ঈদ আসছে । ঈদে এসএমএস পাঠানোর হিড়িক পড়ে যায় । আমরা যারা স্টুডেন্ট যারা কোন ইনকাম করি না, টাকা খরচ করে এসএমএস পাঠাতে যাদের কষ্ট হয় এই টিউনটি তাদের জন্য ।
এটা একটি ওয়েব সার্ভিস , আপনি মোবাইল ব্যবহার না করেই শুধুমাত্র নেট থেকে এসএমএস করতে পারবেন যত খুশি । 😆
এর জন্য আপনার একটি এয়ারটেল সিম থাকতে হবে ।
প্রথমে নিচের লিঙ্ক এ ক্লিক করুন
http://myaccount.bd.airtel.com/portal/page?_pageid=93,378188&_dad=portal&_schema=PORTAL
একটি পেজ আসবে যার ডানে মাঝের দিকে লগিন বক্স পাবেন ।
নিচের ছবিটি লক্ষ করুন ।
আপনার যদি এয়ারটেল (পূর্বের ওয়ারিদ) এর ওয়েব এ রেজিস্টার করা থাকে তাহলে আপনার মোবাইল নং ও পাসওয়ার্ড দিয়ে লগিন করুন ,
না থাকলে ক্রিয়েট প্রোফাইল এর ডানে click here এ ক্লিক করে আপনার প্রোফাইল ক্রিয়েট করে নিন ।
ব্যাস আপনার প্রোফাইল তৈরি শেষ ।
এরপর আপনার মোবাইল নং ও পাসওয়ার্ড বসিয়ে লগিন করুন ।
নতুন পেজ এ কিছু অপশন পাবেন । নিচের ছবিটি দেখুন ।
এরপর নিচের মত একটা পেজ পাবেন । নং অনুসারে কাজ করুন ।
সেন্ড বাটন চাপার পর নিচে একটি কনফার্মেশন চেকবক্স পাবেন ।
চেক করে continue চাপুন ।
ব্যাস এসএমএস চলে যাবে। Message Sent লেখা আসবে ।
আপনি এভাবে যত খুশি এসএমএস পাঠাতে পারবেন যে কোন এয়ারটেল নং এ ।
তো শুরু করে দিন মেসেজিং ।
এবার এফএনএফ চেঞ্জ করার পালা ।
এসএমএস পাঠানোর সময় খেয়াল করলে দেখতে পাবেন বাম পাশে কিছু অপশন আছে । তার মধ্যে থেকে Friends and Family অপশন এ ক্লিক করুন।
নিচের মত পেজ আসবে ।
এফএনএফ ডিলিট করতে বক্স এ ক্লিক করুন এবং কনফার্ম করুন ।
আর অ্যাড করতে অ্যাড বাটন চাপুন ।
এছাড়া আপনি এয়ারটেল এর যে কোন সার্ভিস অ্যাক্টিভ/ডিঅ্যাক্টিভ করতে পারবেন ।
সবচেয়ে মজার ব্যাপার হল আপনি আপনার এসএমএস ও কল এর লগ দেখতে পারবেন এমনকি আপনার Recharge History ও দেখতে পারবেন !!!!!!!
কেমন লাগল জানাবেন ।
নিজে শিখুন অন্যকে শিখতে উৎসাহিত করুন ।
আমি কমপুটার পোকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানতে ভাললাগে তাই টেকটউনস পড়ি । কম্পিউটার, নিত্যনতুন প্রযুক্তি, ইন্টারনেটে অনেক আগ্রহ। কিন্তু কিছুই পারি না !! তাই জানতে চেষ্টা করি ... :)
আমার পাসওয়ার্ড ভুলে গিছি… ফরগট দিলে প্রশ্নের উত্তর চায় কিন্তু প্রশ্ন খালি । এখন কি করি ?