১ ঘন্টা চার্জে আপনার মোবাইল ৩ দিন চলবে অবিশ্বাস্য হলেও সত্য

Level 3
কাস্টমার কেয়ার এক্সেকিউটিভ, এশিয়া ইন্টারন্যাশনাল টেক (প্রাইভেট) লিমিটেড, চট্টগ্রাম

হ্যালো টেকটিউনস বাসীরা, আসসালামুয়ালাইকুম। সবাই কেমন আছেন, আশাকরি আল্লাহর রহমতে ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
থাম্বনেইল দেখেই নিশ্চই বুঝতে পারছেন আজ আমি আপনাদের সাথে কি বিষয় নিয়ে টিউন করব। হ্যাঁ, এটা সত্যি যে আপনি আপনার মোবাইলে এক ঘন্টা চার্জ দিলে আপনার মোবাইল তিনদিন পর্যন্ত চালাতে পারবেন আমার এই ট্রিকসটি ফলো করলে হবে

আমরা অনেকেই নিজের শখের মোবাইল দীর্ঘদিন ব্যবহার করতে পারি না, কিছু কিছু ভুলের কারনে। বর্তমানে বাজারে অনেক ভালো ভালো ব্র্যান্ডের মোবাইল রয়েছে। এগুলো যেমন হাই কুয়ালিটির তেমনি অনেক এক্সপেন্সিভ ও। কিন্তু তারপরেও আপনার শখের মোবাইল্টী কে বেশিদিন ব্যবহার করতে পারেন না। এইটা বিক্রি করলেও অনেক ঝামেলা পোহাতে হয়। যেমন, আপনার মোবাইলের স্টরেইজে থাকা ফাইল গুলো আবার নতুন মোবাইলে ট্রান্সফার করা।

 

১. শুরুতেই জেনে রাখা দরকার ফোন চার্জ দিলে গরম হয়ে যায় কেন?

আসলে যে কোন ইলেক্ট্রনিক্স জিনিষ অতিরিক্ত ব্যবহারের কারণে  গরম হয়ে যায়। এটি মূল কারণ। এই যেমন ধরেন, গাড়ি হতে শুরু করে টিভি, ফ্রিজ এবং অন্যান্য যে কোন ইলেক্ট্রনিক্স পণ্য গরম হয়। এইটা খুবই স্বাভাবিক ব্যাপার। তবে ভয় পাবার কোন কারন নেই।

 

২. মোবাইল এর ডিস্প্লে তেও গরম হয়ার কারণঃ

গেমস খেললে ও মোবাইল গরম হয়ে যাই। ভোল্টেজ বেড়ে গেলে ঐ সময় যদি আপনার মোবাইল চার্জিং অবস্থাতে থাকে, তাহলে এটী ডেমেজ হোয়ে যাওয়ার  সম্ভাবনা বেশী। চার্জ দিয়ে মোবাইলে কথা বল্লে। ফুল চার্জ হয়ার পর তা নিয়ে না নিলে। ব্যাটারির কারনেও মোবাইলের চার্জ কমে  যেতে থাকে। এছাড়া, আপনার মোবাইলের চার্জ খুব ই অল্প, কিন্তু তারপর ও আপনি নির্দিধায় ফোন ব্যবহার করছেন, তাহলে তা ব্যাটারির উপর এফেক্ট পড়বে।

৩. এছাড়া আপনার সিমের বা ওয়াই ফাই বা মোবাইল ডাটা লো হলে আপনার ফোনের প্রসেসর গরম হয়ে যাবেঃ

মুলত কানেকশন ধরে রাখার জন্য  মোবাইলের প্রসেসর ঐ প্রসেসিং এ ব্যস্থ থাকে। তাই এমনটা হয়। মোবাইলে শুধুমাত্রও দরকারি অ্যাপস ছাড়া বাকি সব unused file or app গুলো ডিলিট করে দিন। যখন wifi or data ব্যবহার করবেন না তখন আপনি সেই অপশনগুলো অফ করে রাখুন। বেশিরভাগ সময় smartphone company গুলো নিয়মিত আপডেট করে থাকে, তার কারনেও মোবাইল হিট হোটে পারে।

৪. কিছু দরকারি এপঃ

আমি  নিচে যে অ্যাপস গুলো দিয়েছি তা খুব ই কার্যকারি। এছাড়া এণ্টিভাইরাস অ্যাপস ব্যবহার করলে মোবাইল স্লো হোয়ে যায়। এই কিছু অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করে নিন।
শুরুতেই বলে রাখি আপনারা অনেকেই চার্জ দিয়ে ফোনে কথা বলেন। কিন্তু তা আপনার জন্য অনেক ক্ষতির কারণ হতে পারে। এই ভুলটি আপনারা কখনোই করবেন না। এটিতে মোবাইলের ব্যাটারির উপর আঘাত পরে। আপনার মোবাইলের সেটিংসে গিয়ে ব্ল্যাক মুড করে রাখুন।
এখন নিচে দেওয়া সব অ্যাপ গুলো ডাউনলোড করে ইনস্টল করুন। অ্যাপগুলো প্রতিদিন ব্যবহার করুন। ফোন অপটিমাইজ করুন। ফোন কুলার করে রাখুন। ফোন ক্লিনার করে রাখুন। পাওয়ার ব্যাংক করে রাখুন। পাওয়ার বুস্ট করে রাখুন প্রতিদিন। এই অ্যাপ গুলো প্রতিদিন একবার করে ব্যবহার করুন। আমি নিচে অ্যাপ গুলোর গুগল প্লে স্টোরের লিংকগুলো দিয়ে দিয়েছি। প্রতিদিন একবার করে ব্যবহার করুন এই অ্যাপ গুলো এবং ম্যাজিক দেখুন। আপনি সত্যি সত্যিই অবাক হবেন। তাহলে আর দেরি কেন এগুলো এখনি ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করুন।
নিচে অ্যাপ গুলোর লিংক দেওয়া হল। নিচে দেওয়া অ্যাপগুলো সবগুলোই প্রতিদিন একবার করে ব্যবহার করতে হবে মাস্ট। আপনার ফোন এর wifi অফ করে রাখুন যখন ব্যবহার করবেন না। সব সময় আপনার ফোনে ইন্সটাল করা এপ্ টী যেমন জাঙ্ক ফাইল এপ্টি ব্যবহার করবেন প্রতিদিন। দিনে শুধুমাত্র একবার চার্জ দিবেন। মোবাইলের ব্রাইটনেস অটো অন করে দিন। সুর্যের আলোতে বেশিক্ষণ থাক্লে আপনার ফোন গরম হয়ে যাবে। তাই এইটা থেকে সাবধানে থাকুন। এছাড়া নেটওয়ার্কের কারণে মোবাইল এর ব্যাটারি গরম হয়ে যেতে পারে। যেমন নেট অয়ার্ক কানেক্সন স্লো হলে চার্জ কমে তো যাবেই, সাথে সাথে মোবাইলের ব্যাটারিতেও বিরুপ প্রভাব ফেলবে। নিচে দেওয়া অ্যাপ গুলো খুবই কার্যকরি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আমার টিউন ভালো লাগলে  একটা জোশ করবেন। ধন্যবাদ।

 

 

 

 

Level 3

আমি সজিব মাহমুদ সাইমুন। কাস্টমার কেয়ার এক্সেকিউটিভ, এশিয়া ইন্টারন্যাশনাল টেক (প্রাইভেট) লিমিটেড, চট্টগ্রাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি যে দুরন্ত, দুচোখে অনন্ত,ঝরের দিগন্ত ঝুরেই সপ্ন সাজাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস