S60 v3 ও v5 সিরিজের জন্য জটিল দুটি সফটওয়্যার


আমি টেকটিউনসের একজন পুরানো পাঠক। কিন্তু টেকটিউনসে এটাই আমার প্রথম টিউন। কারন আমি কম্পিউটার ব্যাবহারকারী হিসাবে নতুন ছিলাম তাই এতদিন শুধু টেকটিউনসের কাছে থেকে শিখেছি। আজ কিছু লিখতে বোসলাম

টিউনটা মোবাইল সম্পর্কিত।এ সম্পর্কিত পরিপূর্ণ কোনো টিউন দেখিনি তাই টিউনটি লিখলাম।

১ম সফটওয়্যারটি হচ্ছে NETQIN MOBILE GUARD

সফটওয়্যারটির অনেক সুবিধা। এর প্রতিটি ফিচারই খুবই কাজের।

Backup:এই অপশনটি দিয়ে আপনি এক ক্লিকেই আপনার ফোনবুকের পুরো ব্যাকআপ রাখতে পারবেন। এবং পরে তা রিস্টোর করতে পারবেন।

Boot mgr:এটি দ্বারাআপনি অটোস্টার্ট হওয়া অ্যাপ্লিকেশানকে ডিজাবল করতে পারবেন যা মোবাইলের স্টার্টকে স্লো করে দেয়।

Clean spam:

i) এটি দ্বারা আপনি এক ক্লিকে আপনার মেমরীকার্ডের অপ্রয়োজনীয় ফাইল (junk file) ডিলিট করতে পারবেন।

ii) একই নম্বর হতে আসা অপ্রয়োজনীয় সব মেসেজ (sms, mms, bt msg) একবারে ডিলিট।

iii) এই অপশনটি দ্বারা আপনি আপনার মোবাইলের র‍্যামও পরিষ্কার করতে পারবেন যা আপনার মোবাইলের স্পীড অনেকখানি বাড়িয়ে দেবে।

App mgr: এই অপশনটি গুরুত্বপূর্ণ এখান থেকে আপনি আপনার মোবাইলের ইন্সটলডকৃত সব অ্যাপ্লিকেশান দেখতে পারবেন সাথে তার সব ইনফো, আনইন্সটল করতে পারবেন, চালিয়ে দেখতে পারবেন। আবার ক্লাউড স্ক্যান এর মাধ্যমে অ্যাপ্লিকেশানটি বিশ্বস্ত কি না তাও দেখতে পারবেন। ক্লাউড স্ক্যান এর ক্ষেত্রে নেট কানেকশন লাগবে, আমার মতে করা ভালো

Call filter: এই অপশনটির মাধ্যমে ব্ল্যাকলিস্ট এর সমস্ত সুবিধাই আপনি পাবেন।

এখানে একটা অপশন আছে connection prompt নামে। এটির কাজ হচ্ছে আপনি যখন কল করবেন তখন মোবাইল আপনাকে কানে ধরতে হবে না, কারন রিসিভ হওয়া মাত্র ফোনে ভাইব্রেশন হবে। ফলে আপনি অনেকখানি রেডিয়েশন থেকে বেঁচে গেলেন

Web mgr: এটি দ্বারা আপনি আপনার নেটের সবকিছু নিয়ন্ত্রন করতে পারবেন। যেমনঃ রিয়েল টাইমে স্পীড ও ডাটা ইউস এর পরিমান (সবসময় স্ক্রিনের উপরে, যখন নেট চালু থাকে)। মাসে আপনি কত খানি ডাটা ইউস করবেন তা নির্ধারন করে দিতে পারবেন। এটি ইন্সটল হওয়ার পর প্রতি মাসের ডাটার হিসাব আলাদা আলাদা ভাবে রাখে। কখন কোন অ্যাপ নেটে কানেকটেড হয়েছে তার পূর্ণ বিবরণ কোন অ্যাপ কতখানি ডাটা ইউস করছে তার হিসাব, ইত্যাদি।

File mgr: অ্যাপ্লিকেশান ম্যানেজার এর সব কাজ (কাট, কপি, পেস্ট, সেন্ড, ইত্যাদি), ব্লুটুথ দিয়ে আসা মেসেজ মুভ।

এর সার্চ অপশনটি খুব শক্তিশালী (xplore এর চেয়ে অনেকখানি ভালো)।

Safe mode: ইহা এক ক্লিকেই আপনার সেটের সব নন সিস্টেম প্রসেস বন্ধ করে দিবে। যা খুবই কাজের একটি জিনিস।

বাকী ফিচার সম্পর্কে বলতে হবে না ব্যাবহার করলেই বুঝতে পারবেন।

এবার আশি ২য় সফটওয়্যার-এ

এটিও নেট কুইনেরঃ NETQIN ANTIVIRUS

এটি সম্পর্কে বেশী বলার কিছু নেই কারন, netqin mobile gurad আর netquin antivirus প্রায় একই ফিচার সমৃদ্ধ। তবে এটির কিছু বাড়তি ফিচার আছে সেগুলো হলোঃ

১) নেটওয়ার্ক ফায়ারওয়াল যা দ্বারা কোনো অ্যাপ্লিকেশান আপনার অজান্তে নেট কানেক্টেড হতে চাইলে তা বাধা দেবে।

২) আর একটি অপশন আছে যে টি আপনার মোবাইল যদি কোনো সময় বার বার রিস্টার্ট নিতে থাকে তাহলে এটি নিজে থেকেই সেফ মুডে মোবাইল চালু করবে। ফলে আপনি যার কারনে রিস্টার্ট হচ্ছিলো তা ঠিক করতে পারবেন। আমি নিজেই এর ভুক্তভুগি একবার ফ্লিপফন্ট সফটওয়্যার দেয়ার কারনে এ রকম হয়েছিল তখন এ ভাবেই আবার ঠিক হয়ে যায়।পরে ফ্লিপফন্টকে আমি রিমুভ করে দিতে পারি।

ডাউনলোড লিঙ্কঃ http://www.mediafire.com/?diz1hnf5n2l1y

Level 0

আমি রকআর্থ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

জানা ছিল।ধন্যবাদ।

আমি এর আগে দেখিনি বলে টিউন করেছি। আপনাকেও ধন্যবাদ।

https://www.techtunes.io/mobileo/tune-id/74907/ এই লিন্কে গিয়ে দেখুন, আপনার টিউনটি কিছুদিন আগেই করা হয়েছে। নতুন কিছু নিয়ে টিউন করুন। ধন্যবাদ।

    Level 2

    sob somoy nutun kisu nie tune korte hobe emon kono katha nai. keu hoyto agerta miss korese…. eta tar kaje lagbe.

    টিটিতে আপনাকে স্বাগতম । নতুন কিছু করেন। আর টিউনে স্কীনশট দিতে ভুলবেন না

    ওখানে এ সম্পর্কে বিস্তারিত টিউন করা নাই বলেই আমি করছি। আপনার কমেন্ট এর জন্য ধন্যবাদ।

চরম দুটি সফটওয়্যা , আপনাকে চরম ধন্যবাদ 😀

Level 0

Thanks Fuad Vai Ame Apnar Sathe Akmot…

ধন্যবাদ শেয়ার করার জন্য,সফট গুলু ভাল,
তবে টিউনে স্কিনশট দিলে টিউন আরো ভাল হইত।

Level 0

বস আমাকে একটা টিউনস দিতে পারবেন? প্লীজ উপকার হবে..> বলছি আমার মোবাইল নকিয়া ৭৬১০, এতে টোটাল রিকল ২.১০ ইন্স্টল করি। কিন্তু এটা বীপ দেয় যা আমার অপরদিকের শ্রোতা বুঝে পেলেন। কি করে এর থেকে পরিত্রাণ পাবো??????? স্ক্রীনসটসহ দিবেন আশা করি।

Level 2

Amar kobei valo leegece vai
Apnak onek onek thanks Airokom aro kico tunes cai
ASHEK ( UAE )
+971554922091

sadharon nokia phone e html(544 kb) file othoba excel file(744 kb) ki vbae dekhte pabo ?