মোবাইল দিয়ে নিজের নামে অ্যাপ তৈরি করুন

আসসালামু আলাইকুম, আশাকরি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আবারও নতুন আরেকটি টিউন নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।

আজকে আপনারা স্মার্টফোনের অসাধারণ একটি ট্রিপস শিখতে পারবেন, যেটি হয়ত আপনারা এত দিন থেকে মনে মনে খুঁজছিলেন। এত দিন হয়ত আপনি অন্যের ফোনে নিজের নামে অ্যাপ দেখেছেন, আপনি চাইলে আপনার নিজের নাম দিয়ে একটি অ্যাপ তৈরি করতে পারবেন। অ্যাপ তৈরি করতে আপনাকে কোন কোডিং এর ঝামেলায় পড়তে হবে না, কোন কোডিং ছাড়াই খুব সহজেই নিজের নামে অ্যাপ তৈরি করতে পারবেন।

আপনি আপনার স্মার্টফোন দিয়ে কীভাবে নিজের নামে অ্যাপ তৈরি করবেন সেই প্রসেস টা আপনাদের দেখিয়ে দেই

১. প্রথমে আপনাকে আপনার স্মার্টফোন থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে।

২. আপনি যে ব্রাউজার ওপেন করবেন সেই ব্রাউজারের সার্চ বারে সার্চ করতে হবে AppsGeyser লিখে।

৩. সার্চ করার পর উপরে দেখতে পারবেন AppsGeyser ওয়েবসাইট চলে আসবে এটার উপর ট্যাপ করে দিবেন।

৪. ওয়েবসাইট এর উপর ট্যাপ করার পর আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে, এখান থেকে Login এর উপর ক্লিক করে দিবেন।

৫. এবার এখানে আপনাকে একটি ই-মেইল এবং একটি পাসওয়ার্ড দিয়ে Sign Up করে নিতে হবে।

৬. Sign Up করার পর আপনার সামনে নতুন আরেকটি পেজ ওপেন হবে, এই পেজে ৩ টি অপশন থাকবে একটি হলো: Your Site URL, এখানে আপনাকে নিজের পছন্দ মতো একটি অ্যাপের একটি লিংক দিতে হবে।
দ্বিতীয়টি হলো: App Name, এখানে নিজের পছন্দ মতো অ্যাপের একটি নাম দিতে হবে।
এবং তৃতীয়টি হলো: E-mail, এখানে নিজের একটি ই-মেইল দিতে হবে।
সব কিছু ঠিকঠাক মতো দেওয়ার পরে Next Step এর উপর ট্যাপ করে দিবেন।

৭. এখানে আপনি চাইলে উপরে যে Upload Icon আছে এটার উপর ট্যাপ করে অ্যাপের একটি ছবি দিতে পারেন।

৮. ছবি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক গুলো কালার রয়েছে, এখান থেকে নিজের পছন্দমতো একটি কালার চয়েজ করে Next Step এর উপর ক্লিক করবেন।

৯. এবার এখানে দেখতে পাচ্ছেন আপনার তৈরিকৃত অ্যাপ সম্পূর্ণ হয়েছে, Download Now এর উপর ট্যাপ করে Download করতে পারবেন।

১০.আবারও পুনরায় Download Apk একটি অপশন চলে আসবে এখান থেকে Download Apk তে ট্যাপ করে দিবেন।

১১. Download Apk তে ক্লিক করার পর Download Anyway তে ক্লিক করে Download করে নিতে পারে।

এবার অ্যাপটি ইন্সটল করে নিজের মতো ব্যবহার করতে পারবেন। অন্যান্য অ্যাপস যেভাবে ইন্সটল করতে এই অ্যাপের ক্ষেত্রে একই সিস্টেম।

এই অ্যাপ যেহেতু কোন কোডিং ছাড়া, তাই এটি যেমন ভাবে ইচ্ছে তেমন ব্যবহার করতে পারবেন না। আপনি চাইলে এই অ্যাপ প্লে-স্টোরে পাবলিশ করতে পারবেন না। প্লে-স্টোর থেকে ডাউনলোড করা অ্যাপের মতো এই অ্যাপ ব্যবহার করতে পারবেন না।

বর্তমান সময়ে আমরা অনেকের ফোনে দেখে থাকি যে তাদের নামে অ্যাপ রয়েছে। আমি আশাকরি আজকের এই টিউন ভালো করে ফলো করলে আপনিও নিজের নামে App তৈরি করতে পারবেন। অনেকেই মনে করতে পারেন যে এটি ওয়েব ডিজাইনার না হলে সম্ভব না, কিন্তু কোন কোডিং ছাড়া নিজের নামে নরমাল অ্যাপ তৈরি করা সম্ভব। আশাকরি আজকের এই টিউনের পর থেকে আপনিও সফল ভাবে নিজের নামে অ্যাপ তৈরি করতে পারবেন। আমার কাছে এই ট্রিকস অনেক বেশি ভালো লেগেছে আশাকরি আপনাদের কাছেও ভালো লাগবে।

আশাকরি আজকের এই টিউন সবার ভালো লেগেছে, আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে আবারও নতুন কোন টিউনে নতুন কোন টপিক নিয়ে ভালো থাকবেন সবাই খোদা হাফেজ।

Level 7

আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস