১১ টি সেরা মোবাইল অ্যাপ, যেগুলোর নাম আপনি কখনও শোনেননি

Level 15
কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা

বর্তমানে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই Android ফোন ব্যবহার করে থাকেন। অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য গুগল প্লে স্টোরে মিলিয়ন এর ও বেশি অ্যাপ রয়েছে। ‌গুগল প্লে স্টোরে থাকা এসব গুলোর মধ্যে আপনি হয়তোবা সামান্য কিছু অ্যাপ সম্পর্কে জানেন, যেগুলো আপনি নিয়মিত ব্যবহার করে থাকেন। কিন্তু, আপনার পরিচিত অ্যাপ গুলোর বাহিরে আরো এরকম অনেক অ্যাপ রয়েছে, যেগুলোর নাম আপনি এখনো শোনেননি।

বর্তমানে গুগল প্লে স্টোর সহ বিভিন্ন অ্যাপ স্টোরে লক্ষ-কোটি অ্যাপ রয়েছে এবং এ কারণেই আপনি হয়তোবা এসবের মধ্যে থেকে সেরা কিছু অ্যাপের নাম এখনো শুনেননি। আর, এগুলোর মধ্যে থেকে সেরা অ্যান্ড্রয়েড অ্যাপ গুলো এখনো আপনার নজরে আসেনি। ‌

আমরা যেহেতু দিনের বেশিরভাগ সময় অ্যান্ড্রয়েড মোবাইলের বিভিন্ন অ্যাপে নিমগ্ন থাকি, তাই আমি আপনাদের জন্য এরকম কিছু সেরা ও কম পরিচিত অ্যাপ সংগ্রহ করেছি, যা আপনার মিস করা উচিত নয়। তাই, আপনি যদি আপনার ফোনের পুরনো অ্যাপ গুলো ব্যবহার করতে করতে বোরিং হয়ে থাকেন, তাহলে আপনার এখনই নতুন কিছু অ্যাপের সন্ধান করা উচিত।

এজন্য, আজকের এই টিউনে আমি এরকম ১১ টি সেরা মোবাইল অ্যাপ নিয়ে আলোচনা করেছি, যেগুলো আপনার প্রয়োজন, কিন্তু সেগুলোর নাম আপনি শুনেনেনি।

১. UpNote

UpNote

গুগল প্লে স্টোরে এরকম অনেক Note Apps Available রয়েছে, যার অনেক গুলোর নাম কেউ কখনো শুনেনি। UpNote মোবাইল অ্যাপটি আপনার জন্য বেশ দরকারি হতে পারে; বিশেষ করে, আপনার পরিবারে কিংবা আপনার যদি Android এবং iOS এর মত দুই অপারেটিং সিস্টেমের মোবাইল থাকে। এই অ্যাপসটি Windows, macOS, Android এবং iOS ডিভাইসের মধ্যে নির্বিঘ্নে Sync করে থাকে।

এটি আপনার ফোনে চলমান ডায়েরির কাজ করবে। সেই সাথে এটিতে রয়েছে আরও আকর্ষণীয় সব ফিচার, যা অন্য কোন নোটপ্যাড অ্যাপে নেই।

যদিও UpNote অ্যাপটি বিনামূল্যে ব্যবহার করা যায়, তবে বিনামূল্যের অ্যাকাউন্টে আপনি সর্বোচ্চ ৫০ টি নোট রাখতে পারবেন। আপনি চাইলে অ্যাপটি ইন্সটল করে একবার ব্যবহার করে অভিজ্ঞতা নিতে পারেন। আর অ্যাপটি আপনার ভালো লাগলে, ০.৯৯ ডলারের প্রতি মাসের জন্য সাবস্ক্রিপশন করতে পারেন। যদিও, বেশিরভাগ লোকই নোটপ্যাড ব্যবহার করার জন্য সাবস্ক্রিপশন করতে ইচ্ছুক নয়, তবে এটির অতিরিক্ত সুবিধা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই সাবস্ক্রিপশন করতে হবে।

UpNote

Official Download @ UpNote

২. Snapdrop

Snapdrop

আমাদের সকলের কাছে ব্লুটুথ কিংবা ইউএসবি এর মাধ্যমে ফাইল শেয়ারিং করা কষ্টসাধ্য হয়ে যায়। ‌বিশেষ করে, আমরা যখন একসাথে অনেক বড় ফাইল অথবা অনেকগুলো ফাইল পিসিতে কিংবা অন্য কোন ডিভাইসে ট্রান্সফার করতে চাই। ‌আপনি যদি এরকম লোকাল ফাইল শেয়ারিং এর জন্য সমাধান খুঁজে থাকেন, তাহলে Snapdrop আপনার জন্য একটি চমৎকার অপশন হতে পারে।

Snapdrop হলো একটি ফ্রি এবং ওপেন সোর্স ক্লায়েন্ট, যা দিয়ে আপনি বিভিন্ন ডিভাইসের মধ্যে ফাইল ট্রান্সফার করতে পারবেন। Snapdrop অ্যাপকে Airdrop এর বিকল্প হিসেবে ভাবতে পারেন। ‌যা Android, iOS, Windows, Linux এবং macOS এর মতো ডিভাইস জুড়ে কাজ করে থাকে। তাই পরবর্তীতে যদি আপনাকে Locally কিছু ফাইল ট্রান্সফার করতে হয়, তাহলে Airdrop এর বিকল্প হিসেবে এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন।

Snapdrop

Official Download @ Snapdrop

৩. TrailLink

TrailLink

আপনি যদি বাইক, বাইসাইকেল অথবা হাঁটাহাঁটি করে ভ্রমন করতে ভালোবাসেন, তাহলে আপনি নিশ্চয়ই ভালো করে জানেন যে, অপরিচিত এলাকার পথগুলো খুঁজে পাওয়া কেমন চ্যালেঞ্জিং ব্যাপার হতে পারে। যদিও গুগল ম্যাপস আমাদের গন্তব্যের জায়গাগুলোর একটি চমৎকার রুট প্রদান করে। ‌কিন্তু, অনেক ক্ষেত্রেই এটি ছোট পথ ও অজানা রাস্তাগুলো মিস করে এবং যে কারণে আমাদেরকে শর্টকাট রাস্তা দেখিয়ে দিতে পারে না।

TrailLink অ্যাপসটি ব্যবহার করে যখন অন্যান্য ব্যবহারকারীরা একটি পথ অতিক্রম করে, তখন লোকেরা তাদের পথের বিস্তারিত বিবরণ দিতে পারে এবং আপনিও সেটি করতে পারেন। এর ফলে, এটির ব্যবহারকারীর প্রত্যেকে মিলেই নতুন শর্টকার্ট রাস্তার ডাটাবেজ তৈরি করে।

এভাবে করে প্রত্যেকেই তাদের অতিক্রম করার শর্টকাট রাস্তা গুলো ম্যাপে অন্তর্ভুক্ত করে এবং যেগুলো অন্যান্য ব্যক্তিরা খুঁজে নিয়ে খুব দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারে। ‌আপনি যদি হাঁটাহাঁটি‌ কিংবা রাইডিং করতে পছন্দ করেন এবং এজন্য শর্টকাট রাস্তা খুঁজে থাকেন, তাহলে TrailLink আপনার জন্য একটি চমৎকার অ্যাপ হতে পারে।

TrailLink

Official Download @ TrailLink

৪. Squid

Squid

প্লে স্টোরে অনেক নোট নেওয়ার অ্যাপ Available রয়েছে এবং যেগুলোর মধ্যে থেকে কিছু অ্যাপ রয়েছে, যা Handwriting নোট নেওয়ার সুবিধা দিয়ে থাকে। ‌কিন্তু, এগুলোর মধ্যে থেকে Squid একটু ব্যতিক্রম, যেটিতে রয়েছে দুর্দান্ত সব টুল। যেসব স্কুলে কিংবা ছাত্ররা প্রায়ই হাতে লেখা নোট নেয়, তাদের জন্য এটি একটি দুর্দান্ত টুল। এটি দিয়ে হ্যান্ড রাইটিং করা লেখাটিকে বিভিন্ন আকৃতি দেওয়া যায়।

যদিও এই অ্যাপটি ডাউনলোড করার পর Basic ব্যবহারকারীদের জন্য ফ্রিতে ব্যবহার করা যায়, তবে পেইড গ্রাহকরা PDF Importing এবং Color Background এর মত অতিরিক্ত সুবিধা পাবেন।

আর এই অ্যাপটির সাবস্ক্রিপশন ও খুবই কম। যেখানে Squid এ সাবস্ক্রিপশন ফি এক ডলারের ও নিচে। আর অ্যাপটি ফ্রি ব্যবহার করলে ও এটি Table, Android এবং Chromebook এ দুর্দান্তভাবে ব্যবহার করতে পারবেন।

Squid

Official Download @ Squid

৫. Friendly For Twitter

Friendly For Twitter

এই অ্যাপটি সকল টুইটার ব্যবহারকারীদের জন্য। TweetDeck হল টুইটার একাউন্ট পরিচালনার জন্য একটি সোশ্যাল মিডিয়া ড্যাশবোর্ড অ্যাপ্লিকেশন। এই অ্যাপকে ব্যবহারকারীদের রিয়েল টাইমে একাধিক টুইটার একাউন্ট মনিটর করার সুবিধা দিয়ে থাকে। তাই আপনি যদি TweetDeck এর বিকল্প কোন অ্যাপ খুঁজে থাকে, তাহলে Friendly For Twitter সেই জায়গা পূরণ করতে পারে।

যদিও Friendly For Twitter আসলে TweetDeck এর মত নয়, তবে এটিকে TweetDeck অ্যাপসটির ক্লোন বলা যায়। অ্যাপটি ওপেন করার পর ব্যবহারকারীদেরকে একটি চমৎকার গ্যালারি ভিউ অফার করে থাকে।

Friendly For Twitter

Official Download @ Friendly For Twitter

৬. Caffeine

Caffeine - Keep Screen On

আমাদের মধ্যে অনেকেই বিভিন্ন কাজের জন্য নিজেদের মোবাইল অথবা ট্যাবলেট এর স্কিনকে দীর্ঘক্ষণ চালু করতে চান। ‌এক্ষেত্রে, সেসব ব্যবহারকারীরা মোবাইলের ডিসপ্লে সেটিং থেকে সর্বোচ্চ সময় ৫ মিনিট অথবা ১০ মিনিট নির্ধারণ করে দেন। ‌কিন্তু আপনাকে যদি এর চাইতেও বেশি সময় মোবাইলের স্ক্রিন চালু রেখে কোন কাজ করতে হয়, Caffeine অ্যাপসটি আপনার এই সমস্যাটির সমাধান করতে পারে।

আপনি Caffeine ব্যবহার করার মাধ্যমে যতক্ষণ ইচ্ছা স্ক্রিন চালু রাখতে পারবেন। এক্ষেত্রে, আপনার ডিসপ্লের আলো চালু রাখতে বারবার স্ক্রিনে টাচ করতে হবে না। এ ধরনের অ্যাপস আমাদের তখনই দরকার পড়ে, যখন আমরা মোবাইলে কোন ডকুমেন্টস ওপেন করে খাতায় লিখে থাকি অথবা কোন একটি বিষয় দেখে আমাদের মুখস্ত করতে হয়।

আপনি যদি Caffeine অ্যাপটি ইন্সটল করে ওপেন করেন, তাহলে এটি আপনার মোবাইলের নোটিফিকেশন বা টাইটেল বারে সর্বদা প্রদর্শিত হবে।

Caffeine

Official Download @ Caffeine

৭. Dream by WOMBO

Dream by WOMBO

আপনি নিশ্চয় এর আগে Text to Image Generator এর অনেক এআই টুল সম্পর্কে জেনেছেন। কিন্তু, Dream by WOMBO আপনাকে আপনার চাহিদা অনুযায়ী ভিন্নভাবে একটি এআই নির্ভর ছবি তৈরি করে দিতে পারে। এক্ষেত্রে আপনি এই অ্যাপটি ব্যবহার করে নিজের গ্যালারি থেকে কোন একটি ইমেজ সিলেক্ট করে সেটির জন্য কিওয়ার্ড ইনপুট দিয়ে আকর্ষণীয় সব ইমেজ তৈরি করে নিতে পারবেন।

এমনকি আপনি আপনার বন্ধুদের ছবি আপলোড করে, তার সাথে অন্য কোন বস্তুর ছবি জুড়ে দিয়ে ইমেজ তৈরির জন্য রিকোয়েস্ট করতে পারবেন। ‌Dream by WOMBO আপনাকে কয়েক সেকেন্ডের মধ্যেই একটি আকর্ষণীয় ইমেজ তৈরি করে দিতে পারে, ‌যা আপনি আপনার বন্ধুদেরকে সারপ্রাইজ বা বিনোদন দেওয়ার জন্য ব্যবহার করতে পারেন।

Dream by WOMBO

Official Download @ Dream by WOMBO

৮. NewPipe

NewPipe

NewPipe একটি ওপেন সোর্স অ্যান্ড্রয়েড অ্যাপ, যা ব্যবহারকারীদের অফিসিয়াল ইউটিউব অ্যাপ বা গুগল একাউন্টের প্রয়োজন ছাড়াই ইউটিউব এর ভিডিও ব্রাউজ করতে দেয়। সেই সাথে, এটি দিয়ে ইউটিউবের ভিডিও ডাউনলোড ও করা যায়। এটি মূলত ব্যবহারকারীদের গোপনীয়তা এবং প্রাইভেসির কথা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে।

এটি ব্যবহার করার জন্য আপনাকে F-Droid ইন্সটল করতে হবে। তারপর, এটি ওপেন করে NewPipe অ্যাপটি খুঁজে নিয়ে ইন্সটল করতে হবে। আপনি যদি প্রতিবার নতুন ম্যানুয়াল ইনস্টল করতে না চান, তাহলে F-Droid ক্লায়েন্ট ব্যবহার করতে পারেন। সে সাথে আপনি যদি না চান যে, Google আপনার তথ্যে অ্যাক্সেস করুক, তাহলে আপনার জন্য এটি ব্যবহার করা ভালো হবে।

NewPipe

অফিসিয়াল ওয়েবসাইট @ NewPipe

৯. Flowx: Weather Map Forecast

Flowx: Weather Map Forecast

আবহাওয়া দেখার জন্য গুগল প্লে স্টোরে অসংখ্য রয়েছে। তবে, এসব অ্যাপ গুলোর মধ্য থেকে Flowx হলো এমন একটি অ্যাপ, যা Single Screen এ আপনার প্রয়োজনীয় সকল তথ্য প্রদর্শন করে। সেই সাথে, আপনি এই অ্যাপসটির ভেতরে ডেটা লেয়ার গুলো মাইক্রো ম্যানেজ করতে পারবেন। এতে করে আপনি অ্যাপসটির স্ক্রিনে যা দেখতে চান, তাই দেখতে পাবেন। যেমন: বাতাসের গতি, বৃষ্টি এবং তাপ ইত্যাদি তথ্য।

আপনার দৈনন্দিন আবহাওয়ার পূর্বাভাস দেখার জন্য এটি একটি দুর্দান্ত মোবাইল অ্যাপ হতে পারে, যা ব্যবহারকারীদের প্রয়োজন অনুযায়ী ম্যানেজ করা যায়। ‌

যদিও আপনি Flowx অ্যাপসটি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। তবে, অ্যাপস টি ব্যবহার করে আপনার ভালো লাগলে, এর ভেতরে থাকা কিছু নতুন প্যাকেজ আনলক করার জন্য আপনাকে সাবস্ক্রিপশন করা লাগবে। যেখানে, ব্যবহারকারীদের জন্য Gold, Silver এবং Bronze প্যাকেজ Available রয়েছে।

Flowx: Weather Map Forecast

Official Download @ Flowx: Weather Map Forecast

১০. Offline Survival Manual

Offline Survival Manual

আমাদের জীবনের বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা সম্মুখীন হতে হয়। এইসব অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা গুলো থেকে নিজেকে বাঁচানোর জন্য আমাদেরকে কিছু কৌশল নিতে হয়। আর এজন্য দরকার কিছু Survival Manual এর। Offline Survival Manual হলো এমন একটি অ্যাপ, যা বিভিন্ন পরিস্থিতিতে মানুষের বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার কৌশল গুলো সম্পর্কে গাইড করে।

যেমন, বাড়িতে আগুন লাগলে আপনার কী করা উচিত, জরুরী ভিত্তিতে কীভাবে চিকিৎসা করা যেতে পারে এবং এরকম আরো অনেক কৌশল, যা আপনার জরুরী মূহূর্তে জানা লাগবে।

এই অ্যাপসটি ব্যবহার করার জন্য আপনার ইন্টারনেট কানেকশন এর প্রয়োজন নেই। আপনি Offline Survival Manual অ্যাপসটি অফলাইনে ব্যবহার করতে পারবেন। তাই, আপনি চাইলে নির্দিষ্ট গুলো দুর্ঘটনায় পড়ার আগেই, সেসব পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় ও কৌশল গুলো সম্পর্কে জানার জন্য Offline Survival Manual অ্যাপসটি ব্যবহার করতে পারেন, যা আপনার সমস্যা নিষ্পত্তিতে কার্যকর ভূমিকা রাখবে।

Offline Survival Manual

Official Download @ Offline Survival Manual

১১. Bromite

Bromite

আপনি যদি বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করতে বিজ্ঞাপণ দেখতে না চান এবং সেই সাথে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য সম্পূর্ণভাবে De-Googled ব্রাউজার খুঁজে থাকেন, তাহলে Bromite আপনার জন্য সেরা একটি অ্যাপ। এই ব্রাউজারটির ডিজাইন গুগল ক্রোম এর মতোই। সেই সাথে, এটি একটি ওপেন সোর্স অ্যাপ্লিকেশন। ‌

এই ব্রাউজারটি সম্পূর্ণ গুগল ক্রোম এর লেআউট গুলো অফার করে, যেকারণে আপনার কাছে এটিকে Chrome ব্রাউজারের মতো মনে হবে। ‌তবে, এই অ্যাপসটি আপনি গুগল প্লে স্টোরে পাবেন না। ‌এজন্য আপনাকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে অ্যাপসটি ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে। নিচে Bromite ডাউনলোড করার ওয়েবসাইট লিংক দেওয়া রয়েছে।

Bromite

অফিসিয়াল ওয়েবসাইট @ Bromite

শেষ কথা

আমাদের সামনে এরকম অনেক অ্যাপ আসে, যেগুলো আমরা কখনো ব্যবহার করিনি কিংবা সেগুলো চিনিনা। ‌তার মানে এই নয় যে, সেসব অ্যাপসগুলো ভালো হবে না। প্রকৃতপক্ষে, অ্যান্ড্রয়েড এর জন্য এরকম অনেক অ্যাপ রয়েছে, যেগুলো সম্পর্কে আমরা অবগত নই। আর এ সমস্ত অ্যাপস খুঁজে বের করা ও আমাদের জন্য কষ্টকর।

সুতরাং, আপনি বরাবরের মতো পুরাতন অ্যাপস গুলো ব্যবহার না করে আজকের আলোচনা করা অ্যাপস গুলোর মধ্যে থেকে যেকোনো একটি ব্যবহার করে দেখতে পারেন। যেসব অ্যাপস গুলো আপনাকে অ্যান্ড্রয়েড ব্যবহার করার ক্ষেত্রে নতুন এক অভিজ্ঞতা দিতে পারে।

Level 15

আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 416 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 61 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস