ফেইসবুকে ভিডিও চ্যাট করুন

affiliate marketing

সামাজিক যোগাযোগ সাইট ফেইসবুকের বন্ধুদের সঙ্গে এখন শুধু টেঙ্ট চ্যাটই নয়, ভয়েস ও ভিডিও চ্যাটও করা যায়। অনেকে ভয়েস চ্যাট ও ভিডিও চ্যাট করার জন্য আলাদা অ্যাপ্লিকেশন ব্যবহার করেন। অন্য প্রান্তের বন্ধুরও একই ধরনের সফটওয়্যার ও অ্যাকাউন্ট থাকতে হয়। ফেইসবুকে ভিডিও বা ভয়েস চ্যাট করার এ রকম দুইটি অ্যাপ্লিকেশন ব্যবহারের নিয়ম এখানে দেওয়া হলো।

ভিচ্যাটার
অ্যাপ্লিকেশনটিতে অনলাইনে থাকা বন্ধুদের সঙ্গে ভিডিও চ্যাট করার ‘র‌্যানডম চ্যাট’ নামে একটি ফিচার রয়েছে। র‌্যান্ডম চ্যাটের মাধ্যমে বন্ধুদের সঙ্গে ছাড়া অন্য অনলাইন ব্যবহারকারীদের সঙ্গেও ভিডিও চ্যাট করা যাবে। ব্যবহারকারীরা এতে নতুন অনেক বন্ধু পাবেন। অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার জন্য http://apps.facebook.com/vchatterapp ঠিকানার সাইটে যেতে হবে। ফেইসবুকে লগইন করে অ্যাপ্লিকেশনটি অ্যাকাউন্টে ইনস্টল করে নিতে হবে। Videochat me নামে একটি অপশন পাওয়া যাবে। তবে ব্রাউজারে পপআপ ব্রাউজ সুবিধাটি অবশ্যই চালু থাকতে হবে। পপআপ চালু না থাকলে ব্রাউজার পপআপ চালু করার জন্য একটি নোটিশ দেবে। সেখানে পপআপ চালু করার সুবিধাও থাকবে।

টিনিচ্যাট
টিনিচ্যাটের মাধ্যমেও ফেইসবুক বন্ধুদের সঙ্গে ভিডিও চ্যাট করা যাবে। ২০ লাখের বেশি ব্যবহারকারী রয়েছে এ ফেইসবুক অ্যাপ্লিকেশনটিতে। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এটি ব্যবহার করে গ্রুপ ভিডিও চ্যাট অথবা মিটিং করা যাবে। একই সঙ্গে ১২ জনকে ব্রডকাস্ট করতে পারবেন একেকজন ব্যবহারকারী। তবে ভিডিও চ্যাটিংয়ের জন্য ইন্টারনেট স্পিড অবশ্যই ভালো থাকতে হবে।

please visit my website http://www.outsourcingbd.com

Level 2

আমি শারাফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফরেক্স ট্রেডিং এর সাথে যুক্ত আছি সেই ২০১০ থেকে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

valo laglo..thnx..

Level 0

ভাল ।তবে এটা আপনি কি ইউজ করেছেন ?GP NET দিয়ে কি ভয়েচ চ্যাট করা যাবে ?

জিপি নেট দিয়ে স্কাইপ'এ ভালোভাবে কথাই বলতে পারিনা। চ্যাট'র ভবিষ্যৎ প্রায় অন্ধকার। তবে টিউনটা খুব ভালো। ধন্যবাদ sharafat ভাই সাহেব।

share korar jonna thanks

Level 0

আমি ব্রডব্যন্ড আনলিমিটেট ব্যবহার করছি স্প্রিড ১২৮ আমার ভিডিও চ্যাট করতে পারব কি ?