অপারেটরদের অফার সমূহ

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গ্রাহকদের নিত্যনতুন চাহিদা আর প্রয়োজনের কথা বিবেচনা করে তাদের আকৃষ্ট করতে মোবাইল অপারেটর কোম্পানিগুলো নানা সময় নানা অফার ঘোষণা করে। এসব অফার ঘোষণার সঙ্গে সঙ্গে তা ব্যাপকভাবে প্রচার হয় পত্রপত্রিকা, টেলিভিশন ও বিলবোর্ডে। অপারেটরদের চলমান অফারগুলো এখানে তুলে ধরা হলো।

গ্রামীণফোন
--------------
ক্যাশব্যাক অফার
-------------------
অন্যান্য অপারেটর কোম্পানি আগেই এ ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে। এবার দেশের সবচেয়ে বড় মোবাইল কোম্পানি নিয়ে এলো এ ক্যাশব্যাক অফার। ১০ টাকার কথা বললেই ২ টাকার কথা ফেরত। গ্রামীণফোনের সব প্রিপেইড (সহজ, বন্ধু, আপন), স্মাইল, ডিজুস, বন্ধন, বিজনেস সলুশন প্রিপেইড ও একতার গ্রাহকরা ১৭ জুন থেকে ১৪ দিন এই অফার ভোগ করতে পারবেন। রেজিস্ট্রেশন করতে ‘start i’ লিখে পাঠাতে হবে ৯৯৯৯ নম্বরে।

বাডি ট্র্যাকার
----------------
আপনার বন্ধু কিংবা প্রিয়জনকে খুঁজছেন? আর চিন্তার কারণ নেই। গ্রামীণফোন নিয়ে এসেছে নতুন অফার ‘বাডি ট্র্যাকার’। যাতে সহজেই আপনি আপনার বন্ধু কিংবা প্রিয়জনের অবস্থান জানতে পারবেন। বন্ধুকে খুঁজতে টাইপ করুন আপনার অবস্থান। স্পেস দিয়ে লিখুন আপনার বন্ধুর নাম অথবা মোবাইল নম্বর আর পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে। ফিরতি বার্তায় আপনি জেনে যাবেন আপনার কাঙ্ক্ষিত মানুষটি এখন কোথায় আছেন। কিন্তু বন্ধু খোঁজার আগে নিজে নিবন্ধিত হতে হবে। নিবন্ধনের জন্য লিখতে হবে start, তারপর স্পেস দিয়ে আপনার নাম লিখে পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে। বন্ধুকে সংযুক্ত করতে add লিখে স্পেস দিয়ে বন্ধুর নম্বর স্পেস বন্ধুর নাম লিখে পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে। বন্ধু আপনাকে গ্রহণ করলেই কেবল তার অবস্থান জানার জন্য আপনি এ অফার কাজে লাগাতে পারবেন। বন্ধুর আবেদন গ্রহণ করতে <Y> অথবা গ্রহণ না করতে <N> লিখে স্পেস দিয়ে অটো জেনারেটেড কোড লিখে পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে। ২৪ জুন পর্যন- এ অফার একদম ফ্রি।

বাংলালিংক
-------------
এবার লড়াই হবে এসএমএসে
-----------------------------------
বাংলালিংক নিয়ে এসেছে ‘আনলিমিটেড এসএমএস’ অফার। এ অফারে বাংলালিংক প্রিপেইড ও ‘কল অ্যান্ড কন্ট্রোল’ গ্রাহকরা প্রতিদিন ২ দশমিক ৯৯ টাকায় (ভ্যাট যোগ হবে) ১০০টি এসএমএস পাঠাতে পারবেন যে কোনো বাংলালিংক নম্বরে। গত ৬ জুন থেকে এ অফার চলছে। অফারটি সক্রিয় করতে ডায়াল করুন *২২২*৮# নম্বরে। প্রতিদিন ‘আনলিমিটেড এসএমএস’ অফার উপভোগ করতে কমপক্ষে ২ দশমিক ৯৯ টাকা (+ভ্যাট) রিচার্জ করতে হবে। টাকা রিচার্জ করলেই বোনাস এসএমএস পৌঁছে যাবে আপনার অ্যাকাউন্টে। এসএমএস ব্যালান্স চেক করতে ডায়াল করুন *১২৪*৩# নম্বরে।

হাজার বছরের ঘুমও ভেঙে যাবে
-------------------------------------
হাজার বছরের ঘুম ভেঙে দিতে বাংলালিংক নিয়ে এসেছে ‘এক্সাইটিং রিঅ্যাক্টিভেশন অফার’। এ অফারে ১ এপ্রিল ২০১১ তারিখের পর অব্যাহতভাবে বন্ধ থাকা বাংলালিংক দেশ, দেশ রঙ, লেডিস ফার্স্ট, এক রেট, এক রেট দারুণ, দেশ ৭ এফএনএফ ও রংধনু সংযোগ চালু করলেই সব বাংলালিংক নম্বরে ২৫ পয়সা প্রতি মিনিট এবং অন্য নম্বরে ৬৫ পয়সা প্রতি মিনিট সুবিধা উপভোগ করতে পারবেন। যে কোনো পরিমাণ রিচার্জের ৭২ ঘণ্টার মধ্যে ৩০ দিনের জন্য এ অফার কার্যকর হবে। দ্বিতীয় ও তৃতীয় মাসে এ অফার উপভোগ করতে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় মাসে যে কোনো পরিমাণ রিচার্জ করতে হবে। কোনো সংযোগ এই অফারের আওতাভুক্ত কি না তা জানতে যে কোনো বাংলালিংক নম্বর থেকে ওই নম্বরটি লিখে ৪৩৪৩ নম্বরে এসএমএস করতে হবে।

এয়ারটেল মাই এয়ারটেল মাই অফার
-----------------------------------------
প্রত্যেকটি মানুষের চাহিদা আলাদা। আবার একই মানুষের একেক সময় একেক চাহিদা থাকে। এসব চাহিদার কথা বিবেচনা করে বাংলাদেশে প্রথমবারের মতো এয়ারটেল নিয়ে এসেছে ‘মাই এয়ারটেল মাই অফার’। এখানে প্রতিসপ্তাহে একজন গ্রাহক তার ইচ্ছেমতো যে কোনো অফার গ্রহণ করতে পারেন। যেমন কোনো সপ্তাহে তিনি রাতে বেশি কথা বলবেন তাহলে তিনি ওই সপ্তাহে ‘নাইট টাইম অফার’ কার্যকর করতে পারবেন। আবার কোনো সপ্তাহে তিনি দেখলেন তার ইনকামিং বেশি হচ্ছে তাহলে তিনি ওই সপ্তাহে ‘ইনকামিং বোনাস’ অফার কার্যকর করতে পারবেন। এভাবে প্রতিসপ্তাহে একজন এয়ারটেল গ্রাহক নাইট টাইম অফার, ইউসেজ বোনাস, ইনকামিং বোনাস, রিচার্জ বোনাস, ইন্সট্যান্ট ক্যাশ ব্যাক ও বান্ডল অফারের মধ্যে থেকে যে কোনো একটি অফার কার্যকর করতে পারেন। অফার সম্পর্কে আরো জানতে ডায়াল করতে হবে *২২২# নম্বরে।

ইন্সট্যান্ট সেলিব্রেশন
------------------------
এয়ারটেলের নতুন প্রিপেইড সংযোগ কিনলেই এখন গ্রাহক পাচ্ছেন ৫০০ মিনিট টকটাইম এবং ৫০০ এসএমএস একদম ফ্রি। আর সংযোগের মূল্য পড়ছে ১৪৯ টাকা। ফ্রি টকটাইম ও এসএমএস কার্যকর রাখতে সংযোগ সক্রিয় হওয়ার ৩০ দিনের মধ্যে কমপক্ষে ৫০ টাকা রিচার্জ করতে হবে। এছাড়া লোড করার আগেই ২০ টাকা টকটাইম পাওয়া যাবে এ সংযোগ কিনলে। এই সংযোগ থেকে যে কোনো এয়ারটেল নম্বরে প্রতি সেকেন্ড ১ পয়সা এবং অন্য অপারেটরে প্রতি সেকেন্ড ২ পয়সা কলরেটে কথা বলা যাবে। বোনাস সম্পর্কে জানতে ডায়াল করতে হবে *৭৭৮*৫# এবং *৭৭৮*২# নম্বরে।

রবি নিবেদিত ‘কে হতে চায় কোটিপতি’
--------------------------------------------
বিশ্ববিখ্যাত রিয়েলিটি শো ‘হু ওয়ান্ট্‌স টু বি মিলিয়নিয়র’-এর বাংলা ভার্সন ‘কে হতে চায় কোটিপতি’ শুরু হতে যাচ্ছে বাংলাদেশে। এই বিগ টেলিভিশন গেম শো নিবেদন করছে রবি। এ শোতে অংশ নিতে হলে আপনার একটি রবি সংযোগ থাকতে হবে এবং সেই সংযোগ থেকে ডায়াল করতে হবে ৭৭৭৭ অথবা *১৪০*৭৭# নম্বরে। প্রতিটি এসএমএসের জন্য খরচ হবে ৬ টাকা (+ভ্যাট), ভয়েস কলের জন্য প্রতি মিনিট ৬ টাকা (+ভ্যাট)।

রবি কথাবার্তা উৎসব
------------------------
প্রতি শুক্র ও শনিবার মানুষ ছুটি কাটায়। প্রিয়জনদের সঙ্গে কথা বলার জন্য এ সময় মানুষের হাতে থাকে প্রচুর সময়। আর এ সময় প্রিয়জনদের সঙ্গে একটু বেশি কথা বলার সুযোগ দিতেই রবি নিয়ে এলো ‘কথাবার্তা উৎসব’। এ দুদিন কোনো ঝামেলা ছাড়াই সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কম খরচে কথা বলতে পারবেন রবি প্রিপেইড ‘রবি ক্লাব’, ‘সরল’, ‘স্বচ্ছ’ ও ‘সাশ্রয়ী’ প্যাকেজের গ্রাহকরা। প্রথম মিনিট ১ টাকার পর দ্বিতীয় মিনিট থেকে রবি নম্বরে ২৫ পয়সা এবং অন্য অপারেটরে ৬৫ পয়সা প্রতি মিনিট। এছাড়া ৫ টাকায় ২০ মেগাবাইট পর্যন্ত ইন্টারনেট ব্রাউজিং সুবিধা তো থাকছেই। এ সময় এফএনএফ ও প্রিয় নম্বরের সুবিধা কার্যকর থাকবে। দিনের অন্য সময় কলচার্জ অপরিবর্তিত থাকবে।

সিটিসেল মিস্‌ড কল অ্যালার্ট একদম ফ্রি
---------------------------------------------
সিটিসেল নিয়ে এলো মিস্‌ড কল অ্যালার্ট সুবিধা। মোবাইল বন্ধ থাকলেও মোবাইল ব্যবহারকারী মিস করবেন না কিছুই। মিস্‌ড কল অ্যালার্ট সার্ভিসটি চালু করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে START টাইপ করে পাঠিয়ে দিতে হবে ২৬২২২ নম্বরে। আর সার্ভিস বন্ধ করতে ঝঞঙচ টাইপ করে পাঠিয়ে দিতে হবে ২৬২২২ নম্বরে। সার্ভিস সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য টাইপ করে পাঠিয়ে দিন ২৬২২২ নম্বরে। অফারটি উপভোগ করতে রেজিস্ট্রেশন চার্জ ১০ টাকা (+ভ্যাট) এবং মাসিক চার্জ ১০ টাকা/মাস (+ভ্যাট) প্রদান করতে হবে। প্রতি মাসে অ্যাকাউন্ট থেকে এ মাসিক চার্জ কেটে নেওয়া হবে। সার্ভিসটি ৩০ জুন পর্যন্ত একদম ফ্রি।

বিদেশ থেকে টাকা পেতে সিটিসেল
---------------------------------------
বিদেশ থেকে পাঠানো প্রিয়জনের টাকা সহজে পাওয়ার জন্য সিটিসেল নিয়ে এসেছে ‘মানিব্যাগ রেমিট্যান্স’ অফার। এখন রেমিট্যান্স গ্রাহকরা তাদের প্রবাসীদের পাঠানো টাকা অতি সহজে সিটিসেলের নির্ধারিত কাস্টমার কেয়ার পয়েন্ট থেকে গ্রহণ করতে পারবেন। গ্রাহককে ট্রানজেকশন রেফারেন্স নম্বর (টিআরএন), টাকার পরিমাণ, ব্যাংকের নাম, পাসপোর্টের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র ইত্যাদি সঙ্গে নিয়ে কাস্টমার কেয়ার পয়েন্টে যেতে হবে। এ সার্ভিস শুধু এবি ব্যাংক প্রদত্ত ‘এক্সপ্রেস মানি’ ও ‘ইন্সট্যান্ট ক্যাশ’-এর রেমিট্যান্স সেবার জন্য প্রযোজ্য।
এছাড়া সিটিসেল মানিব্যাগের মাধ্যমে এখন সিটিসেল গ্রাহকরা ডেসকো ও ঢাকা ওয়াসার বিল পরিশোধ করতে পারেন।

পূ্র্বে প্রকাশিত এইখানে :এখানে

এই রকম আরো কিছু জানতে ঘুরে আসতে পারেন আমার ফোরামে: http://www.torrentsbd.com

Level New

আমি শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 184 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমাকে ফেসবুকে পেতে http://www.facebook.com/shuvobd1020


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লাগ্ল। খুবএ কাজের জিনিন্স।। ভাই profile এ ছবি এড করব কীভাবে। জানাবেন

    Level New

    ভাই profile এ ছবি এড করব কীভাবে আমার জানা নেই

🙂

Level New

পাবেন কিছু দিন পর , torrents লিঙ্ক শেয়ার করা হবে

টিউনার:::::১০ টাকার কথা বললেই ২ টাকার কথা ফেরত। গ্রামীণফোনের সব প্রিপেইড (সহজ, বন্ধু, আপন), স্মাইল, ডিজুস, বন্ধন, বিজনেস সলুশন প্রিপেইড ও একতার গ্রাহকরা ১৭ জুন থেকে ১৪ দিন এই অফার ভোগ করতে পারবেন।:::::

##লেখক এর কাছে প্রশ্ন আজ কত তারিখ বলবেন কি???

টিউনার:::এয়ারটেলের নতুন প্রিপেইড সংযোগ কিনলেই এখন গ্রাহক পাচ্ছেন ৫০০ মিনিট টকটাইম এবং ৫০০ এসএমএস একদম ফ্রি::::

##আমি যতোটুকু জানি নতুন সংযোগে 20টাকা প্রিলোডেড ও 50টাকা রিচার্জ করলে 600মিনিট ফ্রী

আরো কিছু ভুন তথ্য আছে ….আমি আপনাকে ছোট করতে এগুলো মার্ক করলাম না বরং একটু দৃষ্টি আর্কষন করতে যেন এরকম ভুয়া ইনফরমেশন পেয়ে মানুষ বিভ্রান্ত না নয় ।

আর প্রোফায়িলে ছবি যোগ করা সহ অনেক কিছু এখানে পাবেন । (https://www.techtunes.io/review/tune-id/43637/)

ভাই টিউন করলেন পাকিস্তান আমলে, আর প্রকাশ হল এখন, বুঝলাম না কাহিনী।

Level 0

সন্তুষ্ট হতে পারলাম না।

saptahik 2000 theke copy marche

ভাই টিউন করলেন পাকিস্তান আমলে, আর প্রকাশ হল এখন, বুঝলাম না কাহিনী। ha haaaaaaaaaaa

Ki sob tune hoy ajkal. Jar karon, uddesso konotii bodhgommo noy.

মোবাইল অপারেটরদের সার্ভিস নিয়ে আমার একটা সাইট আছে। সময় পেলে দেখবেন। http://bmon.sabbd.com

Vule vora tune. Thanks

ভাই কি টাইম মেশিন দিয়ে পিছায়ে গেছেন নাকি আমরা আগায়ে গেছি ঠিক বুঝতেসি না …………

কনফিউজিং