অ্যান্ড্রয়েড এর তিনটি কার্যকরী ট্রিকস! না দেখলে পুরাই মিস!

টিউন বিভাগ মোবাইলীয়
প্রকাশিত
জোসস করেছেন
Level 3
৪র্থ সেমিস্টার, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট, মোহাম্মদপুর, ঢাকা

আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম অ্যান্ড্রয়েড এর তিনটি খুবই কার্যকরী ট্রিকস যার মধ্য তিনটিই হচ্ছে প্রবলেম সলভিং ট্রিকস। জি, আজকের ট্রিকস গুলোর মধ্য থাকছে অ্যান্ড্রয়েড ফোনের কিছু ছোটো খাটো Problem Solving ট্রিকস। তো আমি নিচে সিরিয়াল নাম্বার অনুযায়ী প্রত্যেকটি ট্রিকস একে একে বর্ণনা করছি।

১. Fingerprint Problem

আজকাল আমাদের সকলের ফোনেই ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। এবং আমরা সকলেই আমাদের ফোনের ফিঙ্গারপ্রিন্ট ফিচারটি ব্যবহার করতে পছন্দ করি। তবে আমাদের প্রায় সকলের ফোনেই এই ফিঙ্গারপ্রিন্ট ফিচার টির একটি সমস্যা রয়েছে। সেটা হচ্ছে এই ফিঙ্গারপ্রিন্ট মাঝেমধ্যে কয়েক মিনিট এর জন্য কাজ করা বন্ধ করে দেয়। অর্থাৎ আপনি ফিঙ্গারপ্রিন্ট দিলেও দেখায় যে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেনি।

তবে আমার কাছে এর সবচেয়ে কার্যকরী সমাধান রয়েছে। যেটার মাধ্যমে আপনার ফোনের ফিঙ্গার প্রিন্ট এ কখনোই সমস্যা হবেনা। সেটা হচ্ছে খুবই সিম্পল, জাস্ট আপনার ফোনের প্রতিটি আঙ্গুল দুবার করে সেট করে নিন। তাহলেই সমস্যা সমাধান।

অর্থাৎ আমাদের সকলের ফোনে প্রায় তিনটা অথবা পাঁচটা অথবা দশটা করে আঙ্গুল ফিঙ্গারপ্রিন্ট এ ব্যবহার করার অপশন থাকে। সেখান থেকে আপনি যদি আপনার প্রতিটি আঙ্গুল দুইবার করে অথবা একটি আঙ্গুলই সবগুলো অপশন এ ব্যবহার করেন তাহলেই দেখবেন যে আপনার ফোনে কখনোই ফিঙ্গারপ্রিন্ট এ সমস্যা করবেনা। তো এবার আসা যাক দ্বিতীয় ট্রিকস এ।

২. Network Problem

দ্বিতীয় ট্রিকস টি হচ্ছে মোবাইল নেটওয়ার্ক নিয়ে। আমরা মাঝেমধ্য হঠাৎ এমন কোনো জায়গায় অবস্থান করি যেইসব জায়গায় আমাদের ফোনের নেটওয়ার্ক বেশি একটা কাজ করতে দেখা যায়না। এমন সময় আমরা একটি ছোট্ট ট্রিকস ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে আপনার ফোনের ফ্লাইট মোড টি অন করে দিবেন। এক মিনিট পরে ফ্লাইট মোড আবার অফ করে দিবেন।

এতে আপনি দেখতে পাবেন আপনার ফোনের নেটওয়ার্ক পুনরায় চালু হয়ে আর কোনো সমস্যা দেখা দিচ্ছে না। তবে মনে রাখবেন, যেই সব এলাকায় কারো ফোনেই নেটওয়ার্ক কাজ করে না সেই সব এলাকায় এই ট্রিকস টি প্রযোজ্য নয়। এই ট্রিকস টি শুধুমাত্র সেই সব সময় অথবা জায়গার জন্য প্রযোজ্য যেইসব জায়গায় সবার ফোন ঠিকই আছে কিন্ত আপনার ফোন কাজ করে না।

একই ভাবে যখন আপনার বাসায় ফোনের নেটওয়ার্ক এ প্রবলেম করে কিন্ত আপনি ফোন কে রিবুট মেরে ঠিক করে ফেলেন এমন অবস্থায় এখন থেকে আর আপনার ফোন টি রিবুট মারতে হবে না। আপনি জাস্ট ফ্লাইট মোড কে অন করে আবার অফ করুন। তাহলেই আপনার সমস্যা সমাধান হবে।

৩. Google Maps Tricks

আমার আজকের টিউনের তৃতীয় ট্রিকস টি হচ্ছে Google Maps নিয়ে। আজকাল আমাদের মাঝে এমন কোনো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী হয়তো খুঁজেই পাওয়া যাবেনা যে কি না কখনও কোনোদিন গুগল ম্যাপস ব্যবহার করেনি। এই গুগল ম্যাপস ও আজকাল অন্যান্য সকল কমন সফটওয়্যার গুলোর মত খুবই পরিচিত একটি সফটওয়্যার এ পরিণত হয়েছে। তবে এখন আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি এই গুগল ম্যাপস এর ভিতরে অনেক বছর ধরে লুকিয়ে রাখা ছোট্ট একটি ট্রিকস সম্পর্কে যা হয়ত আপনারা অধিকাংশই এমন কি দেশে বিদেশের বড় বড়ো ইউটোবার অথবা টেক মাস্টাররাও জানেনা।

জি আমি ঠিকই বলছি, ইউটিউব অথবা গুগলে এই ছোট্ট ফিচার টি নিয়ে খুব কম সংখ্যক কনটেন্ট পাওয়া গেছে। তাই দেরি না করে জেনে নিন সেই ছোট্ট ও ইউনিক ট্রিকস টির সম্পর্কে। সহজে বুঝানোর জন্যে আমি পরবর্তী প্যারা থেকে ট্রিকস টির বর্ণনা দেওয়া শুরু করলাম।

আমাদেরকে সাধারনত গুগল ম্যাপ এ জায়গা সঠিক ভাবে চিনে রাখার জন্য জুম ইন বা জুম আউট করতে হয়। তো আমরা কি করি? এক হাত দিয়ে ফোনটি ধরে অন্য হাত দিয়ে দুই আঙ্গুলে গুগল ম্যাপস কে জুম ইন অথবা জুম আউট করে থাকি। আমার আজকের দেখানো ট্রিকস এ আপনাকে শুধুমাত্র একটি আঙ্গুল ও একটি হাত মাত্র ব্যবহার করতে হবে।

আমার ট্রিকস টি নিম্নরূপ:-

১. প্রথমে প্রতিটি স্টেপ ভালোমত খেয়াল করুন। দুইবার করে পড়বেন তারপর ফীচার টি ইউজ করবেন। গুগল ম্যপস ওপেন করুন।

২. গুগল ম্যাপসটি ওপেন করে স্কিনে খুব দ্রুততার সাথে ডবল ট্যাপ করুন। দ্বিতীয় ট্যাপ দেওয়ার পড়ে আঙ্গুল টি আর ফোন থেকে উঠাবেন না। আঙ্গুল টি স্কিনে লাগিয়ে রাখতে হবে।

৩. এবার মজা দেখুন। স্কিনে চেপে রাখা ধীরে ধীরে স্কিনের সাথে লাগিয়ে উপরের দিকে উঠালে জুম আউট হবে।

৪. আবার ধরে রাখা অবস্থাতেই নিচে নামলেই গুগল ম্যাপস এ জুম ইন হবে। খেয়াল করুন। দেখবেন যে আপনি এক হাত দিয়েই গুগল ম্যাপস ব্যবহার করতে পারছেন।

অবশেষে এই ট্রিকস গুলোর ব্যাপারে আমি বলতে চাচ্ছি যে, এই ট্রিকস তিনটি খুবই খুবই কার্যকরী এবং সহজলভ্য। আমি এই ট্রিকস গুলো ব্যবহার করে অনেক উপকৃত হয়েছি। ঠিক এজন্যই ট্রিকস গুলো আপনার সাথে শেয়ার করছি। ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে এখন আমার আর কোনো সমস্যাই হয় না। বিশ্বাস না হলে একসাথে দুটো ফিঙ্গারপ্রিন্ট যোগ করেই দেখুন।

নেটওয়ার্ক প্রবলেম তখন ঠিক হবে আপনার ফোনে প্রবলেম করবে, আপনি এমন ঘরে ঢুকলেন যেখানে নেটওয়ার্ক ই নাই সেখানে ঢুকে আমার ট্রিকস যতই ব্যবহার করেন কোনো কাজ হবে না। এবার মতামত দিচ্ছি তৃতীয় ট্রিকস এর ব্যাপারে, আমি যখনই গুগল ম্যাপ ব্যবহার করি। এই ট্রিকসটি ব্যবহার করতে ভুল করিনা। এতে করে আমার গুগল ম্যাপস ব্যবহার করা আগের থেকে অনেকটাই সহজলভ্য হয়ে গেছে। এখন আমি গুগল ম্যাপ এক হাতেই ব্যবহার করি।

সকলে ভালো থাকুন। সুস্থ থাকুন। ধন্যবাদ।

Level 3

আমি মো মারুফ শেখ। ৪র্থ সেমিস্টার, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট, মোহাম্মদপুর, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস