নগদ একাউন্ট ও স্টেটমেন্ট দেখার নিয়ম

টিউন বিভাগ মোবাইলীয়
প্রকাশিত
জোসস করেছেন

নগদ বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সিস্টেম। নগদ ক্যাশ আউট চার্জ অন্যান্য মোবাইল ব্যাংকিং এর চেয়ে কম, অফুরন্ত অফার এবং ইসলামিক ভার্সন থাকায় খুব দ্রুত জনপ্রিয়তা পেয়েছে।

আপনার কি একটু নগদ একাউন্ট আছে? নগদ একাউন্ট না থাকলে গ্রামীণফোনের গ্রাহকরা *১৬৭# ডায়াল করে পিন সেট করেই নগফ একাউন্টচালু করতে পারবেন ঘরে বসে মূহুর্তে।

নগদ একাউন্ট তৈরি করার পর নিশ্চয়ই নগদ একাউন্ট ব্যালেন্স, নগদ একাউন্টের অন্যান্য হিসাব এবং লেনদেন করার প্রয়োজন হবে।

কিন্তু আপনি কি নগদ একাউন্ট দেখার নিয়ম জানেন? চিন্তার কারণ নেই, আজকে এই টিউনমেন্ট এর মাধ্যমে আমরা নগদ একাউন্ট চেক করার উপায় জেনে নিবো।

নগদ একাউন্ট চেক করার নিয়ম

নগদ একাউন্ট খোলার মতো নগদ একাউন্ট চেক করাও খুবই সহজ। শুধুমাত্র *১৬৭# ডায়াল করেই নগদ একাউন্ট এর সবকিছু চেক করা যায়।

নগদ একাউন্ট দেখার জন্য, আপনার মোবাইল থেকে

  • *167# ডায়াল করুন
  • My Nagad সিলেক্ট করতে 7 লিখে রিপ্লাই দিন
  • Balance দেখতে 1 লিখে রিপ্লাই দিন
  • আপনার 4 ডিজিটের নগদ পিন দিন
  • এবার আপনার নগদ একাউন্ট ব্যালেন্স চলে আসবে।

এছাড়া, নগদ একাউন্ট কোড ব্যবহার করে ক্যাশ আউট, সেন্ড মানি, পেমেন্ট, বিল পে, স্টেটমেন্ট দেখা সহ অন্যান্য সব কাজই করা যায়।

নগদ মোবাইল অ্যাপ দিয়েও নগদ একাউন্ট চেক করা যায়।

নগদ অ্যাপ দিয়ে একাউন্ট চেক করার নিয়ম:

১। প্রথমে আপনার মোবাইল এর প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে নগদ অ্যাপ ডাউনলোড করে নিন।

২। ইনস্টল হয়ে গেলে, এবার নগদ অ্যাপ ওপেন করুন

৩। নগদ নাম্বার এবং পিন দিয়ে লগইন বাটনে চাপ দিন

৪। একটি ওটিপি আসবে, সেটি লিখে লগইন কমপ্লিট করুন

৫।  TAP FOR BALANCE বাটনে চাপ দিন

৬। আপনার নগদ একাউন্টে কত টাকা আছে, দেখতে পারবেন।

নগদ স্টেটমেন্ট দেখার নিয়ম

নগদ একাউন্ট মিনি স্টেটমেন্ট দেখার জন্য, আপনার প্রথমে

  • *167# ডায়াল করুন
  • মাই নগদ সিলেক্ট করতে 7 লিখে রিপ্লাই দিন
  • 2 লিখে রিপ্লাই দিন
  • আপনার 4 ডিজিটের নগদ পিন দিন
  • আপনার নগদ একাউন্ট স্টেটমেন্ট চলে আসবে।

NAGAD Cash Out Charge ইসলামিক মেথডে কিছুটা বেশি। নরমাল একাউন্টে যেখানে ভ্যাটসহ ১১.৪৯ টাকা, সেখানে ইসলামিক একাউন্টে ১৪.৯৫ টাকা। কিন্তু একজন মুসলিম হিসেবে আপনার অবশ্যই নগদ ইসলামিক একাউন্ট ব্যবহার করা উচিৎ।

Level 2

আমি মোঃ আব্দুল্লাহ আল আসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অনিয়মিত ব্লগার


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস