মোবাইলেই ফাইল আনজিপ hoooohaaaa…..?????

দৈনন্দিন জীবনে যেকোনো প্রয়োজনীয় ফাইল শেয়ারিং বা কাউকে ই-মেইল পাঠানো অথবা ওয়েবে প্রকাশ করার জন্য ফাইলটি সংকোচন বা একত্রীকরণের (জিপ) প্রয়োজন পড়ে। এ কাজে ব্যবহার করা হয় 'জিপ ম্যানেজার'। সাধারণত কম্পিউটারের মাধ্যমে ফাইল জিপ বা আনজিপ করা হয়। কিন্তু যাঁদের মোবাইলই একমাত্র ভরসা, তাঁদের পড়তে হয় ঝামেলায়।
মোবাইলের মাধ্যমে ইন্টারনেট থেকে প্রয়োজনীয় ফাইল ডাউনলোড করা হয় সাধারণত Zip/Gzip/Rar/Tar ফরম্যাটে। তখন এ ফাইলটি open বা extract করার জন্য অনেকেই কম্পিউটারের শরণাপন্ন হন। কিন্তু জিপম্যান সফটওয়্যার
ব্যবহার করে মোবাইলের মাধ্যমেই এ সমস্যার সমাধান সম্ভব। এই সফটওয়্যারটি মোবাইলে ইনস্টল থাকলে, মোবাইলের যেকোনো ফোল্ডারে থাকা Zip/GZip/Rar/Tar ফরম্যাটের ফাইল সরাসরি মোবাইলে ব্যবহার করা যাবে অথবা আলাদা ফোল্ডারে Extract করা যাবে। তা ছাড়া যেকোনো file/document Zip করা যাবে। সিমবিয়ান অপারেটিং সিস্টেমের সব মোবাইলে এ সফটওয়্যারটি ব্যবহার করা যাবে। বর্তমানে Zipman2.50 ভার্সনটি পাওয়া যাচ্ছে এবং এটি সম্পূর্ণ ফ্রি। কম্পিউটার থেকে http://zipman.en.softonic.com/symbian/download লিংকে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে।
mediafire rar for pc link
http://www.mediafire.com/?vo35y5grdv43wps
mediafire sis live download for mobile
http://www.mediafire.com/?lazij8r1rifvb33

Level 0

আমি arman uddin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস