsh wlan stop hostednetwork আর এখন যতবার internet/network/wifi share করতে চাইবেন ততবার শুধু step ৪ এবং step ৫ follow করলেই হবে।

 

 

এখন control panel>network and internet>network connection এ যাই। তারপর এখন আপনার তৈরিকৃত internet/wifihotspot অ্যাডাপ্টার এর properties এ গিয়ে Internet protocol version 4 (tcp/ipv4) ছাড়া বাকি ওফশন গুলোর আনটিক করে ওকে করি। তারপর internet connect করা অ্যাডাপ্টার টির properties এ গিয়ে sharing tab click করি। তারপর allow other user এ টিক দিয়ে আপনার তৈরিকৃত internet/wifihotspot অ্যাডাপ্টার টি সিলেক্ট করি।  

কাজ শেষ, এখন internet/wifi share করুন। আর যদি Username আর Password বদলাতে চান তাহলে এই command টা টাইপ করে Enter চাপুন-

netsh wlan set hostednetwork mode=allowssid=newusername key=newpassword

এবং netsh wlan start hostednetwork  এই command টা টাইপ করে আরো একবার Enter চাপুন।

Level 0

আমি M M Rizvi Khan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ইঞ্জিনিয়ারিং পড়ছি। অনলাইনে সারা দুনিয়ার ঘটে যাওয়া বিচিত্র সব খবর দেখি। টেকটিউনকে দিয়ে দেখি প্রযুক্তির দুনিয়া। একা থেকে অভ্যস্ত, তাই একাকী সময় ভাল লাগে। কাউকে হেল্প করতে ভাললাগে। উপকৃত হয়ে সেই মানুষটির আমাকে ভুলে যাওয়া -ভাবতে ভাল লাগেনা ! এটা কারই'বা ভাল লাগবে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ka j kore koi?

Level 0

এত ঝামেলার দরকার কি নিচের লিংক এর সফটওয়্যার গুলার একটা ইউজ করলেই হয়
http://www.technize.net/software-wifi-router/

netsh wlan set hostednetwork mode=allow ssid=network name key=passkey
এই কমান্ড এ আমার ইচ্ছামত network name and passkey দিলে আমার ল্যাপটপ crash করতেসে, এই নিয়ে ৪ বার করল, কি করবো? পরামর্শ চাই …

    @oparthib rabi: আশাকরি এখন সমাধান হয়ে গেছে।

Level New

অনেক ধন্যবাদ। কাজের টিউন করেছেন। আশাকরি অনেকের উপকারে আসবে। প্রিয়তে যুক্ত করলাম।

    @Tanay: আপনাকেও আমার পরবর্তী টিউনগুলোতে স্বাগতম।

আমর দুইটা মডেম আছে । কেউ যদি দুইটা মডেম একসাথে এক পিসি তে
ব্যাবহার করার ট্রিক্রস টা দিতেন খুবই উপকৃত হইতাম ।[email protected] এইটা আমার mail address