এনড্রয়েড মাস্টার [পর্ব-০১] :: গুগলের বিরক্তিকর অ্যাড থেকে মুক্তি সাথে গুগল নেভিগেটর ইউনিভার্সেল

এনড্রয়েডের ‍বিরক্তি কর সমস্যা হচ্ছে বিভিন্ন ফ্রি অ্যাপলিকেশনে অ্যাডসেন্সের বিরক্তিকর অ্যাড। যারা মায়ারী কিবোর্ড দিয়ে বাংলা লেখেন তাদের তো কিবোর্ডের আকারই চেন্জ হয়ে যায় অ্যাডের যন্ত্রণায়। তাছাড়া মূল্যবান ব্যান্ডউইথ খেয়ে ফেলে এসব অ্যাড।

আপনার ফোন যদি রুটিং করা থাকে তাহলে Adfree নামের এই সফটটি ব্যবহার করে গুগলের অ্যাডের হাত থেকে রক্ষা পেয়ে যাবেন।

ডাউনলোড

গুগল মার্কেটেই অ্যাপটি রয়েছে- ডাউনলোড করুন মার্কেট থেকে।

সফটটি ইন্সটলের পর নিচের মত স্ক্রিণ পাবেন, Download & Install Host এ ক্লিক করুন।

আর কিছু করতে হবেনা, ফোনটি রিস্টার্ট দিন। অ্যাড থেকে মুক্তি পেয়ে গেলেন! 

গুগল নেভিগেটর ইউনিভার্সেলঃ

যারা এনড্রয়েড ব্যবহার করেন তারা জানেন বাংলাদেশে গুগল নেভিগেটর ব্যবহার করা যায়না। আর নিভিগেটর ছাড়া গুগল ম্যাপের কোন এক্সপেরিয়েন্স ই পাওয়া যায় না। নেভিগেটরে কি রয়েছে?

  • আপনি কোথায় যেতে চান তা ঠিক করে দিলে, কোন রাস্তায় কিভাবে যাবেন তার লাইভ ভয়েস কমান্ড পাবেন!
  • রাস্তার মোডে পৌছালে আপনাকে জানিয়ে দেবে. আপনাকে ডানে যেতে হবে না বামে, কোথায় গিয়ে ডানে বামে মোড় নেবেন, লাইভ তার ধারাভাষ্য চলতে থাকবে! 
  • এর গ্রাফিক্যার ইন্টারফেস অনেক আধুনিক ও তথ্য বহুল
  • লোকেশন শেয়ার করবার সুবিধাসহ অনেক সুবিধা যা সাধারণ গুগল ম্যাপে ব্লক করা থাকে।

মোটরসাইকেলে চড়ে কানে হেডফোন লাগিয়ে গুগলের ইন্সট্রাকশন শুনে কোথাও যাবার ইক্সপেরিয়েন্স ই আলাদা!! 

সাথে থাকবে হাই-পারফরমেন্স ম্যাপ (গুগল আর্থ লুক)

 যেভাবে ব্যবহার করবেনঃ

প্রথমেই বলেছি গুগল নেভিগের বাংলাদেশকে সাপোর্ট করেনা, তাই সাধারণ ফোনে এটি চলেনা, ব্লক করা থাকে। কিছু এনড্রয়েড ডেভলোপার এটিকে আনলক করে ইউনিভার্সেল এডিশন আকারে বের করেছে। এটি ব্যবহার করতে ফোন রুট করা থাকতে হবে। এরপর Settings> Application> Unknown Source এনাবেল করে দিতে হবে।

ডাউনলোড

আনলক করা ভার্সনটি ডাউনলোড করুন মিডিয়াফায়ারের এই লিংক থেকে (সাইজ ৫.৩৫ মেগাবাইট)

মোবাইল থেকে QR স্ক্যানার দিয়ে ডাউনলোড করুন-

ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ হোক আপনার এনড্রয়েডিং-

--- নেট মাস্টার

Author: Dr. Tanzil

Level 2

আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks 4 share with us. Carry on………………

Level 2

Offline mode a kaj korbe ???? i mean map download er por without internet connection !

Net master vai. Pls. help me… Ami htc wildfire s (android 2.3.3) mob. buy korsi but internet active korte parchi na Banglalink, GP sim e. APN disi but no result. pls.. help me….

    @faisaaal007:
    কান্ট্রি লক করা সেট না নরমাল সেট?? ফোন দিতে পারেন তো?
    গ্রামীণফোনের ক্ষেত্রে APN হিসাবে শুধু gpinternet দেবেন, আর কিছুই দিতে হবেনা। 🙂
    তার আগে সিমে P1 বা P7 টাইপ কোন প্যাকেজ নিয়ে নেবেন। সমস্যা হলে বিস্তারিত জানাবেন।

@নেট মাস্টার, ভাল আছেন? আচ্ছা এই এপ্লিকেশনটা অন্য ও.এস (উইন্ডোস) এর জন্য নাই? থাকলে শেয়ার করেন, অনেক উপকার হবে….গুগল ম্যাপস্ ইন্সটল করা কিন্তু গুগল নেভিগেটর কোথাও পাই নাই

@নেট মাস্টার: ভাই, এটা ট্রায়াল ভার্সন…সব ফাংশন কাজ করে না, যদি পারেন ফুল ভার্সন এর লিংক দেন, আর এন্ড্রয়েট মোবাইল কম দামে কোনটা ভাল হবে জানাবেন, ধন্যবাদ।

    @রাসকিন:
    আমি উইন্ডোজ ব্যবহার করিনা রাসকিন ভাই, তাই ট্রায়াল কি না আমার জানার কোন সুযোগ নেই। গুগলে সার্চ দিয়ে বের করুন, একটু খুজলেই পেয়ে যাবেন।

    এনড্রয়েড সস্তায় চায়নায় তৈরী গ্রামীণফোন ক্রিস্টাল 12,500 টাকায় পাবেন, তবে কোয়ারিটি খুব ভালো পাবেন না।
    15,500 টাকায় আছে SAMSUNG গ্যালাক্সী পপ। এটা আমি ব্যবহার করি। ব্যাটারীর ব্যাকআপ খুব খারাপ, স্ক্রিণরেজুলেশন আহামরী নয়, তবে চমৎকার কাজ করে! 😀
    18,500 টাকায় HTC ওয়াইল্ডফায়ার পাবেন।

@নেট মাস্টার: অনেক ধন্যবাদ। 🙂

Level 0

hellow NET MASTER via android rooting niye akta tune korun please. othoba kuno link din jahate bujhte pari kivabe android root korbo.
Thanks for your valuable tunes.

    @mahbubul:
    রুটিং দেখুন এখানে-
    https://www.techtunes.io/mobileo/tune-id/75184
    https://www.techtunes.io/mobileo/tune-id/75308

    এনড্রয়েডের সেট ভেদে (যেমন সনি এরিকশন, স্যামসাং) রুটিং পদ্ধতি আলাদা নয়। একই রোম যেমনঃ ফ্রোয়ো এর সকল সেটেই একই এবং জিন্জারব্রেড এর সকলসেটে রুটিং একই। তাই আলাদা করে সেট ভেদে রুটিং খুজতে হবেনা।

bro ami sony ericsson xperia live w8 walkman (wt19i) use kori…
1. apnar adfree apps down korar por bolce amr set root kora na…kivabe root korbo?
2. bangla font to ace kintu mayari keybrd khuje pacci na? deflt language eng kora ota bangla korle pura set bangla hoi jay

bangla font ace, mayabi soft o ace….on korao ace….bt msg a input method pacci na….plz plz ager ques ta soho ans plzzzz

আমার মোবাইল Sony Ericsson live with Walkman
আমি আপনার দেয়া লিঙ্ক গুলো দেখেছি, ওই খানে যে রুটিং সিস্টেম দেয়া আছে তা আমার মোবাইলে কাজ করেনা..আমার firmware version 4.0.2.A.62
OS version 2.3.4
যদি পারেন সাহায্য করবেন
আর এই লেখাগুলি মায়াবী কিবোর্ড দিয়ে লেখা…
🙂

নিও-রিডার আমি বেশ আগে থেকে ব্যবহার করি। এর বিজনেস কার্ড স্ক্যানার অপশনটা বেশ কাজের। আর বারকোড তো চরম।

নেভিগেটরটার জন্য অনেক ধইন্যা। কিন্তু আমি ঠিক সিউর না যে বিল্ট ইন নেভিগেটর কাজ করে না। আমার তো মনে হয় আমার ফোনে নেভিগেট করা যায়। আমি করেছিও। কিন্তু ভয়েস কমান্ড কাজ করে না, সেটা জানি।

ওভারল, চরমিয়া পোস্ট!

    @দিহান: না বাংলাদেশে এখনো নেভিগেটর কাজ করেনা। আর ভয়েজ এর জন্য মার্কেট থেকে Text To Speech ডাউনলোড করতে হয়।

বিঃজিঃ আপনার ফোন কোনটা?

net vi thanx….bangla lekha sofol

ভাই রুটিং নিয়ে পরলাম কিন্তু করতে ভয় লাগছে যদি এত সাধের সেট টাই যায়।

নেট মাস্টার, আমার লাইভ with ওয়াকম্যানে [rooted] কোনভাবেই কিছু হচ্ছে না। ইন্সটল হয় ক্লকওয়ার্ক মড দিয়ে, কিন্তু কোন পরিবর্তন নাই। আর ভয়েস গাইডেন্স কেম্নে ইউজ করব?

ইউনিভার্সাল নেভিগেশন ইন্সটলের সময় বর্তমান যে প্রিলোডেড ম্যাপস+নেভিগেটর আছে তা কি আনইন্সটল করে নিতে হবে?

    @দিহান</@দিহান: আনইন্সটল করার দরকার নাই। আমার মোবাইলও wt19i (unrooted) 🙁 , আমি জাস্ট নেট মাস্টার ভাই এর এপিকে ফাইলটা ডাউনলোড করে মোবাইল এ ইন্সটল করছি কোন ঝামেলা হয় নাই। একদম সহজ। আর আপনার ফোন কিভাবে রুট করলেন তা যদি শেয়ার করেন তাহলে আমরা জানা এই সেট ব্যবহার করি তারা অনেক উপকৃত হবো। ধন্যবাদ।

      @রাসকিন: এইটা এপিকে ফাইল?? আমিতো দেখলাম জিপ ফাইল !!! যাই হোক আমার লাভই হইছে, আমি গতকাল রাত্রে আরো গবেষনা করে একেবারে নিউ এডিশন গুগল ম্যাপস ৬.৪ OWNHERE নামায়া নিলাম। এখানে নেট মাস্টারের দেয়া ভার্সনটা খুবই পুরাতন ৪.৬। আমার সেই হিসেবে ভালই হইছে…

নেভিগেটরটা কাজ করছে না… নেট মাস্টার প্লিজ হেল্প। আপনি কিভাবে ইন্সটল করেছেন স্টেপগুলা বলতেন যদি…….

@দিহান: sorry বলা লাগবে না। আমি গুগল ম্যাপস ৬.৪ ইউনিভার্সাল নামিয়ে নিয়েছি।

Level 0

vai ami Htc Hero gsm ta ki va ba 2.1 a root korbo ?

ami symphony xplore w10 use kori,??? atate ki mayari keyboard diea bangla likha jabe??? plzzz help plz plz@net master