আপনার কম্পিউটার রিমোট কন্ট্রোল করুন মোবাইল ফোন দিয়ে।। জটিল জিনিস!!

 

খুব মজার একটা আর্টিকেল টিউন করছি। এটা নিয়ে আগে কখনো টিউন হলে ক্ষমা চাচ্ছি। কারন আমি টেকটিউনে নতুন। আশা করি কমেন্ট করবেন। আপনাদের কাছে আর একটা বিষয়ে সাহায্য চাচ্ছি, সেটা হচ্ছে আমি এই বছর এইচএসসি পাশ করেছি। আমার যা রেজাল্ট ( A) তাতে আমাকে প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হতে হবে। কিন্তু কোন ভাল প্রাইভেট ভার্সিটিতে টেক্সটাইল বা eee তে কম খরচে বের হওয়া যাবে বুঝতে পারছি না। আপনারা আমাকে ভাল পরামর্শ কমেন্ট করুন।

 

এবার কাজের কথায় আসি....

এজন্য যা দরকার :

১. “Phone Remote Control” সফ্ট্ওয়্যার

(এখান থেকে ফুল ভার্সন ডাউনলোড করুন) 

পাসওয়ার্ড: anik

২. ব্লুটুথ ডিভাইস।

এখন অবশ্য অনেক ল্যাপটপে ব্লুটুথ থাকে। ভাল ব্লুটুথ ডিভাইস থাকতে হবে। ছোট কালো রঙের যে ব্লুটুথ ডিভাইস বাজারে পাওয়া যায় ৫০-৮০ টাকায়, সেগুলো কিনলে ঠকবেন। ভাল ব্লুটুথ ডিভাইস পাবেন আইডিবি ভবনে ২০০-২৫০ টাকার মধ্যে।

 

এবার কাজ শুরু করা যাক:

১. প্রথমে জিপ্ ফাইল থেকে এক্সট্রাক্ট করে “Phone Remote Control” সফ্ট্ওয়্যারটি ইনস্টল করুন। তারপর “reg.key” ডাবল ক্লিক করে একে ফুল ভার্সন করুন এবং আপনার মুঠোফোনে জিপ্ ফাইলের ভেতরে থাকা “Java Client” ফোল্ডার থেকে যে কোন একটি ভার্সনের “brc” সফ্ট্ওয়্যার “PC Suite” সফ্ট্ওয়্যারের সাহায্যে ইনস্টল করুন।

 

২. এবার PC তে ব্লুটুথ ডিভাইস প্লাগ ইন করুন এবং মোবাইলের ব্লুটুথ ওপেন করে “PC Suite” এর সাহায্যে কম্পিউটারের সাথে কানেক্ট করুন। এবার “Phone Remote Control” সফ্ট্ওয়্যারটি PC থেকে ওপেন করুন এবং মোবাইলের Application ফোল্ডার থেকে “Bluetooth RC” ওপেন করুন।

 

 

৩. এবার ওপেন করা “Phone Remote Control” সফ্ট্ওয়্যারের “Connect from PC” অপশনে গিয়ে “Select Phone” অপশনে ক্লিক করুন এবং একই সাথে মোবাইল  থেকে ওপেন করা “brc” সফ্ট্ওয়্যার থেকে “Search” অপশনে ক্লিক করে কানেক্ট করুন। 

 

 

 

 

৪.এবার দেখুন আপনার মোবাইলে অনেকগুলো অপশন এসেছে। Power point, itune, Media player, Mouse Controller ইত্যাদি।

 

 

৪. “Mouse Controller” অপশনে ক্লিক করলে আপনার মোবাইলে আপনার পুরো ডেস্কটপ দেখতে পাবেন। ফলে ঘরের অন্য কক্ষে গিয়েও

মোবাইল দিয়ে PC নিয়ন্ত্রন করতে পারেন। এছাড়া আরও অনেক অপশন আছে যেমন, Power point, VLC media Player, Win Amp ইত্যাদি আপনার প্রয়োজন মতো ব্যবহার করবেন। 

 

 

**আশা করি এই টিউনটি আপনাদের কাজে লাগবে।

 

 

 

Level 0

আমি নোমান অনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রতিনিয়ত নতুন কিছু আবিষ্কারের সন্ধানে ছুটছি ..... cell: 01555555505


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খরচ দেখলে হবেনা। দরকার হলে আবার অ্যাডমিশান দাও। ভালো পয়েন্ট তুলে পরীক্ষা দাও চান্স পাবে।

ভাই প্রথম পাতায় লেখা পোস্ট হওয়ার শর্ত কি একটু বলবেন?

Level 0

valo………..

"এটা নিয়ে আগে কখনো টিউন হলে ক্ষমা চাচ্ছি" – এই কথাটি না বলে একটা সার্চ দিয়ে দেখেন না কেন?
আপনাকে ধন্যবাদ। 😉

অনেক ভাল হইছে । কাজে লাগবে । thanks

Level 0

ki link dilen vai.. !!! Download korte gele password chae…
Password pabo koi???

ভালো টিউন। ধন্যবাদ।

Valo tune…………

Level 2

ektu beshi cost porleo amr mone hoi pvt e porleahsanullah e best, other wise 2nd time diye charta varsity moddhe akta te dhuke jao

আমি অনেকদিন ধরে ব্যবহার করতেছি। আমার কাছে অনেক ভাল লাগছে, কারন যখন খুব ঘুম পায় তখন বিছানা থেকে উঠে কম্পিউটার বন্ধ করা খুব বিরক্তিকর মনে হয়। শুয়ে থেকেই শাটডাউন দিয়ে দেই। কম খরচে টেক্সটাইলে পরতে চাইলে City University তে ভর্তি হতে পারেন। বিস্তারিত জানতে http://cityuniversity.edu.bd/contact.php

Level 0

আমার মতে সব থেকে ভালো হবে Ahsanullah University of Science & Technology (AUST)
বাংলাদেশে টপ রেংকিং ৩ টার মধ্যে এটা একটা। এছাড়া এখানকার পড়াশুনার পরিবেশ খুবই ভালো। খরচও অনেক কম।

    Level 0

    @রউফ: Ahsanullah University of Science & Technology (AUST) te minimum 9.75 lagbe…. tao aibar hobe kina doubt ase!!!!! aibar hoeto full 10 e nibe

আমার Symphony X110 মোবাইল। এই মোবাইলে কি হবে ? আমি একবার ট্রাই করেছিলাম কিন্তু সকল অপশন আসে নাই। শুধু স্পিকার সাপোর্ট ছাড়া। যেমন আমার মোবাইলে যে কথা বলা হবে সেই কথা পিসি এর স্পিকারে শোনা যাবে। কিন্তু আমি সকল ফিচার পাই নাই। কেন ?

Level 0

tune ta valo hoyese…..

Phone connect korbo ki vaba ??

Somphony set ki vaba connect krobo ??

vai. apnar contact number ta ki deya jabe……@ anik vai

Level 0

vai ami ai softwar ti ki vabe amar android(2.1) a use korte parbo,janale onek khusi hotam………….

ভাই NOKIA 5130 XM এ কি কাজ করবে ?

Level 0

u can admit yourself in SOUTHEAST UNIVERSITY.
it takes 425000tk.in 12 semester (every semester’s duration is 4 month).
u need to pay around 35000 in every semester in 3 (40%+30%+30%) installment.
WISH U A VERY BEST OF LUCK

Level 0

nice

vi kew ki ama ke bolte paren ami nokia c6 mobile e pc kyeboard bluetooth dea ki vabe use kor bo……….?

bhai kajer jinis dilen kintu demo virsion sw kore je 1 mnt cholar por r cholena