ম্যাসেঞ্জারের নতুন আপডেট অটো রিপ্লাই সেট করার সম্পূর্ণ নিয়ম

টিউন বিভাগ মোবাইলীয়
প্রকাশিত
জোসস করেছেন

আলেচনা

হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের টিউনে আমি আলোচনা করব যে মেসেনজার এর নতুন কিছু আপডেট নিয়ে। আপডেট টি হলো অটো রিপ্লে। অর্থাৎ সেট করে রাখলে আপনার মোবাইল থেকে তার মোবাইল এ এটো মেটিক আপনার সেট করা রিপ্লে চলে যাবে। তাই নিচে থাকা আমার অটো রিপ্লে  সেট করার জন্য (অটো রিপ্লে সেট করার নিয়মটা) পড়ুন। আপনি আমার দেওয়া নিয়মটা যদি সঠিক ভাবে ফলো করলে আপনি আপনার মোবাইলে অটো রিপ্লে সেট করতে পারবেন।  আমি আপনাদের কে মেসেঞ্জারে একটা জোস পিচার এর কথা বলব। যেই পিচারটা আপনারা হয়তো এতদিন মনে মনে খুজছিলেন। দেখেন কোন সেই জোস পিচার। আমি মেসেঞ্জার থেকে এই ফোনে একটা হাই লিখে পাঠালাম। এখন হাই লিখে পাঠানোর সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমার এখানে একটা রিপলে চলে আসছে কারন তার অটো রিপ্লে সেট করা। আপনারা যদি চান যে এরকম অটো রিপ্লে আপনার সেট করে রাখবেন, তাহলে কিন্তু আপনারা সেটা মেসেঞ্জারে করে রাখতে পারেন। শুধু মেসেঞ্জারই না সেটা কিন্তু আপারা হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামেও করে রাখতে পারবেন। শুধু এসব ধরনের অ্যাপে না আরো যত ধরনের চেটিং অ্যাপ আছে সেগুলোতেও আপনি অটো রিপ্লে সেট করতে পারবেন। শুধু নিয়মটি ফলো করুন। চলুন আপনাকে আসলে এটা কিভাবে সেট করে করতে হয় সেটা বলি।

অটো রিপ্লে সেট করার নিয়মঃ
আপনার ফোনে শুরুতেই আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোর এ আশার পর আপনি সার্চ বাড়ে গিয়ে লিখবেন যে, আই  এম অটো রিপ্লে (I, m auto-reply)। আই এম অটো রিপ্লে লিখার পর দেখবেন যে আপনার সামনে সেই কাঙ্খিত অ্যাপটি চলে আসবে। ইন্সটলে ক্লিক করে অ্যাপটি আপনারা ইন্সটল করে নিবেন। অ্যাপটি ইন্সটল হয়ে গেলে মোবাইলের হোমে চলে এসে এখন একটা অ্যাপ এর উপর ক্লিক করবেন। অ্যাপে ক্লিক করার পর সামনে একটি ইন্টারফেস চলে আসবে। এখন সেখান থেকে পারমিশন চাইলে পারমিশ গুলো এলো করে দিবেন। দেওয়ার পর  হচ্ছে আইএম অটো রিপ্লে  এখান থেকে হচ্ছে এটা কি আমি এড করে দিলাম। এখন আবার কি করলাম এখন ব্যাক করে চলে আসি। ব্যাক করে চলে আসি। এখান থেকে এডে ক্লিক করে দিলাম। আবার হচ্ছে এখান থেকে এলো করে দিলাম। এলাও করে দেওয়ার পর এই যে দেখবেন উপরের দিকে  মেসেঞ্জার নামে একটা অপশন রয়েছে। সেখানে ক্লিক দিলে কিন্তু এটা সচল হয়ে যাবে। সচল হয়ে যাওয়ার পর এখানে আপনি যেটা অটো রিপ্লে সেট করবেন এখানে আপনি যেটা লিখে দিবেন। অটো রিপ্লে জন্য সেটাই আপনি লিখে ফেলতে পারেন। আপনাদের বুঝার  সার্থে আমি লিখলাম আই এম বিজি ঠিক আছে। এখন কিন্তু লেখা শেষ। এখন যদি আমি এখান থেকে অন যে বাটনটা রয়েছে এটার উপর ক্লিক দিলে কিন্তু অন হয়ে যাবে। এটা অন হয়ে গেল। এখন জাস্ট কেউ যদি এই ফোন  টেক্সট পাঠায় আপনি কোন কাজে থাকলে দেখবেন যে আপনার সেট করা শব্দটি আইন  এসএম বি জি (I am busy) আটো-মেটিক ছলে আসবে। অনেক সময় দেখা যায় যে আমাদের জরুরী প্রয়োজনে কোন একটা কাজে আমরা আছি বা যাচ্ছি, অটো মেটিক রিপ্লে তার কাছে চলে যাবে। ওটা আর লিখতে হবে না। এই ফিচারটা আমার কিন্তু বেশ কাজে লাগে। আপনাদের কেমন লাগলো ফিচারটা অবশ্য আমাকে নিচে টিউমেন্ট করে জানান।

লেখকের কথা

এই ছিল আজকের টিউনে। পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং আরো টিউন এর জন্য আমাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোন টিউনে। ধন্যবাদ।

আল্লাহ হাফেজ

Level 1

আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস